* PPD ৩য় পর্ব * কিভাবে রিমোট ইউআরএল করে ১ জিবি ফাইল ৫ -১০ মিনিটে আপলোড করবেন

আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই ?
আজকের পর্বে দেখাবো Pay Per Download এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় রিমোট ইউআরএল আপলোড। * PPD ৩য় পর্ব * কিভাবে রিমোট ইউআরএল করে ১ জিবি ফাইল ৫ -১০ মিনিটে আপলোড করবেন
আর যারা আগের পর্বগুলো মিস করেছেন, দেখে নিতে পারেন।




তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক,
প্রথমে আপনার Indishare or BDUpload একাউন্টে লগইন করুন।
তারপর, Remote url upload এ ক্লিক করুন।remote url 1
তারপর সেখানে দেখবেন ইউআরএল বা লিঙ্ক পেস্ট করতে বলতেছে।
এখানেই মজার ব্যাপার হচ্ছে, আপনি খুব সহজেই অন্যজনের আপলোড করা লিঙ্ক থেকে আপলোড করতে পারবেন। এই ক্ষেত্রে খুবই কম সময় লাগবে।

 * কিভাবে করবেন ?

আপনার কাঙ্খিত মিউজিক ফাইলটির নাম লিখে গুগলে সার্চ করুন।
তারপর দেখবেন অনেক রেজাল্ট এসেছে। যে সকল সাইটে Indishare, Megafirez or BDUpload লিঙ্ক ইউজ করা হয়েছে ওই সকল সাইটে জান।
তারপর তাদের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে Indishare, Megafirez or BDUpload কোম্পানির সাইটে যান।
remote url 2
তারপর আরও ১ বার ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন।
দেখবেন ইমেজ এর মধ্যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। তারপর ওই ফাইলে রাইট ক্লিক করে Copy Link location এ ক্লিক করুন।remote url 3
এবার এই কপি করা লিঙ্কটি আপনার একাউন্টের remote url upload এ পেস্ট করুন।
remote url 4
এরপর দেখবেন খুব ঝড়ের গতিতে আপলোড হচ্ছে।
remote url 5
তারপর আগের সিস্টেম মতো এই ফাইলের নাম ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন।
বাস হয়ে গেলো আপনার remote url upload থেকে ডাউনলোড লিঙ্ক।

Pay Per Download এঁর সর্বশেষ পর্ব * PPD শেষ পর্ব * কোথায় কিভাবে প্রচার করবেন আপনার ডাউনলোড লিঙ্ক এবং কিভাবে আপনার উপার্জন করা অর্থ উত্তোলন করবেন। দেখার আমন্ত্রন জানিয়ে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।
আমি রুবেল এসবিএস… সবাইকে ধন্যবাদ
Previous Post
Next Post
Related Posts