অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি | সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল!

অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি | সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল, what is impression ctr in adsense, page cpc meaning, adsense average ctr, page rpm meaning, অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি | সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল, page rpm calculator, ctr means in adsense, what is cpc in adsense, how to calculate estimated earnings in adsense, অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি | সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল
অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি | সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল!
ইতোপূর্বে আপনারা সবাই নিশ্চয় অবগত হয়েছেন যে, সম্প্রতি বাংলা কনটেন্টযুক্ত ওয়েবসাইটে গুগল এ্যাডসেন্স সাপোর্ট দেওয়ার বিষয়ে এ্যাডসেন্স তাদের অফিসিয়াল ব্লগে ঘোষনা দিয়েছে। তবে এখনো এ্যাডসেন্সের সকল বিষয় বাংলা সাইটের জন্য Compatible হয়নি বিধায় অনেকে বাংলা সাইট থেকে এ্যাডসেন্সের জন্য আবেদন করে সফল হতে পারছেন না। তবে খুব শীঘ্রই সকল জঠিলতা কাঠিয়ে বাংলা ওয়েবসাইটে Google AdSense অনুমোদন করবে বলে আমরা আশা করছি। সে জন্য আপনার দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে তৈরি বাংলা ওয়েবসাইট থেকে এ্যাডসেন্সের জন্য আবেদন করার পূর্বে অবশ্যই ওয়েবসাইটকে এ্যাডসেন্সের উপযোগী করে নিবেন।

আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি অত্যান্ত সহজ কিন্তু এ্যাডসেন্স পাবলিশারদের জন্য খুবই জরুরী একটি বিষয়। অনেকে এ সহজ বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে না জানার কারনে তাদের এ্যাডসেন্স একাউন্ট হতে আয় বৃদ্ধি করতে পারেন না। গুগল মূলত CPC ও RPM হিসেব করে এ্যাডসেন্স পাবলিশারদের বিজ্ঞাপনের জন্য টাকা প্রদান করে থাকে। সেই ক্ষেত্রে যার ওয়েবসাইটের CPC ও RPM Rate যত বেশী হবে তার ওয়েবসাইটের ইনকাম তত বেশী হবে। এই সহজ তিনটি বিষয় নিয়ে যাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, তারা আজকের এই পোষ্টটি মনোযোগ সহকারে পড়লে পরিষ্কার হয়ে যাবে।

গুগল এ্যাডসেন্স থেকে আয় বৃদ্ধি করার প্রধান এবং একমাত্র উপায় হচ্ছে ব্লগের ট্রাফিক বৃদ্ধি করা। যার ব্লগে যত বেশী ভিজিটর থাকবে এ্যাডসেন্স হতে সে তত বেশী আয় করতে সক্ষম হবে। পোষ্টের মূল বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে এটি বিষয় বলে রাখছি যে, আমাদের আজকের পোষ্টের মূল বিষয় CPC ও RPM বৃদ্ধি করা নয়, শুধুমাত্র গুগল AdSense CPC, Page RPM ও Page CTR সম্পর্কে বেসিক ধারনা নেওয়া। পরবর্তীতে কোন একদিন CPC ও RPM বৃদ্ধি করা সংক্রান্তে একটি পোষ্ট শেয়ার করব।

CPC, Page RPM ও Page CTR কি?

আমরা আজ এই তিনটি বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলাদা আলাদা অংশে ভাগ করে আলোচনা করব। তবে তার পূর্বে এগুলির সাথে সম্পৃক্ত আরো কিছু বিষয় রয়েছে যেগুলি না জানলে বা পরিষ্কারভাবে ধারনা না নিলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে না।

Click কিঃ গুগল এ্যাডসেন্সের ক্ষেত্রে Click বলতে শুধুমাত্র বিজ্ঞাপন ক্লিককে বুঝানো হয়। এ ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের কতগুলো পেজে ক্লিক হয়েছে সেটি নির্দেশ করে না।
Impression কিঃ এটি দ্বারা আপনার ব্লগের প্রত্যেকটি Page View কে বুঝানো হয়ে থাকে। অধীকন্তু আপনার ব্লগের Page View, Ad View সহ কোন Individual Ad View কেও নির্দেশ করে। সাধারণত Impression তিন ধরনের হয়ে থাকে, যথা- Page views, Page impression ও Ad impression.
Page views কিঃ Page views দ্বারা বুঝানো হয়ে থাকে আপনার কাঙ্খিত ব্লগের পেজ এর মাধ্যমে ভিজিটর কতটি বিজ্ঞাপন দেখতে পেয়েছে। ধরুন আপনার ব্লগের একটি পেজে মোট ৩ টি বিজ্ঞাপন রয়েছে, কিন্তু ভিজিটর ঐ পেজের সবগুলি বিজ্ঞাপন দেখেনি অর্থাৎ একটি বিজ্ঞাপন নিচের দিকে থাকার কারনে সেটি ব্রাউজারের উপরে উঠেনি। সে ক্ষেত্রে এখানে আপনার Page views হিসেবে ২ গণনা করা হবে।
Page impression কিঃ Page views এবং Page impression একই জিনিস। দুটি দ্বারা প্রায় একই ধরনের বিষয় বুঝানো হয়ে থাকে।
Ad impression কিঃ এটি দ্বারা আপনার ব্লগের প্রত্যেকটি পেজের বিজ্ঞাপন প্রদর্শনের হিসাব গণনা করা হয়। ধরুন আপনার ব্লগের একটি পোষ্টে ৩ টি বিজ্ঞাপন রয়েছে এবং পোষ্টটি সর্বমোট ৫ বার ভিজিট করা হয়েছে। এ ক্ষেত্রে Ad impression হিসাব করা হবে ৩x৫=১৫ অর্থাৎ কাঙ্খিত পোষ্টের ১৫ Ad impression গণনা করা হবে।

অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি | সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল, what is impression ctr in adsense, page cpc meaning, adsense average ctr, page rpm meaning, অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি | সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল, page rpm calculator, ctr means in adsense, what is cpc in adsense, how to calculate estimated earnings in adsense, অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি | সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল

CTR (Click Through Rate) কি?

একটি ব্লগ কিংবা ওয়েবসাইটের বিজ্ঞাপনের মোট ভিউ এর মধ্যে কতবার বিজ্ঞাপনে ক্লিক করা হয়েছে সেটি বুঝাতে CTR ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে- ধরুন আপনার ব্লগের বিভিন্ন পেজ ১০০ বার ভিউ হয়েছে এবং Add এ মাত্র ১০ জন ভিজিটর ক্লিক করেছে। সে ক্ষেত্রে আপনার CTR হবে ১০% । যদি আপনার ব্লগের পেজ ভিউ হয় ১০০ এবং ৫০ বার বিজ্ঞাপনে ক্লিক করা হয়ে থাকে, তবে আপনার CTR দাড়াবে ৫০%। এই CTR দ্বারা শুধুমাত্র আপনার বিজ্ঞাপনের মোট ভিজিটরের ভিউয়ের ক্লিক সংখ্যা হিসাব করা হয়।

CPC (Cost Per Click) কি?

Cost Per Click সম্পর্কে বেশী কিছু বলার প্রয়োজন নাই। কারণ এটি দ্বারা কি বুঝানো হয় তা আপনি নিজেই বুঝতে পারছেন। আপনার বিজ্ঞাপনের প্রতি Click এর কারনে এ্যাডসেন্স আপনাকে কত ডলার পরিশোধ করবে সেটি বুঝানো হচ্ছে। এ ক্ষেত্রে যার ক্লিট রেট যত বেশী হবে তার আয়ও তত বেশী হবে। ধরুন-আপনার CPC রেট 0.03$, সে ক্ষেত্রে আপনি প্রতি এড Click এ পাবেন 0.03$ ডলার।

RPM (Revenue Per Mile) কি?

এটি দ্বারা একটি ব্লগের বিজ্ঞাপনের উপর ক্লিক ব্যতীত শুধুমাত্র প্রতি ১০০০ পেজ ভিউ হিসেবে কত ডলার দেওয়া হবে সেটি গণনা করা হয়। ধরুন- আপনার ব্লগের বিজ্ঞাপনের RPM 1.25$, এ ক্ষেত্রে গুগল আপনার ব্লগের বিজ্ঞাপনের প্রতি ১০০০ বার ভিউ এর জন্য 1.25$ ডলার পরিশোধ করবে।

CTR, CPC ও RPM এর সর্বমোট হিসাবঃ

ইতোপূর্বে আপনি উপরের তিনটি বিষয় থেকে পরিষ্কার ধারনা পেয়েছেন যে, Google AdSense কিভাবে হিসেব করে বিজ্ঞাপনের জন্য টাকা পরিশোধ করে এবং কিভাবে আপনার এ্যাডসেন্সের আয়ের পরিমান হ্রাস ও বৃদ্ধি পায়। এখন আমি উদাহরনের মাধ্যমে তিনটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারনা দেওয়ার চেষ্টা করব।

উদাহরণ- মনেকরুন আপনার ব্লগে প্রতি মাসে এক লক্ষ পেজ ভিউ হয় এবং আপনার ব্লগের CTR ৩%। অর্থাৎ প্রতি একশত পেজ ভিউ এর মধ্যে মাত্র তিন জন আপনার ব্লগের বিজ্ঞাপনে ক্লিক করে। এ ক্ষেত্রে আপনার নীট CTR হবে (মোট ভিউ x CTR ÷ ১০০) অর্থাৎ (১০০০০০x৩÷১০০) = ৩০০০ বার। আপনার ব্লগের এক লক্ষ পেজ ভিউ এর মধ্যে ৩০০০ জন বিজ্ঞাপনে ক্লিক করেছে। সেই হিসাবে আপনার ব্লগের CPC রেট 0.03$ হয়ে থাকলে মোট ক্লিক রেট হবে (৩০০০x০.৩) = ৯০০ ডলার। অর্থাৎ এক লক্ষ ভিউয়ার এর মধ্যে ৩০০০ বিজ্ঞাপন ক্লিক এর কারনে গুগল আপনাকে ৯০০ ডলার পরিশোধ করবে।
অন্যদিকে আপনার ব্লগের বিজ্ঞাপনের RPM 1.25$ হলে আপনি মোট ভিউ হিসাব করে (মোট ভিউ ÷ ১০০০ x ১.২৫) অর্থাৎ (১০০০০০ ÷ ১০০০ x ১.২৫) = ১২৫ ডলার। CTR ব্যতীত শুধুমাত্র বিজ্ঞাপনের ভিউয়ের জন্য গুগল আপনাকে আরো ১২৫ ডলার পরিশোধ করবে। সেই হিসেবে দেখা যায় কেউ যদি উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ব্লগের সমন্বয়ে এক লক্ষ ভিউয়ার পায়, তাহলে সে গুগল এ্যাডসেন্স থেকে মাসে ৯০০ + ১২৫ = ১০২৫ ডলার আয় করতে সক্ষম হবে।

সর্বশেষঃ উপরে প্রদত্ত হিসাব এবং AdSense CPC, Page RPM ও Page CTR থেকে আপনি বুঝতে পারছেন যে, আপনি কেন গুগল এ্যাডসেন্স থেকে কম উপার্জন করছেন বা অন্যকেউ কম ভিজিটর পেয়েও আপনার চাইতে বেশী আয় করছে। আপনার ব্লগের CPC, Page RPM ও Page CTR যত বেশী হবে এ্যাডসেন্স থেকে তত বেশী আয় করতে পারবেন। সাধারণত ব্লগের কনটেন্টের মান, র‌্যাংকিং এবং বিজ্ঞাপনের লোকেশনের উপর ভিত্তি করে CPC ও RPM কম বেশী হয়ে থাকে। এ ক্ষেত্রে আপনি ভালমানের কনটেন্টের সমন্বয়ে উন্নত দেশের বিজ্ঞাপনকে টার্গেট করতে পারলে এ্যাডসেন্স CPC ও RPM বৃদ্ধি করে ব্লগের আয় বাড়াতে পারবেন।

TAG: অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি | সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল, what is impression ctr in adsense, page cpc meaning, adsense average ctr, page rpm meaning, অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি | সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল, page rpm calculator, ctr means in adsense, what is cpc in adsense, how to calculate estimated earnings in adsense, অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি | সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল!
Post By: careersourcebd

সুখবর, সুখবর ! বাংলাদেশী ইউটিউবার, ব্লগার ও ওয়েবসাইট পরিচালনা করিদের জন্য সুখবর বিস্তারিত জেনে নিন ( ভিডিও সহ)

ওয়াও ! এখন থেকে বাংলা ভাষা সাপোর্ট করবে ইউটিউবব্লগসাইটওয়েবসাইটে আর কোন টেনশন করতে হবে না বাংলা টাইটেল নিয়ে
হ্যালো বন্ধুরা আমি মোস্তফা কামাল শাওন । কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন? কেননা এখন আপনাদের মাঝে একটি সুখবর জানানোর চেষ্টা করবো। তো চলুন জেনে নেয় কি সেই সুখবরটি
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলা ভাষার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স চালু করার ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। মঙ্গলবার এক ব্লগপোস্টে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
গুগল বলছে, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব কিছু বিবেচনা করে বাংলায় গুগল অ্যাডসেন্স চালু করা হল।
বর্তমানে বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হচ্ছে। ২০১৫ সালেই প্রতিষ্ঠানটি গুগল অ্যাডসেন্স প্রকাশকদের প্রায় ১০ বিলিয়ন ডলার পেমেন্ট দিয়েছে, যা ক্রমবর্ধমান হারে রকেট গতিতে বাড়ছে। বাংলা ভাষায় অ্যাডসেন্স চালু হওয়ার ফলে এ সংখ্যায় নতুনমাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উইকিপিডিয়ার তথ্যমতে, গুগল অ্যাডসেন্স হচ্ছে- গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এটি মূলত একটি লাভ-অংশীদারি প্রকল্প, যার দ্বারা ব্যবহারকারী তার ওয়েবসাইটে ব্যবহৃত বিজ্ঞাপনের বিষয়বস্তু থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হন। একটি ওয়েবসাইটের মালিক কিছু শর্তসাপেক্ষে তার সাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারেন। আজকের অনলাইন বিশ্বে এ বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে।
২০১০ সালের প্রথম প্রান্তিকে গুগল ২ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল, যা বছর শেষে ৮ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছে ছিল। ওই বছরেই অ্যাডসেন্সের মধ্য দিয়ে মোট রাজস্ব ৩০ শতাংশ আয় করেছিল।
অ্যাডসেন্স গুগলের বিজ্ঞাপন প্রচার প্রোগ্রাম নিয়ে টিউটোরিয়াল টিতে বিস্তারিত বলা হয়েছে নিচে থেকে টিউটোরিয়াল টি সবাই মনযোগ সহাকরে শুনে বুঝার চেষ্টা করবেন প্লিজ



 এ প্রোগ্রামের মাধ্যমে গুগল তৃতীয়পক্ষের বিভিন্ন বিজ্ঞাপন ওয়েবমাস্টার এবং ব্লগের মালিকদের নিকট বণ্টন করে। ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ওয়েবমাস্টাররা অর্থ উপার্জন করতে পারে। বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রাপ্ত অর্থের ৬৮ শতাংশ (কনট্যান্টের ক্ষেত্রে) এবং ৫১ শতাংশ (সার্চের ক্ষেত্রে) ওয়েবমাস্টারদের মাধ্যমে বিতরণ করে গুগল।
গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে কেউ অর্থ আয় করতে পারে। ইংরেজি কনট্যান্টের ওয়েবসাইটের মাধ্যমে প্রচুর বাংলাদেশি ব্লগার এবং ওয়েবসাইটের মালিক গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে অর্থ আয় করছেন। তবে বাংলা সাইটে বিজ্ঞাপন চালু হওয়ার ফলে এই আয়ের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে।
উইকিপিডিয়া বলছে, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটে ন্যূনতম কিছু ভিজিটর প্রয়োজন হবে। তাছাড়া আপনার ওয়েবসাইটের মান হতে হবে অ্যাডসেন্সের নিয়ম মেনে। অতঃপর আপনাকে গুগল অ্যাডসেন্সে সাইনআপ করতে হবে। এরপর গুগল আপনার ওয়েবসাইট পর্যবেক্ষণ করার পর আপনার দেয়া সব ইনফর্মেশন ও রিক্রুইটমেন্ট ঠিক থাকলে ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করার অনুমতি দেবে।
গুগল কর্তৃক আপনাকে একটি কোড দেয়া হবে, যা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হবে বিজ্ঞাপন দেখানোর জন্য। আর মাস শেষে আপনার আয় যদি ১০০ ডলার বা তার বেশি অতিক্রম করে, তবে আপনাকে অর্থ পাঠানো হবে। আর অ্যাডসেন্স শুধু ওয়েবসাইট নয়, ইউটিউব, মোবাইল অ্যাপ ইত্যাদিতেও ব্যবহার করা যাবে।

How to check adsense earning without adsense login | AdSense এর টাকা Check করুন AdSense লগইন না করেই

যে যেখানেই থাকুন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমার গ্রুপের সকল মেম্বার ও আমার সকল SUBSRIBER ভাই সবাই ভাল আছেন। ভাল থাকেন সুস্থ থাকে এটাই সবার কাম্য। আজ আপনাদের জন্য ছোট একটি পোস্ট নিয়ে আবারও হাজির হলাম Comment এবং লাইক না পাওয়ার উপযোগী আপনাদের অবহেলিত ছোট ভাই মোঃ আবদুল্লাহ্ । আশা করি যাদের AdSense অ্যাকাউন্ট আছে তাদের কাজে লাগবে আমার এই পোস্টটি। আর যাদের Ad Sense এর Account নাই তাদেরও কাজে লাগবে ভবিষ্যৎ এর জন্য। তাই এক নজর দেখে নেন।

প্রথমে বলেনি আমরা যে ভাবে AdSense এর টাকা Check করবো তা হচ্ছে Google Chrome এর একটি ধারুন Extension এর মাধ্যমে।
AdSense এই Extension টি ব্যবহার করে আপনি গতমাস, চলতিমাস, গতকাল এবং আজ AdSense থেকে কত টাকা Earning করেছেন তা এই Google Chrome এর Extension এর মাধ্যমে চেক করতে পারবেন। এটি আপনার AdSense আকাউন্টে কত টাকা আছে তা দেখাবে Life Time Revenue Data থেকে।

১. প্রথমে এখান থেকে AdSense Extension টি ইন্সটল করে নেন Google Chrome এর জন্য।
২. এক্সটেন্সানটি ইন্সটল করার পর ১ নাম্বার আইকন এর মত একটি আইকন দেখতে পাবেন আপনার ব্রাউজার এর কন্নারে ঐ আ্ইকনে ক্লিক করুন। ক্লিক করার পর নিছের চবিটির মত দেখাবে। এখন এখান থেকে Enable বাটনে ক্লিক করুন।

গুগল এডসেন্স একাউন্ট #গুগল এডসেন্স টিউটোরিয়াল #গুগল এডসেন্স ইউটিউব #গুগল এডসেন্স এর বিকল্প #ইউটিউব থেকে আয় করুন #google adsense কি #adsense bangladesh #youtube adsense



3. এখন আপনার AdSense Account লগইন করুন। লগইন করার পর নিছের ছবিটার মত দেখাবে।ওখান থেকে ALLOW তে ক্লিক করুন।

গুগল এডসেন্স একাউন্ট #গুগল এডসেন্স টিউটোরিয়াল #গুগল এডসেন্স ইউটিউব #গুগল এডসেন্স এর বিকল্প #ইউটিউব থেকে আয় করুন #google adsense কি #adsense bangladesh #youtube adsense

 4. এবার আপনার কাজ শেষ, এখন আপনার আয় করা টাকা দেখতে চাইলে ব্রাইজার এর কোনার কোন্নারের আইকনে ক্লিক করলেই নিছের ছবিটির মত দেখাবে। এখন থেকেই দেখতে পারবেন আপনার সকল আয় করা টাকা।

গুগল এডসেন্স একাউন্ট #গুগল এডসেন্স টিউটোরিয়াল #গুগল এডসেন্স ইউটিউব #গুগল এডসেন্স এর বিকল্প #ইউটিউব থেকে আয় করুন #google adsense কি #adsense bangladesh #youtube adsense
সর্বশেষে আপনাদের একটি বিষয়ে যানাতেই চাই যেঃ যেহেতু এটি একটি গুগল এর অফিসিয়াল এক্সটেনশন, তাই আপনার অ্যাকাউন্ট নিরাপত্তা বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারুন নাই। ভাল হোক মন্দ হোক Comment করে জানালে খুশি হব।

English translate in google.

My greetings and greetings to everybody wherever you are. Hope all members of my group and all my SUBSRIBER brothers are all good. It is good for everyone to be well-advised to be healthy. Today, I have appeared again with a small post for you and your negligent younger brother Md. Abdullah, who is not able to enjoy the like. I hope those who have AdSense accounts will have the advantage of this post. And those who do not have Ad Sense account, they will also be useful for the future. So take a look.

First of all, the way we check the AdSense money is through a narrow extension of Google Chrome.
Using this extension, you can check out the amount of money you earn from AdSense, Monthly, Yesterday and today through this extension of Google Chrome extension. It will show how much money you have on your AdSense account, from Life Time Revenue Data.

1. First of all, install Google AdSense for Google Extensions.
2. After installing Extension, you can see an icon like the number 1 icon, click on that icon in your browser's corner. After clicking, it will look like a whisper. Now click on the Enable button.
3. Now login to your AdSense Account. After logging in, the picture will look like this. From here click on ALLOW.
4. Now your work is done, now you want to see the money you earn, click on the corner of the corner of the broaser, just click on the icon. From now on you can see all the money you earn.
Lastly, you want to know one thing: Since this is Google's official extension, so there is no reason to worry about your account security. Be happy or be happy, I would be happy to comment.

TAG: গুগল এডসেন্স একাউন্ট #গুগল এডসেন্স টিউটোরিয়াল #গুগল এডসেন্স ইউটিউব #গুগল এডসেন্স এর বিকল্প #ইউটিউব থেকে আয় করুন #google adsense কি #adsense bangladesh #youtube adsense

সহজে গুগোল অ্যাডসেন্স পেতে এবং ট্রাফিক সমস্যার সমাধান পেতে দেখে নিন কিছু কার্যকরী ট্রিক্স | Take some easy tips to get Google Adsense and solve traffic problems

পৌষ্ট টি কপিকৃত tips4blog থেকে।

সম্পূর্ণ টিপস পরবেন। এখানে আমি যেটুকু জানি সেটুকুর শর্টকার্ট আর পুরোপুরি বলার চেষ্টা করেছি। আশা করি গুগোল অ্যাডসেন্স সহজে হাতে পাওয়া আর ট্রাফিক নিয়ে কোন সমস্যা হবে না কখনও । বিশেষ করে ট্রাফিক নিয়ে সমাধান বেশি দিয়েছি। কারন ট্রাফিক থাকলে যে কোন কিছু জয় করা সম্ভব। আর ফেসবুক মার্কেটিংয়ের একটা টুল নিয়েও আলোচনা করা হয়েছে।

ট্রাফিক সমস্যার সমাধান

যেই মুহূর্তে আপনি ট্রাফিক নিয়ে চিন্তাই আছেন আমি ধরে নিলাম আপনি ভাল ভাবে SEO পারেন । আর এটার উপরে ভাল ধারনা না থাকলে আপনি এখনি টিপসটা না দেখে চলে যেতে পারেন । আজ আমি শুধু ফেসবুক ট্রাফিক নিয়ে কথা বলব । আর আগামি তে Twitter আর Youtube ট্রাফিক নিয়ে আলোচনা করা যাবে । এই তিনটা করতে জানলে আর ইউনিক টিপস দিতে পারলে আপনার সাইট ট্রাফিকের সাগরে ভাসবে ইন-শা-আল্লাহ্‌। তবে হ্যাঁ ট্রিক শেয়ার করছি ভাল কথা কিন্তু এর মানে এই নয় যে আপনি একেবারে শুধু ঘুমাবেন আর হাজার হাজার ভিজিটর আপনার সাইটে আসবে। আপনাকেও পরিশ্রম করতে হবে। তবে, ট্রিকগুলো জানা থাকলে সহজ পরিশ্রমে বেশি ভিজিটর আনা সহজ হয়ে যাবে ।

চলুন তাহলে ফেসবুক ট্রাফিক নিয়ে কিছু কথা শেয়ার করা যাক:

আপনি ৫ টা আইডি খুললেন । প্রত্যেকটা আইডি কিন্তু আলাদা আলাদা ব্রাউজারের আলাদা আলদা প্রাইভেট উইন্ডোতে চালু রাখতে হবে। আর হ্যাঁ সবগুলো কিন্তু মেয়ে আইডি আর হট কিছু পিক দিয়ে সাজিয়ে নিবেন। এখন কাজ ফ্রেন্ড বারানো আর কিছু গ্রুপে অ্যাড হওয়া।

আপনার কিছু সমালোচনা মুলক পেজে খুজে বের করতে হবে। এটা আপনার কাজ। যেমন ধরুন বাংলাদেশে রেডিওমুন্না বা এমন অনেক পেজ আছে যেখানে দেখবেন কিছুক্ষণ পর পর নতুন টিপস দেই সেখানে হাজারো লাইক আর কমেন্ট। এমনি কিছু ইন্টারন্যাশনাল পেজ বের করতে হবে যেখানে আপনার কাজ কমেন্ট করা আর অন্য যারা যারা কমেন্ট করছে সেগুলোতে লাইক দেয়া আর কিছু রিপ্লাই দিবেন। দেখবেন অনেক ফ্রেন্ড রিকুয়েস্ট আসা শুরু হয়েছে।

আর কিছু হট পাবলিক গ্রুপ খুজে বের করুন যেখানে টিপস করলে অ্যাপ্রুভ হয়ে যায়। এমন কিছু কিছু গ্রুপে যুক্ত হয়ে যান। এরপর সেই গ্রুপের বাম সাইটে দেখবেন মেসেজ অপশন আছে। সেখানে ক্লিক করে ৫০ জনকে সিলেক্ট করুন। তারপর একটা পিক দিয়ে একটা মেসেজ পাঠান। এভাবে ২০০ জনকে পাঠান।

http://www.youtubehelpbd.com/2017/06/take-some-easy-tips-to-get-google.html

দেখবেন রিকুয়েস্ট আসা শুরু করছে। এভাবে দুই বা তিনটা ভাল গ্রুপে এই কাজ করেন আর কিছু ভাল পেজে এমন কমেন্টে এই কাজটা করেন। ভালোভাবে করতে পারলে আশা করা যায় ২ বা ৩ ঘণ্টার মধ্যে ৩০০০ ফ্রেন্ড হয়ে যাবে। আরো কিছু গ্রুপেও যুক্ত হয়ে যান।

এভাবে প্রত্যেকটা আইডিতে একি কাজ করেন। ৩ ঘণ্টার মধ্যে ভাল রেজাল্ট পাওয়া শুরু করছেন। এখন কাজ ভালোভাবে মার্কেটিংয়ের।

আপনার সাইটের একটা হট টপিক নিয়ে টিপস করেন আর সেই টিপসটাতে ৫০ জনকে ট্যাগ করেন। কমেন্টে ম্যানশন করেন ৫০০ জনকে।

এখন কাজ মেসেজ মার্কেটিংয়ের। মেসেজে গিয়ে একটা গ্রুপ মেসেজ বক্স ওপেন করেন তারপর ৭০ জন করে এক একটা গ্রুপে অ্যাড করা শুরু করেন। আর এমন একটা মেসেজ দিবেন যারা ঐ গ্রুপের ৭০ জন যখন মেসেজটা দেখবে তারা যেন আপনার ওয়ালে এসে টিপসটা দেখার জন্য ক্লিক করে। এভাবে ৭০ জন করে আলাদা আলাদা ৫ টা মেসেজ বক্স ওপেন করে এই কাজ করবেন।

এখন কাজ গ্রুপ মার্কেটিংয়ের। যেগুলো গ্রুপে যুক্ত হয়েছেন সেগুলোতে সুন্দর করে টিপস করেন। খুব নিখুঁতভাবে টিপস করতে হবে।

ইভেন্টের কাজ এখন। আপনি একটা ইভেন্ট খুলে সেখানে সুন্দর করে টিপস আর লিঙ্ক পেস্ট করে ঐ ইভেন্টে সবাইকে ইনভাইট করুন। এতে করে যারা যারা ইভেন্টে আসবে তাদের মধ্যে কিছু ক্লিক অবশ্যই পাবেন। আপনার টপিকের উপর কিছু ভাল ইভেন্ট খুজে বের করে ৪ বা ৫ টাতে টিপস করুন।

এখন কাজ নিজের গ্রুপে মেম্বার অ্যাড করে। নিজে একটা হট গ্রুপ খুলুন। সেখানে আপনার ফ্রেন্ডগুলোকে অ্যাড করুন। কোন ধরনের স্ক্রিপ্ট দিয়ে অ্যাড করবেন না তাহলে তাদের কাছে কোন গ্রুপে অ্যাড হওয়ার নটিফিকেশন যাবে না। একটা ক্রম এক্সটেনশন আছে সেটা হল এটা খুবই ভাল একটা টুল। কারন এটা যাদেরকে গ্রুপে অ্যাড করবে তাদের সবার কাছে নটিফিকেশন যাবে। নটিফিকেশন গেলে কিছু লোক গ্রুপে এসে গ্রুপটা দেখার চেষ্টা করবে। আর তখন আপনি যে গ্রুপে টিপস করেছেন সেটা দেখতে পারবে। আর সেখান থেকেও অবশ্যই কিছু ক্লিক পাবেন।

এখন পেজের কথায় আসি। একটা পেজ খুললেন। মানে প্রতিদিন পেজ খুলবেন আর সেখানে কিছু টিপস করে সবাইকে এক ক্লিকে ইনভাইট করবেন। এতে করে যারা যারা লাইক দিবে তারা অবশ্যই দেখবে আপনার টিপসগুলো আর সেখান থেকেও ভাল ক্লিক পাবেন আশা করা যায়।

এভাবে কাজ করলে আশা করা যায় এক একটা আইডি থেকে আপনি মিনিমাম ৫০০ ভিজিটর ড্রাইভ করানো ব্যাপার না। একটা আইডি থেকে ১০০০ ভিজিটরও ড্রাইভ করানো যায়। সেটা নির্ভর করবে আপনার প্রতিদিন কাজ শেখা আর চর্চার উপর। কারন আপনি যখন এগুলো করতে যাবেন তখন আরও অজানা জিনিস জানতে পারবেন যেগুলো আপনার আজীবন কাজে দিবে।

তবে আমি কিছু টুল ব্যবহার করি যেগুলো ব্যবহার করে কাজ করা অনেকটা সহজ হয়ে যায়। টুলটার কাজ নিয়ে কিছু কথা বললাম। টুলগুলো নিচে দেয়া হল।

  • Group Member Add – এক ক্লিকে সব মেম্বারকে ম্যনুয়ালি অ্যাড করা যাবে।
  • Event Invitation – এটা দিয়ে এক ক্লিকে ইনভাইট করতে পারবেন।
  • Video Downloader – যেকোন ভিডিও ডাউনলোড দিতে পারবেন।
  • Invite all friends in just one click – এক ক্লিকে ম্যনুয়ালি সবাইকে ইনভাইট করতে পারবেন।
  • গ্রুপ টিপসিং টাইম সেট করে দিয়ে আপনি সব গ্রুপে ম্যনুয়ালি টিপস করতে পারবেন।
  • Group Member Tag দারুন এই একটা টুল। কারন এটা দিয়ে আপনি গ্রুপের সব মেম্বারকে কমেন্টে ট্যাগ করতে পারবেন। আর এটা করতে গেলে ব্যান্ড হবেন না। কারন অটো ডিলিট করে দিবে টুলটি। কিন্তু, নটিফিকেশন যাবে সবার কাছে।
  • Add all friends as group admin – এটা করলে আপনি যাদের গ্রুপ এর অ্যাডমিন বানালেন ঐ গ্রুপে টিপস করা মাত্র সবার কাছে নটিফিকেশন যাবে আজীবন।
  • Message All Friends at Once
  • Suggest your friend to another friend
  • Extraction Group Email
  • Extraction Friends Email
  • Extraction Phone number
  • Unlike All page
  • Unfriend All
  • Reject request
  • Delete all comment at once
  • and Much More and More

টুলটা দিয়ে অনেক অনেক কাজ অতি সহজে করা যায়। যদি টুলটির প্রয়োজন হয় তাহলে ০১৯৬৫৮০৫০৬৩ এই নাম্বারে আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আরও অনেক কথা যেগুলো বলে শেষ করা গেলোনা ফেসবুক মার্কেটিং সম্পর্কে। এগুলো আপনি আস্তে আস্তে ব্যবহার করবেন প্র্যাকটিকাল করবেন আর শিখবেন। আরো ট্রাফিকের প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন।

গুগোল অ্যাডসেন্স সমাধান

এখন আসি অ্যাডসেন্সের ব্যাপারে। একটা কথা বলে রাখি গুগোল অ্যাডসেন্স বাংলাদেশ থেকে পাওয়া খুব বেশি কঠিন। এখন না বললেই চলে। যাই হোক তবুও অ্যাডসেন্স আমরা ব্যবহার করছি। সেটা হল USA অ্যাডসেন্স কারন এটা পাওয়া খুবই সহজ যদি আপনার ভাল কোন গ্রুপ বা USA তে কেও একজন থাকে। যারা বাংলাদেশ থেকে গুগোল অ্যাডসেন্স আইডি বিক্রি করে তারা কোন না কোন গ্রুপের সাথে জরিত যারা পিন ভেরিফাই সহ সব কাজ করে দেয় তবে তাদের সাথেও ডিলের মাধ্যমে।

ছোট্ট একটা ট্রিক বলি। যেমন ধরুন আপনি ফাইবারে একটা টিপস করলেন আপনার দরকার অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তাহলে সেখান থেকে আমেরিকা সিলেক্ট করে দিয়ে আপনি এই জিনিসটা দিতেও পারেন। আবার ধরুন ওডেস্কেও এমন কাজ দিয়ে দেশ সিলেক্ট করে দিলেন আমেরিকা তারপর এমন কাজ টিপস করলেন এভাবেও পেতে পারেন। এগুলো এভাবে না আসলে ট্রিক এমনি হতে পারে সেটাই বললাম। বা আপনি কিছু গ্রুপ খুজে বের করলেন সেখান থেকেও এই কাজটা করে নিতেন বাহিরের গ্রুপের মেম্বারদের সাথে সম্পর্ক তৈরি করে।

যাই হোক আপনি যেটা করবেন। একটা নিচ নিয়ে সাইট তৈরি করুন খুব ভালোভাবে ইউনিক আর্টিকেল দিন। ভালোভাবে এস ই ও করে হিটলিপ ব্যবহার করে কিছু দিনের মধ্যে আলেক্সা কমান। তারপর আপনার যদি আমেরিকাতে কেও থাকে তার মাধ্যমে একটা ইমেইল খুলে সেখান থেকে অ্যাপ্লাই করান। দেখবেন কয়েক ঘণ্টার মধ্যে আপ্প্রুভ হয়ে যাবেন। তবে সবকিছু তার কম্পিউটার দিয়েই করতে হবে। কিছু দিনের মধ্যেও আপ্প্রুভ হতে পারেন। তারপর অ্যাড কোড নিয়ে এসে বসিয়ে কাজ শুরু করতে পারেন। তারপর ২০ ডলার পার হলে পিন ভেরিফাই তার ঠিকানা দিয়ে করে নিতে হবে। পিন ভেরিফাই করে নিলেই কাজ শেষ। এখন আপনার কাজ খুব খুব ইউনিক টিপস করা অল্প অল্প সুন্দর এস ই ও করা আর সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর ড্রাইভ করানো।

তবে আপনাদের যদি গুগোল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় তাহলে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেল করি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ট্রাফিকও আমরা সেল করে থাকি । আপনার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন ০১৯৬৫৮০৫০৬৩ এই নাম্বারে, আর স্কাইপে আমি – Prince.Tuutuul

আজকের মত এখানেই শেষ করলাম আগামি তে টুইটার আর ইউটিউব মার্কেটিং নিয়ে আলোচনা হবে, ভাল থাকবেন।


English in Google translate:

Take full tips. Here's what I know about the shortcut and try to fully say. I hope Google Adsense is easily available and there will be no problem with traffic. Especially given the solution with traffic. Because if there is traffic, it is possible to win anything. And a tool for Facebook marketing is also discussed.

Solving traffic problems

At the moment you are thinking about traffic, I assume you can SEO well. And if you do not have good ideas on it, then you can not go away without looking at the tips. Today I will just talk about Facebook traffic. And in the next Twitter and Youtube traffic can be discussed. If you know these three things, you can give unique tips, your site will float in the sea of ​​traffic in-sha-Allah. But yes it is good to share tricks but this does not mean that you will just sleep and thousands of visitors come to your site. You have to work hard. However, knowing the tricks will make it easier to get more visitors easier.

Let's share some things about Facebook traffic:

You open 5 IDs. Each Id, but the separate alarms of different browsers should be enabled in the private window. And yes, all but girls ID and hot pick up with some peaks. Now working friends and adding to some groups.

You have to find some criticism on Mulk page. It's your job For example, in Bangladesh there are many raidemunna or many pages where you will see new tips after a few days there are thousands of likes and comments. Likewise, some international pages have to be posted where your work is to be commented and others who are commenting will like them and give some reply. You will see that many friend requests have started coming.

Find out more hot public groups, where tips get provoked. Join some of these groups. Then there are message options on the left side of the group. Click here to select 50 people. Then send a message with a pick. Thus send 200 people.

You see, the request is starting to come back. Thus, this work is done in two or three good groups, and this is done by some good page comments. If you can do well, it is expected that in 3 or 3 hours 3000 friends will be made. Join some more groups too.

Thus, on every ID, do the same thing. Starting to get good results in 3 hours. Now work well marketing

Tips on making a hot topic for your site and tagging 50 people in those tips. 500 people in the comment

Now working message marketing. Going to the message, a group opens the message box and then started adding 70 to one group. And a message that 70 people in that group will see the message when they come to your wallet and click to see the tips. Thus, 70 people will do this by opening 5 different message boxes.

Now job group marketing Make tips that are grouped together. To make the tips very accurately.

Now the work of the event. Invite everyone to the event by opening an event and pasting the tips and links there. By doing so, there are some clicks among those who come to the event. Find some good events on your topic, at 4 or 5 tips.

Now add members to their own group of jobs. Open yourself a hot group. Add your friends there. If you do not add any kind of scripts, they will not be able to add a group to their notifications. There is a sequence extension that is a very good tool. Because it will give notifications to all those who add it to the group. Some people will try to see the group when the notification is done. And then you can see the group you have tips. And from there you will also get some clicks.

Now come to the words of the page. Open a page This means that every day the pages will be opened and there are some tips to invite everyone with one click. Those who like to do this will certainly see your tips and better clicks from there.

If you work like this, then you are not able to drive a minimum of 500 visitors to a single ID. It can also drive 1000 visitors from an ID. It will depend on your daily learning and practice. Because when you are going to do this, you will know more unknown things that will work for your lifetime.

But I use some tools that make working a lot easier. I talked about the work of the tooler. The tools are given below.


  • Group Member Add - All subscribers can be manually added to one click.
  • Event Invitation - It can be invoked with one click.
  • Video Downloader - You can download any video.
  • Invite all friends in just one click - you can invite everyone to one click.
  • By setting up Group Tipping Time, you can make manual tips in all groups.
  • Group Member Tag This is a great tool. Because with it you can tag all the members of the group in the comments. And if you do this, do not be a band. Because the tool will delete the tool. But, notification can be made to everyone.
  • Add all friends as group admin - If you do this, you will be able to make the group's admin.
  • Message All Friends at Once
  • Suggest your friend to another friend
  • Extraction Group Email
  • Extraction Friends Email
  • Extraction Phone Number
  • Unlike All page
  • Unfriend All
  • Reject request
  • Delete all comment at once
  • And Much More and More


Many tools can be done very easily with the tool. If the tool is needed then 01965805063 can contact me at this number. There are many more things that can be said about Facebook marketing. You will use them gradually and do practical and learn. You can also contact more traffic if needed.

Google AdSense solution

Now let's talk about AdSense. One thing to say is that Google Adsense is very difficult to get from Bangladesh. It does not matter now. However, AdSense is still used by us. That is USA AdSense because it is very easy to find if you have a good group or one in the USA. Those who sell Google Adsense IDs from Bangladesh, they are related to a group of people who do all the work including PIN Verifier, but also deal with them.

Call a little trick. For example, if you have a tips on fiber, you need AdSense account. If you choose America from here then you can give this thing. Again, Odessa also selected the country with such a task, then America could get the job done by doing so. That is not the way it can be such a trick that I can say. Or you have found some groups from here, you also got the job done with the members of the outside group.

Whatever you do, whatever. Create a site with a bottom, give a very unique article. Between the seconds of using SEO and hitting the loop properly, Then if you have someone in America, open an email and apply from there. You will be seen to be Apurvu within a few hours. But everything will be done through his computer. In some days, you can become an Aphrwh. Then you can start working with the add code. If you have $ 20 then you'll have to get the PIN Verify with its address. After verifying the pin, the job is done. Now your work is very unique, it is a little too nice to be done and visitors to social media drive.

But if you need a Google AdSense account, then I can contact AdSense account to sell it. And we also sell traffic. You can contact if you need 01965805063 in this number, and Skype i - Prince.Tuutuul

Today, as it is today, I will talk about twitter and youtube marketing in the future, be good.

CTR Ki? Apnar Jonno Koto Parsen Porjonto CTR Safe? CTR Vharle Ki Korven?

maximum ctr allowed adsense #adsense average ctr #adsense ctr too high #how to check ctr in adsense #what is impression ctr in adsense #ctr adsense youtube #page cpc #safe ctr for youtube

jara notun youtuber, and jader channel 1000 view ar kom hoy tader CTR neya kuno sinta korte hove na, tove par day 1000+ hole apnar CTR newnito seek korte hove, are CTR Somporke aro jante amar video ta deken, na bujle comment koren ami asi apnar pase.



Apply Paragraph - 1.

Sir, though I am a new youtuber, but I respect the goolgle adsense policy and terms and conditions. I don’t encourage my friends and family to do any invalid clicks on my channel . But very unfortunate that these days my CTR is going very high and sometimes it is going above 20%. Pls help me out of this danger because I am extremely afraid of my adsense account suspension. I promote my videos by sharing on social media like facebook, whatsapp, Instagram but I cant understand who re doing these types of unusual activity on my channel. Again, I promise here that I will abide by the google adsense policy in every step of my activity. Thanks.

Apply Paragraph - 2.

i dont know what happen with my adsense account. i have not done anything worng with my adsense account. before sign up in adsense account i read all trams and pollicies. i dont know about any invallid click which made by me unknowingly. i think my haters are click on my ads and this is not my fault. but im trying to keep safe my adsense account from invalid click activity. i request google team please provide me some good suggestion. thank you very much

TAG: maximum ctr allowed adsense #adsense average ctr #adsense ctr too high #how to check ctr in adsense #what is impression ctr in adsense #ctr adsense youtube #page cpc #safe ctr for youtube #how to increase click through rate on google adwords #how to increase ctr facebook ads #how to increase ctr adsense #how to increase clicks on ads #how to improve organic ctr #ctr optimization #increasing click through rate #What is CTR? Up to What Value it is Safe for your Adsense Account | CTR increases, What Do You Do? #maximum ctr allowed adsense #adsense average ctr #adsense ctr too high #how to check ctr in adsense #What is CTR? | What is the maximum CTR allowed? | CTR increases, What Do You Do? #impression ctr #page ctr average #what is impression ctr in adsense #what is cpc in adsense
অ্যাডসেন্স একাউন্ট কিনতে চান ? এদিকে আসুন

অ্যাডসেন্স একাউন্ট কিনতে চান ? এদিকে আসুন

- ভাই মাত্র গত মাসে অমুকের থেকে এডসেন্স একাউন্টটা কিনছিলাম দশ হাজার টাকা দিয়ে। আর গত কাল দেখি ব্যান হয়ে গেছে। ব্যান হওয়ার আগে একাউন্টে পাচশ ডলার ছিলো। আমিতো শেষ ভাই......

এই রকম গল্প অনেক শুনা যায়। আজ চেষ্টা করবো আপনাদের সামনে স্বচ্ছ কিছু জিনিস তুলে ধরতে যার কারনে আপনারা নিজে বুঝে শুনে এডসেন্স ক্রয় হতে বিরত থাকবেন। প্রথমে চলুন দেখে নেই কেন কেনা এডসেন্স ব্যান হয় খুব সহসা।

আজকের বিশ্বে অনলাইন এড নেটওয়ার্কে গুগল এডসেন্সের তুলনা হয়না এটা সবাই স্বিকার করতে বাধ্য। আর এটা সম্ভব হয়ে তাদের যুক্তি সম্মত রুল এন্ড রেগুলেশনের কারনে। কোন পাবলিশার যখন তাদের রুলসের বাহিরে যায় তখন গুগল তার অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে তা সনাক্ত করে এবং যথাযর্থ ব্যবস্থা নেয়। ফলশ্রুতিতে ওই পাবলিশারের একাউন্ট ব্যন হয় যায়। সাধারনত রুলসের বাহিয়ে গিয়ে যে কাজ গুলো করা হয় সেগুলো হল স্পামিং, ফেক ক্লিক, ব্লাকহ্যাট ইত্যাদি। তো এখন আসুন কাজের কথা তে.... আপনি যেহেতু এডসেন্স একাউন্ট ক্রয় করেছেন সেহেতু এটাই স্বাভাবিক যে আপনি এই সব রুলস সম্পর্কে অবগত নন এবং এর যত্রতত্র ব্যবহার করেন। তাই আপনার একাউন্ট ব্যান হবেই।

আপনি এখন ভাবতেই পারেন আমি এডসেন্স কিনার পর সাবধানতার সাথে ব্যবহার করবো। কিন্তু মুলত আপনি সেটা করতে পারবেন না কখনই। সাবধান হওয়ার জন্য প্রথম ধাপ হলো আপনাকে অবশ্যই এডসেন্সের আইন কানুন জানতে হবে। সত্যিই যদি আপনি সেটি জানেন তাহলে আপনি নিজেই নিজের এডসেন্স এপ্রুভ করা বাদ দিয়ে দশ হাজার টাকা দিয়ে এডসেন্স কিনতেন না।

"বাঁচতে হলে জানতে হবে" যেহেতু আপনি জানেন না সেহতু ব্যন খেতে আপনি বাধ্য। আর জানলে তো আপনার দশ হাজার টাকা বেচেই গেল।

তো চলুন এখন আমাদের কি করনিয় তা জেনে নেইঃ সোজা কথা আর এক বাক্যে উত্তরটা এমন হবে "চলুন নিজের কাজে মন দেই। নিজের সাইটটিকে উন্নত করি। সময় হলে গুলগ অবশ্যই এডসেন্স দিবে"

মনে করেন আপনার অর্ধনির্মিত একটি ওয়েব সাইট আছে। সেখানে ভিজিটর এসে এসে চলে যায়। বিবেক কে জিজ্ঞস করুন, আপনি কি করে সেটি থেকে আয়ের আশা করেন এবং তার জন্য এডসেন্স কিনবেন?

বরং ওয়েব সাইটটিকে আয়ের উপোযোগী করেন। তার জন্য এবাউট আস, প্রাইভেসি পলেসি, কন্ট্রাক্ট আস পেজ যুক্ত করেন। বেশি বেশি এসইও ফ্রেন্ডলি পোষ্ট করেন। তখন ভিজিটর এমনিতেই বাড়বে এবং এডসেন্সের জন্য আবেদন করলেই পেয়ে যাবেন। মানে কথাটা দাড়ালো যে, " ওয়েবসাইট যখন অয়ের ক্ষেত্রে পরিনত হবে, তখনি এডসেন্স পাবেন" সুতরাং এক্ষেত্রে আপনার চিন্তার কোন কারন নেই।

আচ্ছা ! তাহলে বাকিটা এখন আপনাদের হাতে। ভেবে দেখুন কি করবেন। দশ হাজার টাকা দিয়ে এডসেন্সের হয়রানি কিনবেন ? নাকি নিজের যোগ্যতাতে এডসেন্স পাবলিশার হবেন।

by জাফরান বিন অর্ক
ব্লগিং এবং অ্যাডসেন্স ও ইউটিউব চ্যানেল নিয়ে একসাথে টোটাল ৪০+ টা দরকারি প্রশ্নোত্তর । (প্রশ্নের উত্তর পর্ব এক)

ব্লগিং এবং অ্যাডসেন্স ও ইউটিউব চ্যানেল নিয়ে একসাথে টোটাল ৪০+ টা দরকারি প্রশ্নোত্তর । (প্রশ্নের উত্তর পর্ব এক)

YouTube Help BD গ্রুপের সকল মেম্বারদের সুবিধার কথা ভেবে, আমাদের এই পোষ্ট এর সকল প্রশ্নোত্তর একসাথে গ্রুপে ডক আকারে প্রকাশ করা হল। আর ফাইলটা তৈরি করতে সাহায্য করেছেন, আমাদের গ্রুপের একজন সন্মানিত মেম্বার সাজ্জাদ ভাই এখানে অ্যাডসেন্স নিয়ে টোটাল ৪০+ টা কমন প্রশ্ন এবং উত্তর প্রকাশ করা হল…

YouTube Help BD  গ্রুপ এর প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন আব্দুল্লাহ  ও তার এক বড় ভাই।

google-adsense 

প্রশ্ন ১. লাইফ টাইম ব্লগিং এর জন্য আসলে কোনটি বেছে নেয়া ভালো? (niche ব্লগ না broad ব্লগ) 
উত্তরঃ একজন প্রফেশনাল ব্লগারের উচিত অবশ্যই শুরুতে যেকোন নিশ টপিক নিয়ে শুরু করা। আমার এই কথার পিছনে যুক্তিগুলো হচ্ছেঃ১। নিশ টপিকে এসইও করা ব্রড টপিকের চেয়ে তুলনামুলক ভাবে অনেক সহজ।২। নিশ টপিক নিয়ে কাজ করলে আপনি আপনার এ্যাডসেন্স থেকে কাঙ্ক্ষিত সিপিসি পাবেন, কিন্তু ব্রড টপিকে সেটা পাবেন না।৩। বিভিন্ন টপিক নিয়ে লেখার ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করতে হয় আমাদের। দেখা যাচ্ছে আমার সাইট ব্রড টপিকের অথচ আমার অনেক কি-ওয়ারডে কন্টেন্ট নেই কিংবা নিয়মিত কন্টেন্ট দেয়া সম্ভব হচ্ছে না। কিন্তু, নিশ টপিকে আপনার কিওয়ার্ড প্রায় সেইম। সেক্ষেত্রে নিত্য-নতুন কন্টেন্ট এ্যাড হচ্ছে সব কিওয়ার্ড ইউজ করেই।৪। নিশ ওয়েবসাইটের কন্টেন্ট সহজেই র‍্যাঙ্ক করা যায়। SERP রেজাল্টেও ভালো অবস্থানে থাকে সব সময়।একজন ব্লগার হিসেবে আমার রিকমেন্ড নিশ টপিক নিয়ে কাজ করা। তবে, যদি আপনার নিশ টপিক নিয়ে কাজ করার পরেও সময় থাকে আপনি ব্রড টপিক নিয়ে কাজ করতে পারেন। তবে যদি বলেন নিশ অথবা ব্রড, আপনি কাকে রিকমেন্ড করবেন? তাহলে আমি নিশ ব্লগই রিকমেন্ড করব।  (যেকোনো একটি topics নিয়ে লিখা ব্লগ কে বলে niche ব্লগ এবং সব topics নিয়ে যদি একটি ব্লগে লেখা হয় তাকে আমরা বলি Broad ব্লগ. যেমনwww.wikiHow.com ব্লগটি একটি Broad ব্লগ. )

প্রশ্ন ২. কনটেন্ট নির্ভর blogging এর ফিউচার ভালো না, apps download জাতীয় blogging এর ফিউচার ভালো একজন প্রফেশনাল ব্লগার এর জন্য? 

উত্তরঃ এটা ধ্রুব সত্য যে কন্টেন্ট নির্ভর ব্লগিং এর ফিউচারই সব চেয়ে ভালো। আর আপনি যে টপিকস এর কথা বলছেন (Apps Download), সেটা তো এ্যাডসেন্সেই প্রবলেম করবে। ব্লগের শুরুর দিকে হয়তো আপনি সাময়িক সময়ের জন্যে এ্যাডসেন্স ইউজ করতে পারবেন, কিন্তু সাইটের জনপ্রিয়তার সাথে সাথে আপনার এ্যাডসেন্স ও ব্যান করে দিবে গুগল। সবাই জানেন যে, গুগল কপিরাইট কন্টনেট কিংবা কপিরাইট অন্য কোন কিছুতেই গুগল তাদের এ্যাডস দেয় না। আর এ্যাপ্স ডাউনলোড এর ক্ষেত্রেও কপিরাইটের সমস্যায় পড়বেন। সুতরাং, আমার রিকমেন্ড কন্টেন্ট নির্ভর ব্লগিংই করুন। একান্তই যদি আপনি এ্যাপ্স নিয়ে ব্লগিং করতে চান তাহলে কিওয়ার্ড চেঞ্জ করুন। আপনি এ্যাপ্স রিভিউ, এ্যাপ্স নিউজ, এ্যাপ্স টিপস এই টাইপের কিওয়ার্ড টার্গেট করে কন্টেন্ট ভিত্তিক ব্লগ করুন। বাই দ্য ওয়ে, এ্যাপ্স রিভিউ কিন্তু চমৎকার একটা কিওয়ার্ড।

প্রশ্ন ৩. এডসেন্স এর জন্য মিনিমাম কত সার্চ ভলিউম এর কিওয়ার্ড নেয়া উচিত?

উত্তরঃ কোন লিমিট নেই। আপনি যত খুশি সার্চ ভলিউম এর কিওয়ার্ড নিতে পারেন। তবে কম্পিটিশন এবং সিপিসি দেখেই কিওয়ার্ড বাছাই করবেন।

প্রশ্ন ৪. কোন কোন টপিক গুলো কে ignore করব এবং কোন কোন টপিক নিয়ে শুরু করা উচিত (ক্যাটাগরি বল্লেও হবে) ?

উত্তরঃ যদি আপনার টার্গেট এ্যাডসেন্স থাকে, তাহলে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ না করাই ভালো (যেমন Songs Download, Software Free Download, Movie Free Download etc) এবং এ্যাডাল্ট তো সম্পূর্ণরূপেই Ignore করবেন। টপিক চয়েজের ক্ষেত্রে আমার রিকমেন্ড Technology, Education, Health, Tips & Tricks, Tutorial etc

প্রশ্ন ৫. শুরু তে ব্লগার.কম দিয়ে শুরু করলে কোন প্রব্লেম আছে কিনা?

উত্তরঃ না। কোন প্রবলেম নেই। তবে আমার রিকমেন্ড ওয়ার্ডপ্রেস। এতে করে আপনার এসইও করা অনেক সহজ হবে।
প্রশ্ন ৬. টার্গেট কি এক্টাই কিওয়ার্ড নাকি রেলেটেড লং টেইল কিওয়ার্ড দিয়ে বরাবর পোস্ট দিতেই থাকবো?

উত্তরঃ মেইন কিওয়ার্ডের উপর তো পোস্ট করবেনই। পাশাপাশি Relavent Keyword নিয়েও পোস্ট করবেন। হ্যাঁ, Relavent লং টেইল কিওয়ার্ডে দিয়ে প্রতিনিয়ত পোস্ট করবেন। তবে Keyword Density এর দিকে খেয়াল রাখবেন অবশ্যই। সেটা যেন খুব বেশি না হয়। চেস্টা করবেন ২-৩ এর মধ্যে রাখতে। Keyword Density চেক করার জন্যে অনলাইনে অনেক টুলস পাবেন।

প্রশ্ন ৭. এসইও এর জন্য কোন মেথড গুলো এখন আর কাজ করে না। CORE কোন বিষয় গুলো অবস্যই করব রাঙ্কিং এর জন্য?

উত্তরঃ এই ব্যাপারে কিছু বিতর্ক আছে। তবে যেই সব বিষয়ে সবাই একমত, সেগুলো হচ্ছেঃ লিঙ্ক বিল্ডিং আগের মত কাজ করে না। যদি না সেটা নিশ রিলেটেড ন্যাচারাল ব্যাঙ্কলিঙ্ক না হয়। আবার ব্লগ কমেন্টিংও কাজ করে না, যদি না সেটা নিশ রিলেটেড না হয়। এছাড়াও ডিরেক্টরি সাবমিশন আগের মত কাজ করে না। তবে এখন জোড় দিতে হবে সোশ্যাল মিডিয়া’র দিকে। আর লিঙ্ক হুইল ও লিঙ্ক পিরামিড করতে পারেন তবে নিশ রিলেটেড হতে হবে। (এটা নিয়ে অনেকের মত এই যে, লিঙ্ক হুইল আর পিরামিড এখন খুব একটা কাজে দেয় না। তবে আমার অনেক কাজে দিয়েছে এবং দিচ্ছে) এছাড়াও অনপেজ অপ্টিমাইজেশন, সঠিক উপায়ে কন্টেন্টে কিওয়ার্ডের ব্যবহার, কন্টেন্ট পাবলিশ করার পর সেটার সোশ্যাল মিডিয়া শেয়ারিং এর দিকে নজর দিতে হবে।

প্রশ্ন ৮. কন্টেন্ট আইডিয়া পাওয়ার ভাল কোন উপায়?

উত্তরঃ গুগল এ্যাডওয়ার্ডস। কিওয়ার্ড আইডিয়াও পাবেন, সাথে কন্টেন্ট আইডিয়াও পাবেন। এছাড়াও জনপ্রিয় ব্লগগুলো নিয়মিট ভিজিট করে দেখুন কোন ধরণের কন্টেন্টে মানুষের আগ্রহ বেশী। ধন্যবাদ। হ্যাপী ব্লগিং।

প্রশ্ন ৯. ইউটিউব অ্যাডসেন্স এপ্লাই করেছিলাম ইউএসের অ্যাড্রেস দিয়ে যেটা আমার কাজিনের। তবে এপ্রুভালের পর কান্ট্রি চেঞ্জ করতে পারছিনা। সেই ঠিকানায় অ্যাডসেন্সের লেটার গেলে আমি অ্যাড্রেস ভেরিফাই করতে পারবো । কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করার সময় আমি কিভাবে বাংলাদেশের ব্যাংক অ্যাড করবো ?

উত্তরঃ আপনার ইউএসের ঠিকানায় ভেরিফিকেশন লেটার গেলে সেখান থেকে কোড জেনেই আপনি খুব সহজে এ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। আর এ্যাকাউন্টে ১০ ডলার হলেই পেমেন্ট মেথড এ ব্যাঙ্ক এ্যাড্রেস এ্যাড করতে পারবেন। (Adsense account > Payment Setting >> Add a New Payment Method)

প্রশ্ন ১০. বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে কি কি ব্যাপার মেনে চলতে হবে? বাংলাদেশি ট্র্যাফিকের ইম্প্রেশনে পেমেন্ট কত পাওয়া যায়?

উত্তরঃ বাংলা কন্টেন্টে এ্যাডসেন্স এ্যাকাউন্ট পাবেন না। তবে মাসে ৩০-৪০ লাখের উপরে ট্র্যাফিক থাকলে আপনি গুগল এর DoubleClick এ্যাড করতে পারবেন।

প্রশ্ন ১১. ক্লিক রেট কত বাড়লে অ্যাকাউন্ট ব্যান খেতে পারে?

উত্তরঃ CTR ১০ এর নিচে থাকা ভালো। ইউটিউবের ক্ষেত্রে ১০-১৫

প্রশ্ন ১২. চ্যানেলের ভিডিওতে বাংলা টাইটেল থাকলে প্রবলেম হতে পারে কি?

উত্তরঃ আপনার চ্যানেল যদি এডসেন্স এর সাথে আগে এড করা হয়ে তাকে তা হলে বাংলা টাইটেল ব্যবহার করতে পারেন, আর যদি এডসেন্স এড করা না থাকে তাহলে এডসেন্স এড করতে গেলে আপনার সমস্য হতে পারে, আর নতুন এডসেন্স এর জন্য এপলাই করলে আপনাকে এডসেন্স দিবে যদি আপনার ভিডিওতে বাংলা টাইটেল থাকে, তবে আপনি যদি কোন ভাবে এডসেন্স এড করে নিতে পারেন তাহলে আর সমস্যা নেই।

প্রশ্ন ১৩. আমি ইউটিউব এর মাধ্যমে গুগল আডসেন্স পাইছি । আমি কি এই অ্যাকাউন্ট টা দিয়ে আমি কি বাংলা ওয়েব সাইট / বা / যেকোন সাইট এড দিতে পারব নাকি এড কোড দিলে আমার অ্যাকাউন্ট ব্লক করে দেবে ?
উত্তরঃ শুধু  ইংরেজি  ওয়েবসাইটেই দেখাতে পারবেন। ইউটিউবের মাধ্যমে পাওয়া এ্যাডসেন্স এ্যাকাউন্ট গুলো মুলত Hosted Adsense Account. এই এ্যাকাউন্টের এ্যাড আপনি আপনার ওয়েব সাইট বা ব্লগার এ ব্যবহার করতে গেলে Custom Domain এড করতে হবে, এবং আপনার সাইটে ভাল ইউনিক পোষ্ট থাকতে হবে। এবং আপনার ডোমেইনটি মনিটাইজ করতে হবে।
প্রশ্ন ১৪. ইউটিউব এর ভিডিও তে অ্যাড দেখায় কিন্তু কোন ডলার এড হছে না আমার অ্যাকাউন্টে।ইউটিউব থেকে কি অ্যাড ভিউ তে ডলার অ্যাকাউন্ট তে যোগ হয় না ?

উত্তরঃ ইউটিউবের প্রতিদিনের ইনকাম দেখতে এই টিউটরিয়াল টা দেখুন। https://www.youtube.com/watch?v=kCUhWTeGsPI

প্রশ্ন ১৫. আমি যদি শুধু ডোমেইন নিয়ে SEO করি আর সেই ডোমেইন কে পার্ক করি sedo.com এ , তাহলে কি sedo এমনি adsense দিবে? 

উত্তরঃ SEDO অটোমেটিকই এ্যাড দিবে। তবে সেটা আপনাকে SEDO এ্যাকাউন্ট থেকে কনফিগার করে নিতে হবে।

প্রশ্ন ১৬. Sedo তে ডোমেইন সেল্ না হওয়া পর্যন্ত কি adsense থেকে earn করা যাবে? 

উত্তরঃ Domain সেল হওয়ার আগ পর্যন্ত SEDO থেকে আপনি এ্যাডসেন্সের রেভিনিউ পাবেন।

প্রশ্ন ১৭. আমার ব্লগ এ প্রতিটি কন্টেন্ট ইউনিক এবং ২০০০+ শব্দের। এরকম কতগুলো কন্টেন্ট পোস্ট করে তারপরে adsense এর জন্য আবেদন করা ভাল হবে?

উত্তরঃ কন্টনেট ইংরেজি ও ইউনিক হলে আর ভিজিটর যদি ৫০০+ হয় তাহলেই আপনি এ্যাডসেন্সের জন্যে আবেদন করতে পারেন। আমার রিকমেন্ড আগে কন্টেন্ট ৩০/৪০ টা হলে ব্লগ এ ভিজিটর আনার দিকে মনোযোগ দিন। পরে এ্যাডসেন্সে আবেদন করুন। হ্যপী ব্লগিং।

প্রশ্ন ১৮. ১. আমি কিভাবে আমার এড্রেসে ভেরিফিকেশন কোড পাঠাতে পারবো ? ২. ইউটিউব থেকে কিভাবে অ্যাডসেন্স একাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো ?

উত্তরঃ এটা এ্যাডসেন্স এ্যাকাউন্ট থেকেই পাঠাবে, যখন কারেন্ট ব্যালেন্স ১০ ডলারের উপরে হবে তখন। আর ব্যালেন্স আপনাকে ট্রান্সফার করতে হবে না। এর জন্যে গুগলই আছে। এ সম্পর্কে আরো ভালো ভাবে জানতে এ পোষ্টটি পড়ুন।
লিংক: http://www.youtubehelpbd.com/2016/08/blog-post.html

প্রশ্ন ১৯.  এ্যাডসেন্স এ টোটাল আরনিং আর ইস্টিমেট আরনিং এর মধ্যে তফাৎ কি ? 

উত্তরঃ তফাৎ বেশি কিছু নয়। এস্টিমেট আরনিং যা থাকে টোটাল আরনিং টা এর চেয়ে একটু কম। কারণটা, হচ্ছে অনেক সময় ফেক ক্লিক, কিংবা অতিরিক্ত ক্লিকের থেকেও কিছু ডলার এ্যাকাউন্টে জমা হয়ে যায়। তাই গুগল পুরা মাসের আরনিংটা কে রিভিউ করে একটা ফাইনাল আরনিং দাঁড় করায়, যেটা আপনাকে পাঠানো হবে। সেটাই হচ্ছে এস্টিমেট বা কারেন্ট আরনিং.

প্রশ্ন ২০.  আমার সাইট এর ৮০% ভিসিটর যদি facebook থেকে আসে এবং আমি ঐ সাইট যদি adsense ব্যবহার করি তাহলে কি অ্যাকাউন্ট disable হবে?

উত্তরঃ না। কোন প্রবলেম হবে না।

প্রশ্ন ২১.  অনেক প্রতিষ্ঠিত ব্লগার adsense লিঙ্ক শেয়ার করতে নিষেধ করেন, কেন? 

উত্তরঃ কারণটা আসলে আমাদের দেশের কিছু হিংসুটে ব্লগার (সবাই না) এবং আম পাবলিক। কারণ, বেশির ভাগ মানুষই কারো ভালো দেখতে পারে না। আপনি যদি নিয়মিত আপনার ব্লগের ইনকাম দেখান আর আপনার সাইট এর নাম জানান, তখন একদল হিংসুটে লোক আপনার ব্লগে গিয়ে ক্লিক স্প্যামিং শুরু করবে। ফলাফলস্বরূপ, গুগল আপনার এ্যাকাউন্ট ব্যান করে দিবে। এছাড়াও কন্টেন্ট কপি করা, আইডিয়া নিয়ে সেইম ব্লগ বানানো সহ অন্যান্য সমস্যা তৈরি করে। তারচেয়েও বড় ব্যাপার হচ্ছে, প্রত্যেক প্রো-ব্লগাররাই কম বেশী বিপদে পড়েছে তাদের ব্লগ এবং ইনকাম জানিয়ে। তাই, আমরা ব্লগ এ্যাড্রেস ও ইনকাম এর বিষয়ে একটু গোপনীয়তা অবলম্বন করি। এটা সেফটির জন্যে। হ্যাপী ব্লগিং।

প্রশ্ন ২২. Domain  Parking SEO কিভাবে করবো ?

উত্তরঃ Domain Parking করার আগে অন পেজ অপ্টিমাইজেশন এবং Domain Parking করার পরে অফ পেজ অপ্টিমাইজেশন।

প্রশ্ন ২৩. একই ব্লগ দিয়ে কি affiliation এবং adsense দুটোই কি করা যাবে? 

উত্তরঃ  হ্যাঁ, আপনি এ্যাডসেন্স ও এ্যাফিলিয়েশন এক সাথে ব্যবহার করতে পারবেন। এই বিষয়ে গুগলের এই অংশটুকু দেখুন “We do allow affiliate or limited-text links.”তবে নিচের বিষয় গুলো মেনে চলতে হবেঃ১। যতটা কম পারা যায় এ্যাফিলিয়েশনের লিঙ্ক ব্যবহার করবেন। অতিমাত্রায় এ্যাফিলিয়েশন এ্যাড ব্যবহার করলে আপনার এ্যাডসেন্স হুমকির মধ্যে পড়তে পারে।২। আপনি ভুল করেও কোন এ্যাডাল্ট সাইট কিংবা এ্যাডাল্ট পন্যের এ্যাফিলিয়েশন ব্যবহার করতে পারবেন না। এমনকি গুগল সাপোর্ট করে না এমন কোন (যেমন অস্ত্র কেনা-বেচা, জুয়া/বাজি, কিংবা কোন মাদকদ্রব্য) এ্যাফিলিয়েট ব্যানারও ইউজ করতে পারবেন না।৩। আপনি এ্যাফিলিয়েশনের ব্যানার গুলো এ্যাডসেন্স পাশেই দিবেন না।৪। এ্যাফিলিয়েশন লিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে লিঙ্কটিকে অবশ্যই No-Follow করে দিবেন।এসব কিছু মেইন্টেইন করে এ্যাডসেন্স ও এ্যাফিলিয়েশন ব্যবহার করলে আশা করি প্রবলেম হবে না। ধন্যবাদ এবং হ্যাপী ব্লগিং।

প্রশ্ন ২৪.  সাইটের অথারিটীর বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক শেয়ার করা হলে সেখান থেকে যদি ট্র্যাফিক ডিরেক্ট এসে অ্যাড দেখে এবং ক্লিক করে তাহলে কি এটা অ্যাডসেন্সে ঝামেলা করবে?

উত্তরঃ না, কোন সমস্যা হবে না।

প্রশ্ন ২৫.   গুগল অরগানিক ট্র্যাফিককে বেশি পাত্তা দেয় অ্যাডসেন্সের ক্ষেত্রে, তবে কোথাও কোনও ব্যাকলিঙ্ক থেকে যদি ট্র্যাফিক সাইটে এসে অ্যাড ক্লিক করে সেটা কি অ্যাকাউন্ট ব্যান হবার কারণ হতে পারে?

উত্তরঃ কোন সমস্যা হবে না। যদিও না সেটা কোন এ্যাডাল্ট সাইট থেকে আসে।

প্রশ্ন ২৬.   কোনও একটি সাইটে যদি একটি অ্যাডসেন্সের কোড বসানো হয়, পরবর্তীতে সেই সাইটে কি অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোড বসানো যাবে?

উত্তরঃ যাবে। তবে তার আগে পূর্বের এ্যাকাউন্টের সমস্ত এ্যাড কোড রিমুভ করে নিতে হবে।

প্রশ্ন ২৭.   সাইটের কতটি পেইজ ইনডেক্স হলে এডসেন্সের জন্য এপ্লাই উপযোগী?

উত্তরঃ ৩০-৪০ টা কন্টেন্ট লিখুন এবং সব গুলোর এসইও করুন। (ইনডেক্স, সোশ্যাল শেয়ার ইত্যাদি সহ)

প্রশ্ন ২৮.   প্রতি দিন কত ভিসিটর হলে এডসেন্স এপ্রুভ করে?

উত্তরঃ উত্তর ২। সাইটের ভিজিটর ৫০০/১০০০ হলেই আবেদন করতে পারেন। তবে ভিজিটর যত বেশী হবে এবং কন্টেন্ট যত ভালো মানের হবে আপনার এ্যাকাউন্ট পাওয়াও ততটা সহজ হবে।

প্রশ্ন ২৯.    অনেকেই দেখি থার্ড পার্টি কিছু কোম্পানি যেমন-hubpage  এগুলো দিয়ে এডসেন্স এপ্রুভ করে।এটা কি ফুল এপ্রুভ একাউন্ট। নাকি তাদের সাথে রেভিনিউ শেয়ার করতে হয়। 

উত্তরঃ  রেভিনিউ শেয়ার করতে হয়  এবং এটা Hosted একাউন্ট।

প্রশ্ন ৩০. ইউটিউব অ্যাডসেন্স শুরু থেকে শেষ পরযন্ত কোথা থেকে শিখতে পারি বাংলা বা ইংরেজী কোন লেখা থাকলে দয়া করে লিংক টা দেন।

উত্তরঃ    এই লিঙ্ক থেকে শিখতে পারবেন…  http://www.youtubehelpbd.com/2016/08/blog-post_8.html

প্রশ্ন ৩১. এডসেন্স আরনিং হিসেব করা হয় কিভাবে?

উত্তরঃ     CPC * Click = Revenue (Ex: 0.10 (CPC) * 50 (Click) = 5$ (Revenue)

প্রশ্ন ৩২. গুগল এডসেন্স কি শুধু সারচ ইঞ্জিন থেকে আশা ট্রাফিক এর ক্লিক গুলোই ধরে? যদি সোস্যাল মিডিয়া বা অন্য কোন ভাবে ট্রাফিক যায়? এ প্রশ্ন করার কারন, আমি শুনেছি সারচ ইঞ্জিন এ কোন ইউজার যেই কি ওয়ার্ড দিয়ে সারচ করে আমার সাইট কে পায় সেই কি ওয়ার্ড এর জন্য ধরা হয় তার ক্লিক, তো এটা কি ভুল শুনেছি? ব্যাপারটা ক্লিয়ার হতে চাই।

উত্তরঃ    ভুল শুনেছেন। ভিজিটর যে কোন জায়গা থেকেই আসতে পারে। এতে আপনার এ্যাডস দেখানোয় কিংবা ক্লিকে কোন ইফেক্ট পড়বে না। তবে এ্যাডাল্ট সাইট থেকে যদি ভিজিটর রেফার হয়ে আসে সেক্ষেত্রে এ্যাডসেন্সে প্রবলেম হবে।

প্রশ্ন ৩৩. সোস্যাল মিডিয়া থেকে ট্রাফিক গিয়ে আমার চ্যানেল এর এড এ ক্লিক করলে, সেক্ষেত্রে কোন সমস্য হবে কি?

উত্তরঃ    কোন সমস্যা হবে না।

প্রশ্ন ৩৪. আমার একটা হোস্টেট অ্যাকাউন্ট আছে। ১.আমি এর এ্যাড কোন ধরনের ব্লোগে ব্যাবহার করতে পারবো?২. সাইটের বিজিটর মিনিমাম কত হলে এ্যাড ইউজ করা যাবে? আমার blogger.com a blog আছে ২০০ ভিজিটর/ ডে। বন্ধ ছিল আবার পোস্ট দেয়া শুরু করছি।৩. সাইটের কোথায় কোথায় এ্যাড বসালে ভালো ফল পাব।

উত্তরঃ  উত্তর ১। এ্যাডাল্ট ও গুগল সাপোর্ট করে না এমন টপিক বাদ দিয়ে যে কোন ব্লগ এ ব্যবহার করতে পারেন। যদি সেটা Fully Approved Adsense Account হয়। আর Hosted এ্যাকাউন্ট শুধুমাত্র ব্লগার ও ইউটিউবে ব্যবহার করতে পারবেন। উত্তর ২। যেহেতু এ্যাকাউন্ট আছে, সেহেতু ভিজিটর যতই থাকুক আপনি কোড ব্যবহার করতে পারবেন। কোন সমস্যা নেই। উত্তর ৩। কন্টেন্টের শুরুতে 336*280, কন্টেন্টের শেষে 300*250 ও টপ এ 728*90 অথবা সাইডবারে 300*250 এ্যাডস ইউজ করলে ভালো। (ব্যক্তিগত অভিজ্ঞতা)

প্রশ্ন ৩৫.  আমি কি করে Google Adsense account পেতে পারি?

উত্তরঃ    আগে ব্লগিং এর জন্যে কিওয়ার্ড বাছাই করুন, ব্লগ খুলুন, কন্টেন্ট লিখুন, ব্লগের এসইও করুন, সাইটে ভিজিটর আনুন। এই সব বিষয় সঠিক ভাবে করতে পারলেই এ্যাডসেন্স এ আবেদন করুন। তাহলেই পেয়ে যাবেন।

প্রশ্ন ৩৬.  আমি addsence নিয়ে কাজ করতে চাই। কিভাবে কি করলে ভালো হবে? কিভাবে কি করা যাবে? সিডো তে কি একদম নতুন ওয়েবসাইট পারকিং করা যাবে? আর addsense এর জন্য কি পেইড ডোমেইন হোস্টিং ভালো হবে?

উত্তরঃ      আগে ব্লগিং এর জন্যে কিওয়ার্ড বাছাই করুন, ব্লগ খুলুন, কন্টেন্ট লিখুন, ব্লগের এসইও করুন, সাইটে ভিজিটর আনুন। এই সব বিষয় সঠিক ভাবে করতে পারলেই এ্যাডসেন্স এ আবেদন করুন।
নতুন Domain Parking করতে পারবেন। কিন্তু রেভেনিউ খুব একটা পাবেন না। তার চেয়ে ভালো হয় আগে Domain এর অন পেজ এসইও এবং অফপেজ এসইও করা। এরপর Domain পারকিং করবেন এবং নিয়মিত অফপেইজ এসইও করবেন।
হ্যাঁ অবশ্যই। এ্যাডসেন্স এর জন্যে পেইড Domain & Hosting with WordPress দিয়ে শুরু করা ভালো। তবে Learning হিসেবে ব্লগার ইউজ করতে পারেন।

প্রশ্ন ৩৭. কিভাবে বুঝব আমার google adsense account টি hosted অথবা non hosted ?

উত্তরঃ   Hosted Accounts এর ক্ষেত্রে এ্যাডসেন্স এ্যাকাউন্টে উপরের ডানদিকে লাল অক্ষরে লেখাই থাকবে Hosted Account। আর যদি এই ধরণের লেখা না থাকে তাহলেই বুঝবেন এটা ফুল্লি এ্যাপ্রুভড এ্যাকাউন্ট।

প্রশ্ন ৩৮. একজন মানুষের একাধিক Adsense একউন্ট কি থাকা সম্ভব? সম্ভব হলে কি ভাবে। ব্যাংক একাউন্ট কি একধিক হতে হবে? এর পেছনের শর্ত গুলি দয়া করে আলচনা করবেন।

উত্তরঃ    যদি নতুন শুরু করতে চান তাহলে বলব এই বিষয়টা এড়িয়ে চলতে। কারণ, মাল্টিপল এ্যাডসেন্স একই নামে একই ঠিকানায় থাকে গুগল সব কটা এ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। আর এটা নতুনদের জন্যে ক্ষতিকরও।

প্রশ্ন ৩৯. CPC নিয়ে প্রশ্নঃ মাঝে মধ্যে দেখা যায় ১ ক্লিক এ অনেক বেশি আবার মাঝে মধ্যে অনেক কম। আমি যত দূর জানি এটা কান্ট্রি এর কারনে হয়। ইউএস এর ভিসিটরের ক্লিক এ বেশি ৳ পাওয়া যায়।১)  এড বসানোর উপর কি কোন কিছু নির্ভর করে। যেমনঃ এভব দা ফল্ড এ এক রকম রেট আর অন্য জায়গায় আর এক রকম?   ২) এড সাইজ এর উপর কি ক্লিক রেট নির্ভর করে? যেমনঃ ইমেজ এড এ এক রকম আর টেক্সট লিঙ্ক এ এক রকম? ৩) সার্চ রেজাল্ট রাঙ্কিং এর সাথে কি কোন রকম নির্ভরতা আছে ক্লিক রেট এর? যেমনঃ কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে রাঙ্কিং এ থাকা ১ নং রেজাল্ট এর সাইট সেই কিওয়ার্ড এর ক্লিক রেট এর মেক্সিমাম পাবে বা এরকম কিছু ?

উত্তরঃ   উত্তর ১। হাঁ, কান্ট্রি একটা বড় ফ্যাক্টর। এছাড়াও উপরের দিকে থাকা এ্যাডস ইউনিটে বেশীর ভাগ সময় সিপিসি ভালো থাকে। আবার আপনার কিওয়ার্ড ব্যাপার ও রয়েছে। উত্তর ২। হ্যাঁ, যেমন 300*250 এ্যাড ইউনিটে অনেক সময় ভালো সিপিসি থাকে 300*600 এর চেয়ে, আবার 728*90 এর সিপিসি ভালো থাকে Link Unit এর চেয়ে। উত্তর  ৩। না। এই রকম কিছু নেই।
তবে, সিপিসি’র পুরা ব্যাপারটাই কিন্তু নির্ভর করে আপনার সাইটের মেইন কিওয়ার্ড ও ভিজিটরের কান্ট্রির উপরে। তাই, এ্যাডস ইউনিটের নিয়ে ভাবার চেয়ে কিওয়ার্ড নিয়েই বেশী ভাবা উচিত।

প্রশ্ন ৪০. Image এড এর CTR (Click through Rate) বেশি না text এড এর? কোন এড বেশি জনপ্রিয় এবং বেশি ক্লিক পড়ে ?

উত্তরঃ     আপনি টেক্সট এন্ড ইমেজ দুটো অপশনই নির্বাচন করুন। অথবা এক সপ্তাহ Text Ads আরেক সপ্তাহ Image Ads ইউজ করে দেখেন কোনটা কাজে দেয় বেশী। এটা অনেক সময় ব্লগ ডিজাইন/কন্টেন্ট ইত্যাদির উপরও নির্ভর করে।

প্রশ্ন ৪১. আমার এক পিসি তে দুইটি adsense account আছে, যার মধ্যে ১ম মানে প্রধান adsense টি অন্য পিসি তে নিয়ে যাব। আর ২য় অ্যাকাউন্ট এই পিসি তে থাকবে। এক্ষেত্রে কোন কারনে যদি আমার ২য় adsense অ্যাকাউন্ট টি বাতিল হয়ে যায়, তাহলে আমার ১ম মানে প্রধান adsense অ্যাকাউন্ট টির কি কোন সমস্যা হবে?

উত্তরঃ আপনার যেহেতু দুইটা same name same adders  এর এ্যাকাউন্ট আছে, তার মানে আপনি অলরেডি রিস্কে আছেন। তবে, আপনার যদি একটা এ্যাকাউন্ট ব্যান হয় তাতে দ্বিতীয় এ্যাকাউন্টে কোন ইফেক্ট পড়বে না। কিন্তু, যদি গুগল মাল্টিপল এ্যাকাউন্ট ইউজের কারণেই ব্যান করে থাকে, তাহলে সব কটাই ব্যান খাবে।

প্রশ্ন ৪২. আমি আমার health blog সাইট এ ২৫ টি পোস্ট দিয়ে adsense এ আবেদন করি এবং সাইট টি রিভিউ তে যায়। এ ক্ষেত্রে আমাকে কি করতে হবে?

উত্তরঃ কন্টেন্ট আর ভিজিটর বাড়ান। এরপর আবেদন করুন। গুগলই আপনাকে জানিয়ে দিবে কি করতে হবে। এ্যাকাউন্ট এ্যাপ্রুভ হলে সাইটে এ্যাডস কোড বসাবেন আর এ্যাপ্রুভ না হলে যে প্রবলেম দেখাবে সেটা সল্ভ করে আবার আবেদন করবেন।

প্রশ্ন ৪৩. আমি একই পিসি থেকে একটি ফ্রী ব্লগ ডোমেইন এবং একটি কেনা ডোমেইন চালাই।  আর এর মধ্যে যদি কোন একটি ব্যান হয় তবে adsense এর সাথে আমার যে যে বিষয় এড করা আছে সবই কি ব্যান হবে? একটি পিসি থেকে কয়টি সাইট এর জন্য adsense এর রিকোয়েস্ট পাঠানও যায়?

উত্তরঃ না। যদি গুগল সাইট ব্যান করে তাহলে ওই সাইট বাদে অন্য সব সাইট ঠিক থাকবে। মানে, নতুন এ্যাডসেন্স এর এ্যাড ইউজ করতে পারবেন। গুগল তো আপনাকে একটা এ্যাডসেন্স এর এ্যাড কোড ২০০ সাইটে ইউজের অনুমতি দিচ্ছেই। তাহলে কি দরকার ভাই এত রিস্ক নিয়ে মাল্টিপল এ্যাডসেন্স এ্যাকাউন্টের! গুগল কিন্তু অনেক স্মার্ট, সে ঠিকই ধরে ফেলবে আপনি মাল্টিপল এ্যাডসেন্স ইউজ করছেন। পরে দেখবেন সব কটাই ব্যান করে দিবে।

প্রশ্ন ৪৪. আমি যদি ১০০ ওয়ার্ডের মধ্যে ১ টা পোস্টের কোন ব্লগ করি সেখানে অ্যাড বসাই এতে কি প্রবলেম হতে পারে ? কত গুলো পোস্ট থাকা ভাল আর কয়টি ওয়ার্ড হলে স্ট্যান্ডার্ড হবে?

উত্তরঃ অবশ্যই প্রব্লেম হবে, এ্যাকাউন্ট ব্যান খাবেন। 250+ word আর ৩০-৪০ টা পোস্ট। এছাড়াও সাইট মাঝে মাঝে আপডেট রাখবেন। মানে, পোস্ট করবেন।

প্রশ্ন ৪৫. একই চ্যানেলে বাংলা/ইংরেজি টাইটেল এর ভিডিও থাকলে প্রবলেম হতে পারে কি?

উত্তর:  এডসেন্স এপরুব এর আগে ব্যবহারে করলে আপনাকে এডসেন্স দিবে না, কারন গুগুল বাংলা সাপট করেনা, আর যদি চ্যানেলে এডসেন্স করে নেন, তাহলে সমস্যা না।

আসা করি আপনাদের অনেক প্রশ্ন এর উত্তর এখানে পেয়ে জাবেন, যদি আর কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

Increase Your Adsense Earnings By Blocking 500 Low Cpc Sites | কম দামি এড বন্দ করুন ইনকাম দ্বিগুন বাড়ান।

This summary is not available. Please click here to view the post.