YouTube ভিডিওর Tag এবং Description দেয়ার নিয়ম | |
ট্যাগ দেয়ার নিওমঃ আপনার ভিডিও রিলেটেড ছোট ছোট বাক্য কেই মূলত ট্যাগ বলে। যদি আপনার ভিডিওটি ফটোশপ দিয়ে একটি লোগো তৈরি করার জন্য হয় তাহলে ট্যাগ হবে এই রকম, how to create logo with photoshop, how to create professional logo with ps bangla tutorial (ইংরেজি টিউটোরিয়াল হলে ইংরেজি লিখে দিবেন।), professional logo design bangla tutorial এইভাবে ৫০০ শব্দের মধ্য ট্যাগ দিবেন। এটা আমি জাস্ট উদাহরন দিলাম...আপনারা আপনাদের ভিডিও রিলেটেড পপুলার ভিডিও থেকে তাদের ট্যাগ গুলা দেখে আইডিয়া নিবেন। কিন্তু তাদের ট্যাগ সরাসরি কপি করবেন না। তাহলে স্প্যামিং ধরতে পারে। আর প্রতিটা ট্যাগ দেয়ার পরে কমা (,) দিলেই ট্যাগ ভাগ হয়ে যাবে। তারপর নতুন আরেকটি ট্যাগ লিখতে পারবেন।
ওয়ার্নিংঃ ট্যাগ বক্সে আপনার ভিডিও রিলেটেড নয় এই রকম কোন ট্যাগ ব্যাবহার করবেন না। Copyright, Hacking, Cracking, Patching, Adult কোন শব্দ ব্যাবহার করবেন না। এইগুলার জন্য আপনি যে কোন সময় স্ট্রাইক খেতে পারেন
ডিসক্রিপশন (Description): ডিসক্রিপশনে আপনার ভিডিও যে বিষয়ের উপর করা হইছে প্রথমে সেই বিষয়ে ছোট খাটো একটা গরুর রচনা লিখে দিবেন। তারপর নিচের দিকে হ্যাশ ট্যাগ (#) ব্যাবহার করে শর্ট এবং লং কিওয়ার্ড ব্যাবহার করতে পারেন।
আর অবশ্যই যেটা করবেন, আপনার অন্যান্য ভিডিওর লিংক ব্যাবহার করে ভিউয়ারসদেরকে সেগুলো দেখার আমন্ত্রণ জানাবেন। আর এমনভাবে আমন্ত্রন জানাবেন যেন সেই শিরোনাম দেখেই মানুষ লিংকে ক্লিক করতে বাধ্য হয়। তবে চিটিং করবেন না...মানে মানুষকে আকর্ষণ করার জন্য এমন শিরোনাম দিবেন না যেটা ভিডিওর ভিতরে নেই।
অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলের সাবস্ক্রাইব লিংক এড করে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন। আর আপনার সমস্ত সোশ্যাল সাইটের লিংক দিয়ে দিবেন এবং সেখানে ভিউয়ারস দেরকে লাইক বা ফলো করতে বলবেন।
ভুলেও যেটা করবেন নাঃ ডিসক্রিপশন এবং ট্যাগ বক্সে সেম কিওয়ার্ড ব্যাবহার করবেন না। ১টা বা দুইটার মিল থাকতে পারে কিন্তু সবগুলা বা অর্ধেকও যেন না হয়।
Tag: ইউটিউব সাবস্ক্রাইবার #ইউটিউব ভিউ #ইউটিউব চ্যানেলের নাম #ইউটিউব ট্যাগ #ইউটিউব ট্যাগ কি #ইউটিউব চ্যানেল থেকে আয় #ইউটিউব চ্যানেল নাম #ইউটিউব এডসেন্স
Tag: ইউটিউব সাবস্ক্রাইবার #ইউটিউব ভিউ #ইউটিউব চ্যানেলের নাম #ইউটিউব ট্যাগ #ইউটিউব ট্যাগ কি #ইউটিউব চ্যানেল থেকে আয় #ইউটিউব চ্যানেল নাম #ইউটিউব এডসেন্স