সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল (প্রাথমিক পর্ব) i don't owner this post

ফ্রী ওয়েবসাইট তৈরি করার মূল পর্বে ওয়েবসাইট তৈরির বিষয় গুল সম্পর্কে একটা ধারণা দেয়ার চেষ্টা করা হবে।

ফ্রী ওয়েবসাইট তৈরি করার প্রাথমিক পর্বঃ

বর্তমানে অনেকেরি সখ থাকে যে একটা ওয়েবসাইট হলে বা বানাতে পারলে ভাল হত বা অন-লাইনে এসইও বিষয়ক বিভিন্ন কাজ শুরুতে শিখার জন্য একটা ওয়েবসাইট দরকার পরে। কারন এসইও শিখার পর ব্যাবহারিক ভাবে প্রয়োগ না করলে সম্পূর্ণ কাজটাই বৃথা যায়। এটা শিখার সাথে সাথে চর্চা করলে মনে রাখা যায় তাই একটা ওয়েবসাইট খুবি দরকার হয়ে দারায় । কিন্তু খালি এসইও শিখার জন্য টাকা খরচ করে একটা ওয়েবসাইট না বানিয়ে এসইও শিখা গেলে কেমন হত। এর একটা উপায় হচ্ছে ফ্রী ওয়েবসাইট। এতে করে প্রাথমিক ভাবে এসইও ভালভাবে চর্চা করা যায় এবং পরবর্তীতে টাকা দিয়ে ওয়েবসাইট বানানোর সময় কোন সমস্যাও হয় না। কিন্তু ফ্রী ওয়েবসাইট আর পেইড ওয়েবসাইটে কি কোন পার্থক্য আছে? হ্যাঁ সেটা অবশ্যই, তবে ফ্রী ওয়েবসাইট নিয়ে কাজ কিরলে পেইড ওয়েবসাইট কাজ করা বা তৈরি করা সহজ হয়ে যায়, কাজ শুরু পূর্বে একনজর একটা ডেমো দিয়ে শুরু করা যাক।

ডেমো



তো চলুন দেখা যাক সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর জন্য কি কি কাজ করতে হয় তা নিচে দেয়া হলঃ

১। কিভাবে একটা ফ্রী ডোমেইন (Free Domain) রেজিস্টার করবেন - (সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল পর্ব-১)

২। কিভাবে একটা ফ্রী হোস্টিং (Free Hosting) রেজিস্টার করবেন - (সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল পর্ব-২)

৩। কিভাবে ডোমেইন ( Domain) হোস্টিং (Hosting) সংযুক্ত করবেন - (সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল পর্ব-৩)

৪। কিভাবে একটি সিএমএস ম্যানেজমেন্ট (CMS Management) ইন্সটল (Install) করবেন - (সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল পর্ব-৪)

৫। সিএমএস ম্যানেজমেন্ট জুমলার ফন্টএন্ড ও ব্যাকএন্ডের পরিচিতি - (সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল পর্ব-৫)

৬। কিভাবে টেমপ্লেট পরিবর্তন, ডাউনলোড ও ইন্সটল করবেন - (সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল পর্ব-৬)

৭। কিভাবে ওয়েবসাইটে কন্টেন্ট তৈরি করবেন - (সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল পর্ব-৭)

৮। কিভাবে মেনু তৈরি ও সংযুক্ত করবেন - (সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল পর্ব-৮)

৯। ব্লগারে কিভাবে  ফ্রী কাস্টম ডোমেইন নেম (Free Custom Domain Name) সেটআপ (SetUp) করবেন - (সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল ব্লগারের পর্ব)

১০। কিভাবে লোকাল  হোস্টে (Local Host) সিএমএস ম্যানেজমেন্ট (CMS Management) ইন্সটল (Install) করবেন - (সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল এক্সট্রা (Extra) পর্ব)


এখানে শুরু পয়েন্ট গুলো দেয়া হয়েছে , ৯-১০ প্রতিটি পয়েন্ট টিউটোরিয়াল আকারে পোস্ট দেয়া হবে । তাই অপেক্ষা করুন পুরো পোস্টের জন্য।

(উল্লেখঃ উপরের দিকে সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরী করার জন্য বিষয় গুলো পোস্ট আকারে দেয়া হয়েছে ও প্রতিটি পয়েন্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিও টিউটোরিয়াল সহ ।)



প্রশ্ন থাকলে কমেন্ট করুন......।

Previous Post
Next Post
Related Posts