অনেক সময় আমাদের নিজের এক বা একাধিক Facebook একাউন্ট delete করার দরকার হয়ে থাকে।কারন হিসেবে বলা যায় যারা নতুন ইন্টারনেটের সাথে পরিচিত হয়ে থাকেন তারা ভালভাবে শেখার জন্য একাধিক আইডি খুলে বসেন,যারা ফ্রিল্যান্সিং করেন মার্কেটিং নিয়ে তারাও অনেক সময় একাধিক ফেসবুক এক্উন্ট খুলে থাকেন,অনেকে tutorial e-book তৈরির উদ্দেশ্যে একাধিক একাউন্ট খুলে থাকেন এবং অন্যান্য কারনে অনেকে একাধিক একাউন্ট তৈরি করে থাকেন।এসব একাউন্ট আবার অনেক সময় মুছে ফেলার দরকার হয়।
ফেসবুক একাউন্ট মুছে ফেলা খুবই সহজ।ফেসবুক একাউন্ট মুছে ফেলার জন্য এই লিংকটিতে ক্লিক করুন।এখানে ক্লিক করার পর আপনি দুটি অপশন পাবেন তা হচ্ছে আপনি ফেসবুক আইডি ডিলিট করতে চান নাকি ডিএকটিভ করতে চান।আপনি যে কাজটি করতে চান সে অনুযায়ী ক্লিক করুন।এরপর সাবমিট করুন।এবার ১৪ দিন সময় নিবে আইডি টি পুরোপুরি ডিলিট হওয়ার জন্য।
কমান্ড দেবার পর কখনো যদি আপনার মনে হয় একাউন্টটি আপনার ডিলিট করার প্রয়োজন নেই তাহলে দেরি না করে ১৪ দিনের ভেতরই আপনাকে লগ ইন করতে হবে তাহলে একাউন্ট চালু রাখার অপশন পাবেন।