১০০০+ লাইক নিয়ে নিন আপনার ফেসবুক একাউন্টে একদম ফ্রি.


ফেসবুকে অটো লাইক এর নাম সুনেন নাই এমনটা খুব কম । অনেকেই বিজ্ঞাপন দেয় বিভিন্ন গ্রুপে, এই লিংকে যান লাইক বৃদ্ধি করুন । এসব ভিত্তিহিন এবং ম্যালওয়্যার যা আপনার ফেসবুক এবং আপনার কম্পুতার এর তথ্য চুরি করে এবং আপনার সর্বনাশ করে ।  প্রশ্ন জাগতে পারে তাহলে কিভাবে অন্যরা লাইক নেয়? 
আমরা করেছি নিরাপদ সার্ভার, যেটা সম্পুরন সেফ এবং নিরাপদ (১০০% গারানটেড) একটা সাইট
চলুন দেখে নিই কিভাবে ১০০০+ লাইক নিবেন

এক ক্লিকে করে নিন হাজার ফ্রেন্ড

অনেক সময় আমাদের এতবেশী ফ্রেন্ড রিকোয়েস্ট আসে যা আমাদের এক এক করে একসেপ্ট করা সম্ভব হয় না সে গুলো আমরা এক ক্লিকে কি করে একস্পেট করে নিবো চলুন দেখে আসি




চিরতরে ডিলিট করে ফেলুন আপনার ফেসবুক একাউন্ট

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক
যে কেউ চাইলেই এর একাউন্ট খুলতে পারে। কিন্তু যে কেউ চাইলে সহজেই এর একাউন্ট ডিলিট করতে পারেনা।
আজ আমরা ফেসবুক আইডি স্থায়ী ভাবে ডিলিট করা সম্বন্ধে জানবো।
ফেইসবুকের অ্যাকাউন্ট সেটিং থেকে Deactivate করা যায় কিন্তু স্থায়ী ভাবে ডিলিট করা যায় না।
যদি কোন কারনে অ্যাকাউন্ট স্থায়ী ভাবে ডিলিট করতে হয় তবে এই টিউনটি আশা করি আপনার উপকারে দিবে।
ভয় নেই কাজটি করার সাথে সাথে ডিলিট হবে না।
আপনাকে ১৫ দিন সময় দেওয়া হবে ভেবে দেখার যে আসলেই ডিলিট করবেন কিনা।
এখন আপনি যদি ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করে চান তবে এই ভিডিও টি আপনার জন্য
এরকম আরো ট্রিকস্ এর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন
সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে


যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই


কি ভাবে বের করবেন আপনার ফেসবুক বা যে কোন সাইডের পাসওয়ার্ড
 দেখে নিন কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়াই কিভাবে বের করে নিতে হয় সকল পাসওয়ার্ড

৩৬০-ডিগ্রি ছবি ফেসবুকে যেভাবে পোস্ট করবেন!

৩৬০-ডিগ্রি ছবি ফেসবুকে যেভাবে পোস্ট করবেন!
৩৬০-ডিগ্রি ছবি ফেসবুকে যেভাবে পোস্ট করবেন!
ফেসবুক এ বছরের প্রথমদিকে ইউজারদের ৩৬০ ডিগ্রি ছবি পোস্ট করার সুযোগ করে দেয়। এ ছবি দিয়ে ইউজাররা কোনো দৃশ্যের উঁচু, নিচু, সামনে এবং পেছনের অংশ দেখতে পাবেন। ৩৬০ ডিগ্রি ফটো বিশেষ ৩৬০ ক্যামেরা অথবা আইফোন বা স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোনে প্যানোরোমা তোলা যায়। স্ট্রিট ভিউ এবং গুগল ক্যামেরার মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে এ ধরনের ছবি তোলা যায়। বেশিরভাগ ইউজারই ফেসবুকে ৩৬০ ডিগ্রি ছবি পোস্ট করার চেষ্টা করে না। তবে আপনি যদি নিচের যে কোনো একটু টুল ব্যবহার করে ছবি তোলেন তবে ৩৬০ ডিগ্রি ছবি পোস্ট সাধারণ ছবি পোস্টের মতো সহজ মনে হবে। এখানে ফেসবুকে কিভাবে ৩৬০ ডিগ্রি ফটো পোস্ট করবেন তার একটি গাইডলাইন দেয়া হল :

ওয়েবের ক্ষেত্রে: টাইমলাইনের নিউজ ফিড সেকশন থেকে ফটো/ভিডিও ট্যাবে ক্লিক করুন। ছবি সিলেক্ট করুন।
নির্দিষ্ট বন্ধুর সঙ্গে শেয়ার করুন।
ক্লিক এবং ড্রাগ করে ছবিটি দেখুন।

স্মার্টফোনের ক্ষেত্রে: টাইমলাইন অথবা নিউজ ফিড সেকশনের উপরে ‘হোয়াটস অন ইউর মাইন্ড’ বক্সে ট্যাপ করুন।
ফটো/ভিডিও অপশন সিলেক্ট করে ছবি পছন্দ করুন।
নির্দিষ্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
আঙুল নাড়িয়ে ছবি দেখুন।
আপনি চাইলে ছবিতে ট্যাপ করে ফুল স্ক্রিন ভিউ দেখতে পারবেন।
বর্তমানে ফেসবুক একবারে একটি মাত্র ৩৬০ ডিগ্রি ফটো পোস্ট করার সুযোগ দিচ্ছে। তাছাড়া এটি প্রোফাইল পিকচারও করা যাবে না। এটি ফেসবুকের ৩৬০-ভিডিও থেকে ভিন্ন। ওসব ভিডিও ধারণ করতে বিশেষ সেটের ক্যামেরা দরকার পড়ে।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট ছাড়াই ডেস্কটপ থেকে সরাসরি ফেসবুকের ভিডিও ডাউনলোড করে নিন| Download Facebook videos directly from the desktop without any software or any website

Hello ,সবাই কেমন আছেন? আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন । আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনারা কোনো সফটওয়্যার বা ওয়েবসাইটের সাহায্য ছাড়াই ফেসবুক থেকে যেকোন ভিডিও ডাউনলোড করবেন।

প্রথমেই আপনি আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন। তারপর সেখান থেকে আপনি আপনার যেই ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই ভিডিওটি যেই পোস্টে রয়েছে, সেই পোস্টের উপর ক্লিক করুন। এতে ওই পোস্টটি আপনার সামনে বেশ বড় করে আসবে। এবার আপনি আপনার ব্রাউজারর উপরের অ্যাড্রেস বারের ওই পোস্টের লিংকের মধ্যে খানিকটা কারসাজি করুন আর তা হলো ওই লিংকের "www" লেখাটি মুছে দিয়ে সেখানে শুধুমাত্র "m" লিখুন। এতে করে আপনার ব্রাউজারে ওই পোস্টটির মোবাইল ভার্সন দেখাবে। এবার আপনি একটু কষ্ট করে ওই ভিডিওর নিচের বারের দিকে লক্ষ করুন। দেখবেন একটি ডাউনলোড বাটন দেখাচ্ছে। এবার সেখানে ক্লিক করুন। দেখবেন ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি নিচে এর স্ক্রীনশট সমূহ একবারে দিয়ে দিচ্ছি।
http://www.youtubehelpbd.com/

http://www.youtubehelpbd.com/

http://www.youtubehelpbd.com/
এই রকম আর কি টিউটোরিয়াল প্রত্যাশা করেন তা কমেন্ট করে জানান । আপনারা যদি লেখা পাঠাতে চান তাহলে আমাদের এই ঠিকানায় আপনার লেখা পাঠিয়ে দিন ybd6975@gmail.com.

English Translate in google

Hello, how are you all? I am fine . Hope you're fine. Today I will discuss with you how to download any video from Facebook without the help of any software or website.

First of all, login to your Facebook account. Then from there click on the post that you want to download the video you want to download. The post will be bigger in front of you. Now you can add a little to the link in the post bar at the top of your browser, and delete the "www" link from that link and just enter "m" there. This will show the mobile version of that post in your browser. Now, take a little hard look at the bottom bar of the video. Seeing a download button. Now click there. You will see the video has started downloading. For your convenience, I give down screenshots at once.

POST BY: MUKTO TI

ফেসবুকে লুকানো বন্দুর তালিকা দেখার উপায় কি?

/2017/01/facebook-a-lukano-bondur-talika-ki-bhave-dekbo.html
ফেসবুকে লুকানো বন্দুর তালিকা দেখার উপায় কি?


কোনো বন্ধুর ফেসবুক প্রোফাইলে ঢুকে তার বন্ধুদের খোঁজ পেতে গিয়ে অনেকেই দেখেন শুধু দেখা যাচ্ছে ‘মিউচুয়াল ফ্রেন্ডস’-দের তালিকা। কেননা আপনার বন্ধুটি তার পুরো বন্ধুর তালিকা সকলের কাছ থেকে আড়াল করে রেখেছেন।

তবে আপনি চাইলে ফেসবুকে বন্ধুদের লুকানো ফ্রেন্ড লিস্ট সহজেই দেখে নিতে পারবেন। এজন্য কেবলমাত্র আপনার গুগল ক্রোম ব্রাউজারে ‘Facebook Friends Mapper’ নামক একটি বিনা মূল্যের এক্সটেনশন ব্যবহার করতে হবে। এই এক্সটেনশনটি আপনাকে জানিয়ে দেবে বন্ধুদের গোপন করা বন্ধুদের তালিকা।

এজন্য প্রথমেই চলে যান ক্রোমের ওয়েব স্টোরে (https://chrome.google.com/webstore)। ইনস্টল করুন Facebook Friends Mapper এক্সটেনশনটি। যে বন্ধুর গোপন ফেসবুক ফ্রেন্ড লিস্টটি আপনি দেখতে চান, তার প্রোফাইলটি খুলুন। এখন আপনি ফ্রেন্ডস ট্যাবে দেখতে পাবেন ‘Reveal Friends’ অপশনটি। এবার ক্লিক করুন তাতে আর দেখে নিন ফ্রেন্ড লিস্ট!

আপনি যার ফ্রেন্ডলিস্ট দেখতে চাইছেন তিনি আপনার বন্ধুর তালিকায় না থাকলেও কিছু যাবে আসবে না। তার কোনো একজন বন্ধু আপনার বন্ধু হলেই হবে।

ফেসবুক একাউন্টকে ফেসবুক পেজে রুপান্তর করুন ১০০% কার্যকরী | youtube help bd

অনেকেই ফেসবুকে পেজ না খুলে একাউন্ট খুলে ব্যবহার করতেন বিশেষ করে সেলিব্রেটি বা কোম্পানী। ধীরে ধীরে এর অপকারিতাগুলো বুঝতে পারতেন । ফেসবুক একাউন্টে যে সমস্যাটি বেশী হয় তাহলো, ফেসবুক একাউন্টে ৫ হাজারের বেশী বন্ধু যোগ করা যায় না । কিন্তু পেজগুলোতে যত খুশি ফ্যান বানানো যায় । তাছাড়া আরো নানান সমস্যা আছে

সকল ঝামেলা থেকে মুক্তি দিতে ফেসবুক নিয়ে এলো নতুন ফিচার । যেকোন ফেসবক একাউন্টকে ফেসবুক পেজে রূপান্তর করা যাবে । আপনার সকল প্রোফাইল পিকচার নতুন পেজে ট্রান্সফার করা হবে । সবচেয়ে আকর্ষনীয় বিষয়, সকল বন্ধুদের ফ্যানে রূপান্তর করা হবে । অর্থাৎ এখন আপনার একাউন্টে যতগুলো বন্ধু আছে তখন পেজে ততগুলো লাইক থাকবে । এছাড়া অন্য কোন ডাটা ট্রান্সফার হবে না ।



কনভার্ট করতে এই লিংকে  একটি ক্যাটাগরী বেছে তাতে ক্লিক করুন । তারপর সেই ক্যাটাগরী লিষ্ট থেকে একটি ক্যাটাগরী বেছে “Get Started” চাপুন । এরপর আপনি ফেসবুক পেজের যেকোন ফিচার ব্যবহার করতে পারবেন । আপনার ইমেইল , পাসওয়ার্ড দিয়ে সরাসরি পেজ হিসেবে লগইন করতে পারবেন ।

আপনার ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক হতে পারে যে সব উপায়ে | জেনে রাখা ভালো, তাই একবার দেখে নেন।

ফেসবুক বর্তমান যুগে দ্রুত জনপ্রিয়তা পাওয়া পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সাইট। তবে ফেসবুক জনপ্রিয় হয়ে উঠার সাথে সাথে ব্যবহারকারীদের একাউন্টের নিরাপত্তাও কমে আসছে দিন দিন।
ছোট্ট কিছু ভুল করার মাধ্যমে হ্যাক হয়ে যেতে পারে আপনার প্রিয় ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড। সুতরাং আমাদের সবার জানা উচিৎ কি কি কাজ করলে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চলে যেতে পারে অন্য কারো নিয়ন্ত্রণে।

  • একাউন্ট ফিশিং

এই প্রক্রিয়াতে হ্যাকার আপনাকে বোকা বানায় সরাসরি। যেকোনো ভাবে হ্যাকার আপনাকে বিভিন্ন ভাবে লিংক পাঠাবে। হতে পারে ফেসবুক ম্যাসেজে কিংবা আপনার ইমেইলে। এসব লিংকে অবিকল ফেসবুকের থেকে আসা নোটিফিকেশনের মতই লিংক আসে। ব্যবহারকারীরা বুঝতেই পারেননা আসলে এসব ফেসবুকের না। এমনকি তারা লিংকে ক্লিক করলে এমন একটি সাইট আসে যা অবিকল ফেসবুকের মতই। একে বলা হয় ফিশার ওয়েব। অবিকল দেখতে একটি ওয়েব সাইটের মত হলেও আসলে তা না। ফলে এখানে আপনি যদি ফেসবুক ভেবে লগ ইন করলেই আইডি হারাবেন।
  • পাবলিক কম্পিউটারে লগ ইন করা

অনেকেই আছেন যারা সাধারণত মোবাইলেই ফেসবুক চালান। কালে ভদ্রে কম্পিউটারে বসেন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। এসব ক্ষেত্রে যারা পাবলিক কম্পিউটার যেমন সাইবার ক্যাফেতে যান তাদের জন্য বিশেষ সতর্কতা হচ্ছে সেখানে আপনি অনেক সময় লগ ইন করে ভুলেই যান যে আপনার একাউন্ট লগ ইন করা আছে সেভাবেই রেখে আসেন। অথবা অনেকেই লগ ইন করার সময়ে খেয়াল করেননা রিমেম্বার পাসওয়ার্ড দেয়া রয়েছে, এর কারনে আপনার অজান্তে অন্য কেউ আপনার একাউন্ট এ প্রবেশ করে হ্যাক করে নিতে পারে।
  • ফেসবুক অ্যাপ

ফেসবুকে নানান অ্যাপ রয়েছে এসব অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সব সময় সাবধান হওয়া উচিৎ। এসব অ্যাপ যখন আপনি ব্যবহার করেন তখন না জেনেই এসব অ্যাপ কে আপনি নিজের ইমেল একাউন্ট পাসওয়ার্ড সহ নানান তথ্য দিয়ে দেন। যা অনেক ক্ষেত্রেই এরা বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার কাছে বিক্রয় করে। এমন অনেকেই আছে এসব ফেসবুক অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিজের একাউন্ট হারানোর।

  • ওয়েবসাইটের শেয়ার বাটন

সব ওয়েব সাইট না কিছু ব্যক্তিগত ওয়েব সাইট রয়েছে যেখানে শেয়ার বাটন ক্লিক করা অত্যন্ত ঝুঁকির কাজ। কারণ মূলত থার্ড পার্টি ওয়েব সাইটে ছবি শেয়ার করতে সেখানে যে অপশন থাকে সেখানে ক্লিক করলেও অনেক সময় আপনার একাউন্ট ও পাসওয়ার্ড হ্যাক হতে পারে।
  • সামাজিক ফেইক বন্ধুত্ব

অনেক সময় দেখা যায় হ্যাকার ছদ্মবেশে আপনার সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তুলে ফেসবুকে এবং আপনার বিষয়ে নানান তথ্য সংগ্রহ করতে থাকে। এক পর্যায়ে আপনাকে ইনবক্সে লিংক পাঠায়। এসব লিংকে সরল মনে ক্লিক করলেই আপনার গোপন পাসওয়ার্ড এবং ইমেইল চলে যাবে হ্যাকারের হাতে।


নিজের ফেসবুক একাউন্ট ডিলিট করার পদ্ধতি। How to delete my facebook


অনেক সময় আমাদের নিজের এক বা একাধিক Facebook একাউন্ট delete করার দরকার হয়ে থাকে।কারন হিসেবে বলা যায় যারা নতুন ইন্টারনেটের সাথে পরিচিত হয়ে থাকেন তারা ভালভাবে শেখার জন্য একাধিক আইডি খুলে বসেন,যারা ফ্রিল্যান্সিং করেন মার্কেটিং নিয়ে তারাও অনেক সময় একাধিক ফেসবুক এক্উন্ট খুলে থাকেন,অনেকে tutorial e-book তৈরির উদ্দেশ্যে একাধিক একাউন্ট খুলে থাকেন এবং অন্যান্য কারনে অনেকে একাধিক একাউন্ট তৈরি করে থাকেন।এসব একাউন্ট আবার অনেক সময় মুছে ফেলার দরকার হয়।
ফেসবুক একাউন্ট মুছে ফেলা খুবই সহজ।ফেসবুক একাউন্ট মুছে ফেলার জন্য এই লিংকটিতে ক্লিক করুন।এখানে ক্লিক করার পর আপনি দুটি অপশন পাবেন তা হচ্ছে আপনি ফেসবুক আইডি ডিলিট করতে চান নাকি ডিএকটিভ করতে চান।আপনি যে কাজটি করতে চান সে অনুযায়ী ক্লিক করুন।এরপর সাবমিট করুন।এবার ১৪ দিন সময় নিবে আইডি টি পুরোপুরি ডিলিট হওয়ার জন্য।
কমান্ড দেবার পর কখনো যদি আপনার মনে হয় একাউন্টটি আপনার ডিলিট করার প্রয়োজন নেই তাহলে দেরি না করে ১৪ দিনের ভেতরই আপনাকে লগ ইন করতে হবে তাহলে একাউন্ট চালু রাখার অপশন পাবেন।