Pay Per Download (PPD) প্রোগ্রাম নিয়ে কিছু কথা

Pay Per Download (PPD) প্রোগ্রাম নিয়ে কিছু কথা

আমরা কম বেশি সবাই নেট থেকে গান, মুভি আর অন্যান্য দরকারী ফাইল অথবা সফটওয়্যার ডাউনলোড করি।
কিন্তু কেউ কি ভেবে দেখেছেন,
এই ফাইলটা কে আপলোড করেছে ?
কেন আপলোড করেছে ?
সে এটা কীভাবে আপলোড করেছে ?
তার আপলোড করা গান বা সফটওয়্যার কেউ ডাউনলোড করতে তার কি লাভ ?
আরও কিছু প্রস্ন…………
এইবার আসি কাজের কথায়।
আমি এক সময় এইসব জানতাম না। আর কখনো এতো গভীরে ভাবি নাই।
কিন্তু এখন দেখি ডাউনলোড লিঙ্ক থেকেও আয় খারাপ হয় না।
শুরুতে কম হলেও আস্তে আস্তে আপলোড ফাইল বেশি হচ্ছে, বেশি বেশি ডাউনলোড হচ্ছে আর আয় বারতেছে।
যাই হোক,
এইযুগে মোটামুটি সবাই ইন্টারনেট ব্যাবহার করতেছে। কেউ দরকারে আবার কেউ বিনোদনের জন্য ব্যাবহার করে। কেউ ১০ এমবি কিনে আবার কেউ আনলিমিট কিনে।
আর যারা বিনোদনের জন্য ব্যাবহার করেন + পিসি তে বা ল্যাপটপ এ অনেক গান, মুভি আছে, তাদের জন্য মনে হয় কাজে লাগবে।
হা এই বেপারে আমি আপনাকে পরিষ্কার ধারনা দিবো।
* কীভাবে মিউজিক আপলোড করবেন
* কোথায় আপলোড করবেন
* আপনার আপলোড করা মিউজিক বা ফাইল ডাউনলোড হলে আপনি কতো ৳ পাবেন
* এই টাকা কীভাবে উত্তোলন করবেন
এইসব বেপারে আমি খুব শীগ্রই বিস্তারিত টিউটোরিয়াল তৈরি করবো।
পাশাপাশি ধারনা পাবেন ১ টা মিউজিক ডাউনলোড এর সাইট পরিচালনা করার অভিজ্ঞতা।
অনলাইন + অফলাইনে আমার পরিচিত কিছু ভাই- ব্রাদার আমাকে জিজ্ঞেস করে,
ভাই অনলাইন থেকে টাকা আয় করার সহজ কিছু রাস্তা বলেন ? ? ?
আমার উত্তর : ভাই, অনলাইন থেকে টাকা আয় করার সহজ কোন উপায় নাই।
আগে কাজ শিখতে হবে, তারপর আয় আস্তে আস্তে হবে।
হা মিউজিক আপলোড করা কাজটা খুবই সহজ কাজ।
এটা শিখতে ২-৩ দিনের বেশি লাগবে না। কিন্তু আয় বাড়াতে কয়েক মাস সময় লাগবে।
আরও লাগবে বেশ কিছু মার্কেটিং পরিকল্পনা, যাতে আপনার আপলোড ফাইল বা মিউজিকটা  বেশি বেশি ডাউনলোড হয়। সেই জন্য বেশ কিছু সময় নিয়ে সামনে আগাতে হবে।
(মনে রাখবেন যত বেশি ডাউনলোড হবে, আয়ও ততো বেশি হবে)
” এই উদ্যোগটা নিয়েছি কয়েকজন বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান তৈরি করার চ্যালেঞ্জ হিসাবে ”
আমি তাদেরকে বলেছি, তোমরা আমাকে ১ বসর সময় এবং পরিশ্রম দাও।
আমি তোমাদের অনলাইনে কর্মসংস্থান তৈরি করে দিবো (লিগ্যাল ওয়েতে) বিনা পুঁজিতে।
মিউজিক আপলোড করে আয় করতে আগ্রহীরা কমেন্ট করুন………
* PPD ১ম পর্ব * Indishare, BDupload &Megafirez আপলোড কোম্পানিসম্পর্কে বিস্তারিতধারনা এবং সম্পূর্ণ রেজিট্রেসন পক্রিয়া

* PPD ১ম পর্ব * Indishare, BDupload &Megafirez আপলোড কোম্পানিসম্পর্কে বিস্তারিতধারনা এবং সম্পূর্ণ রেজিট্রেসন পক্রিয়া

আসসালামুয়ালাইকুম,
সবাই কেমন আছেন ? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি।
কয়েক দিন আগে আমি বলেছিলাম PPD (Pay Per Download) নিয়ে ৪ টা পোস্ট করবো। তো চলুন কথা না বাড়িয়ে, শুরু করা যাক।
আজ আলোচনা করবো  * PPD ১ম পর্ব * Indishare, BDupload &Megafirez আপলোড কোম্পানিসম্পর্কে বিস্তারিতধারনা এবং সম্পূর্ণ রেজিট্রেসন পক্রিয়া।
আমি সাধারনত PPD (Pay Per Download) এর জন্য Indishare & Megafirez নিয়ে কাজ করি। আর ইদানিং শুরু করলাম আমাদের দেশীয় কোম্পানি BDupload নিয়ে।
সবার জন্য আমার সাজেসন থাকবে এই ৩ টা কোম্পানি নিয়ে কাজ করবেন।
আজ আমি আপনাদের আপলোড কোম্পানি সম্পর্কে বিস্তারিত ধারনা দেয়ার চেষ্টা করবো।

PPD (Pay Per Download) কোম্পানি কি ?


“PPD (Pay Per Download) প্রোগ্রাম বলতে আমরা সাধারনত বুঝি,
আপনার আপলোড করা ফাইল অথবা মিউজিক 3rd party কোন কোম্পানি /সার্ভার হতে প্রতিবার ডাউনলোড করার বিনিময়ে তারা আপনাকে অর্থ প্রদান করবে। “
তারা কিভাবে কতো এমবি/জিবি ফাইলের জন্য কতো ৳ প্রদান করবে, এই বিষয়টা পোস্টের শেষের দিকে পরিষ্কার ধারনা পাবেন।

কিভাবে PPD (Pay Per Download) কম্পানিতে সাইন আপ করবেন ?


আমি এখানে স্ক্রিনশট দিয়ে পরিষ্কার ধারনা দেওয়ার চেষ্টা করবো।
এখানে মূলত Indishare এর সাইন আপ করার নিয়মটা দেখাবো।
৩ টা কম্পানিতেই সাইন আপ করার নিয়ম মোটামুটি একই রকম।
তারপর BDUpload & Megafirez আশা করি আপনারা নিজেরাই সাইন আপ করে নিতে পারবেন। ৩ টা কম্পানি নিয়ে একসাথে কাজ করলে কি কি বেশি সুবিদা ভোগ করতে পারবেন, তা সামনের আলচনায় আপনি নিজেই বুঝতে পারবেন।
Indishare sign up

সাইন আপ করার লিঙ্ক : (BDMusic.Name এর রেফারেল লিঙ্ক)

আপনি চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি সাইন আপ করতে পারবেন।
1. Indishare Sign up link

2. BDupload Sign up link

3. Megafirez Sign up link

প্রথমে লিঙ্কে ক্লিক করুন। তারপর এই পৃষ্ঠা আসবে।
* প্রথমে ইউজার নেম দিন।
* তারপর ই-মেইল অ্যাড্রেস দিন।
* ২ বার পাসওয়ার্ড দিন।
* পেমেন্ট হিসাবে পেপাল সিলেক্ট করুন (BDupload এ বিকাশ)
* কোড দিন কেপচা এর মতো (সেখানে যা লেখা থাকবে)
* সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন্।
অথবা, আপনি চাইলে ফেসবুক ও গুগল + একাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন

আপনার একাউন্টে কতো জিবি আপলোড করতে পারবেন ?


এটাই হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক এক কোম্পানির নিয়ম এক এক রকম।
ফ্রী এবং প্রিমিয়াম ২ রকম ইউজার সিস্টেম আছে। সেই জন্যই আমি সাজেস্ট করবো ৩ টা কম্পানিতেই সাইন আপ করবেন। তাতে করে আপনি Indishare 200 GB, BDupload 200 GB এবং Megafirez এ Unlimited স্পেস পাবেন। আরও কিছু সুবিদা আছে। সামনেই বুঝতে পারবেন।
নিচে ৩ টা কোম্পানির আলাদা আলাদা স্পেস সহ সকল ফিচারগুলোর স্ক্রিনশট দিয়ে দেখানো হল। আশা করি পরিষ্কার ধারনা পাবেন।

1. Indishare

Indishare3

 2. BDupload

BDupload

3. Megafirez

Megafirez

আপনার ফাইল ডাউনলোড হলে কতো আয় করতে পারবেন ?

Indishare 2
অবশ্যই যদি হয়ে থাকে, আপনার মূল উদ্দেশ্য আয় করা।
তাহলে, এই বিষয়টা মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে।
১০২৪ এমবি ১ টা ফাইল প্রতি ১ হাজার বার ডাউনলোড হলে, আপনি Maximum $20 আয় করতে পারবেন।
একটু মনোযোগ দিয়ে  চিত্রটা দেখুন। আশা করি পরিষ্কার ধারনা পাবেন।
কারো বুঝতে যেকোনো সমস্যা হলে অবশ্যই মন্তব্য করুন।
আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
খুব সিগ্রই প্রকাশ করবো * PPD ২য় পর্ব * কিভাবে আপলোড করবেন গান, ভিডিও, মুভি এবং কিভাবে তৈরি করবেন আপনার ডাউনলোড লিঙ্ক… সাথেই থাকুন…
আজ এই পর্যন্তই, সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি।
ধন্যবাদ সবাইকে। 
* PPD ২য় পর্ব * কিভাবে আপলোড করবেন গান, ভিডিও, মুভি এবং কিভাবে তৈরি করবেন আপনার ডাউনলোড লিঙ্ক

* PPD ২য় পর্ব * কিভাবে আপলোড করবেন গান, ভিডিও, মুভি এবং কিভাবে তৈরি করবেন আপনার ডাউনলোড লিঙ্ক

কেমন আছেন সবাই,
আবারো ফিরে এলাম PPD ২য় পর্ব নিয়ে * PPD ২য় পর্ব * কিভাবে আপলোড করবেন গান, ভিডিও, মুভি এবং কিভাবে তৈরি করবেন আপনার ডাউনলোড লিঙ্ক
যারা PPD আগের পর্বগুলো মিস করেছেন, তারা দেখে নিতে পারেন।

যাই হোক,
তো চলুন কথা না বাড়িয়ে কাজে আশা যাক
প্রথম আপনার আইএনডিআই লগইন করুন।
তারপর upload > এ ক্লিক করুন।
PPD upload indishare scrinsoht1
তারপর যে ফাইলটি আপলোড করতে চান, সেই ফাইলটি আপনার কম্পিউটারে সিলেক্ট করে> open করুন।

তাপরে start upload এ ক্লিক করুন।

দেখবেন আপনার ফাইলটি আপলোড শুরু হয়েছে।
PPD upload indishare scrinsoht4
আপলোড হতে কতো সময় নিবে, সেটা আপনার ফাইল এর জায়গা এবং নেট স্পীড এর উপরে নির্ভর করবে।
আপলোড শেষ হলে দেখতে পারবেন কলমের মতো ১ টা চিহ্ন আছে, ওইখানে ক্লিক করুন। তারপর নিজের ইচ্ছামত ফাইলের নাম পরিবর্তন করতে পারবেন।

তারপর ফাইলটি Public এ টিক চিহ্ন দিয়ে দিন, যাতে সবাই দেখতে পারে।
তারপর submit এ ক্লিক করুন।

এবার আপনার ফাইলের ডাউনলোড লিঙ্ক পাওয়ার জন্য My files এ যান।
আপনার ফাইলটির উপরে Right click > copy link location এ ক্লিক করুন।

এই কপি করা লিঙ্কটাই হচ্ছে আপনার ফাইলের ডাউনলোড লিঙ্ক।
এই লিঙ্কটা সংরক্ষণ করে রাখুন।
খুবই সহজ নিয়ম, যে কেউ কাজ শুরু করতে পারেন।
আজ এই পর্যন্তই, আমি সময় পেলেই খুব তাড়াতাড়ি প্রকাশ করবো ৩য় পর্ব

* PPD ৩য় পর্ব * কিভাবে রিমোট ইউআরএল করে ১ জিবি ফাইল ৫ -১০ মিনিটে আপলোড করবেন।

ততোক্ষণ পর্যন্ত সাথেই সাথেই থকুন।
আর হ্যাঁ আপনি যদি মনে করেন এটা আপনার বন্ধুদের জন্য দরকারি, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
সবাইকে ধন্যবাদ…… রুবেল এসবিএস
* PPD ৩য় পর্ব * কিভাবে রিমোট ইউআরএল করে ১ জিবি ফাইল ৫ -১০ মিনিটে আপলোড করবেন

* PPD ৩য় পর্ব * কিভাবে রিমোট ইউআরএল করে ১ জিবি ফাইল ৫ -১০ মিনিটে আপলোড করবেন

আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই ?
আজকের পর্বে দেখাবো Pay Per Download এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় রিমোট ইউআরএল আপলোড। * PPD ৩য় পর্ব * কিভাবে রিমোট ইউআরএল করে ১ জিবি ফাইল ৫ -১০ মিনিটে আপলোড করবেন
আর যারা আগের পর্বগুলো মিস করেছেন, দেখে নিতে পারেন।




তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক,
প্রথমে আপনার Indishare or BDUpload একাউন্টে লগইন করুন।
তারপর, Remote url upload এ ক্লিক করুন।remote url 1
তারপর সেখানে দেখবেন ইউআরএল বা লিঙ্ক পেস্ট করতে বলতেছে।
এখানেই মজার ব্যাপার হচ্ছে, আপনি খুব সহজেই অন্যজনের আপলোড করা লিঙ্ক থেকে আপলোড করতে পারবেন। এই ক্ষেত্রে খুবই কম সময় লাগবে।

 * কিভাবে করবেন ?

আপনার কাঙ্খিত মিউজিক ফাইলটির নাম লিখে গুগলে সার্চ করুন।
তারপর দেখবেন অনেক রেজাল্ট এসেছে। যে সকল সাইটে Indishare, Megafirez or BDUpload লিঙ্ক ইউজ করা হয়েছে ওই সকল সাইটে জান।
তারপর তাদের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে Indishare, Megafirez or BDUpload কোম্পানির সাইটে যান।
remote url 2
তারপর আরও ১ বার ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন।
দেখবেন ইমেজ এর মধ্যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। তারপর ওই ফাইলে রাইট ক্লিক করে Copy Link location এ ক্লিক করুন।remote url 3
এবার এই কপি করা লিঙ্কটি আপনার একাউন্টের remote url upload এ পেস্ট করুন।
remote url 4
এরপর দেখবেন খুব ঝড়ের গতিতে আপলোড হচ্ছে।
remote url 5
তারপর আগের সিস্টেম মতো এই ফাইলের নাম ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন।
বাস হয়ে গেলো আপনার remote url upload থেকে ডাউনলোড লিঙ্ক।

Pay Per Download এঁর সর্বশেষ পর্ব * PPD শেষ পর্ব * কোথায় কিভাবে প্রচার করবেন আপনার ডাউনলোড লিঙ্ক এবং কিভাবে আপনার উপার্জন করা অর্থ উত্তোলন করবেন। দেখার আমন্ত্রন জানিয়ে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।
আমি রুবেল এসবিএস… সবাইকে ধন্যবাদ
* PPD শেষ পর্ব * কোথায় কিভাবে প্রচার করবেন আপনার ডাউনলোড লিঙ্ক এবং কিভাবে আপনার উপার্জন করা অর্থ উত্তোলন করবেন

* PPD শেষ পর্ব * কোথায় কিভাবে প্রচার করবেন আপনার ডাউনলোড লিঙ্ক এবং কিভাবে আপনার উপার্জন করা অর্থ উত্তোলন করবেন

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি Pay Per Download এর সর্বশেষ পর্ব।
ইতিমধ্যেই আমি আগের পর্বগুলোতে এই বেপারে অনেক বিস্তারিত আলোচনা করেছি।

তো চলুন, কথা না বাড়িয়ে শুরু করা যাক কোথায় কিভাবে প্রচার করবেন আপনার ডাউনলোড লিঙ্ক এবং কিভাবে উত্তোলন করবেন আপনার অর্থ

কি কি মাধ্যমে প্রচার করবেন : আমরা হয়তো অনেকেই জানি ডাউনলোড লিঙ্ক প্রচার করার জন্য বহুমুখী মাধ্যম রয়েছে। এর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম নিয়ে আলোচনা করবো। যারা Pay Per Download নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এই সকল বিষয় অবশ্যই জানা জরুরী। মনে রাখবেন, আপনার লিঙ্ক যত প্রচার করবেন, ততো ডাউনলোড হবে + আর আয়ও ততোই বাড়বে। কাজেই এই বেপারে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে : ডাউনলোড লিঙ্ক প্রচার করার জন্য সবচেয়ে সহজ এবং কার্যকরী মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। সেটা হতে পারে ফ্রী কোন সাইট (Blogspot/wordpress) অথবা টপ লেভেল ডোমেইন .Com/.Net/.org দিয়ে।
নিজের ওয়েবসাইটে নিজের আপলোড করা লিঙ্কের উপরে ১ টা নিউ পোস্ট তৈরি করবেন। ওই পোস্টের মধ্যে অবশ্যই আপনার ফাইলের সঠিক টাইটেল, বর্ণনা এবং ১ টা ইমেজ করবেন। তারপর শেষে আপনার ফাইলের ডাউনলোড লিঙ্কটি Outgoing Link হিসাবে সেট করে দিবেন। লিঙ্কটি নিউ ট্যাব অথবা সেম ট্যাব এ ওপেন দিয়ে দিবেন।
উদাহরণ হিসাবে BDMusic.Name কিছু পোস্ট দেখে নিন। তারপর আপনার নিজের সাইটের ট্রাফিক বাড়ানোর জন্য এসইও করবেন। সামনে এসইও নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আমি এই ব্লগে লিখবো।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে :  ডাউনলোড লিঙ্ক প্রচার করার জন্য আরেকটি মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ফেসবুক, টুইটার, গুগল + পিন্টারেস্টসহ আরও কিছু সোশ্যাল মিডিয়া সাইতগুলো আপনি বেছে নিতে পারেন। আপনার সোশ্যাল প্রোফাইল, পেজ এবং অন্যান্য গ্রুপের মাধ্যমে নিজের  আপলোড করা লিঙ্ক রেগুলার শেয়ার করবেন এবং বন্ধুদের ডাউনলোড করার জন্য উৎসাহিত করবেন। এতে করে আপনি রেগুলার অনেক ট্রাফিক পাবেন এবং আপনার লিঙ্ক থেকে অনেকবার ডাউনলোড হবে।

গেস্ট ব্লগিং এর মাধ্যমে : বাংলাদেশে এবং বাইরের দেশে বেশ কিছু গেস্ট ব্লগ আছে। আপনি প্রথমে তাদের নীতিমালা মেনে তাদের সদস্য হবেন। তারপর তাদের ব্লগে বিস্তারিত পোস্ট দিয়ে আগের মতো নিচে আপনার ডাউনলোড লিঙ্ক সেট করে দিবেন। যাদের নিজের ওয়েবসাইট নেই, তারা গেস্ট ব্লগিং এর মাধ্যমেও ডাউনলোড লিঙ্ক প্রচার করতে পারবেন। অথবা নিজের সাইটের মার্কেটিং এর জন্যও গেস্ট ব্লগিং করতে পারবেন। এতে করে আপনি ওইসকল সাইট থেকে অনেক ট্রাফিক পাবেন। কারন, তাদের সাইটে প্রতিদিন প্রচুর পাঠক আছে এবং সাইটগুলো অলরেডি জনপ্রিয় হয়ে গেছে। তাদের সাইটগুলোর মাধ্যমে খুব সহজেই গেস্ট পোস্ট দিয়ে অনেক ট্রাফিক পাবেন।

ফোরাম পোস্টিং এর মাধ্যমে : বাংলাদেশের Doridro.Net এর মতো আরও অনেক ফোরাম আছে। সেখানে তাদের নিয়ম মেনে সাইন আপ করবেন এবং রেগুলার অংশগ্রহণ করবেন। আস্তে আস্তে কিছু দিন পরে থেকে লিঙ্ক দেওয়ার অনুমতি পাবেন। তারপর সেখানেও ফোরাম পোস্টিং এর মাধ্যমে আপনার ডাউনলোড লিঙ্ক প্রচার করতে পারবেন।

আর্টিকেল মার্কেটিং এর মাধ্যমে : সারা বিশ্বে আর্টিকেল মার্কেটিং করার জন্য হাজার হাজার ওয়েবসাইট আছে। আপনি তাদের সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলে আর্টিকেল সাবমিসন করতে পারবেন। সাথে আপনার আর্টিকেল এর সাথে শেষে ডাউনলোড লিঙ্ক ব্যাবহার করতে পারবেন।
এছারাও ডাউনলোড লিঙ্ক প্রচার করার আরও অনেক রাস্তা আছে। সেই সকল বিষয় জানতে, আমার ব্লগে রেগুলার চোখ রাখুন।

কিভাবে আপনার উপার্জন করা অর্থ উত্তোলন করবেন: আপনি যদি বাংলাদেশী হন, তাহলে  BDupload, Indishare এর টাকা খুব সহজেই  bKash এ উত্তোলন করতে পারবেন। আর Megafirez এর টাকা পেপালে উত্তোলন করতে পারবেন। তারা প্রতি মাসেই পেমেন্ট দেয়।(প্রমাণিত)

খুব শীঘ্রই আমি আবারো ফিরবো নতুন কোন বিষয়ের উপর। ততক্ষণের জন্য ভালো থাকুন। আল্লাহ্‌ হাফেয।