আবারো ফিরে এলাম PPD ২য় পর্ব নিয়ে * PPD ২য় পর্ব * কিভাবে আপলোড করবেন গান, ভিডিও, মুভি এবং কিভাবে তৈরি করবেন আপনার ডাউনলোড লিঙ্ক
যারা PPD আগের পর্বগুলো মিস করেছেন, তারা দেখে নিতে পারেন।
যাই হোক,
তো চলুন কথা না বাড়িয়ে কাজে আশা যাক
প্রথম আপনার আইএনডিআই লগইন করুন।
তারপর upload > এ ক্লিক করুন।
তারপর যে ফাইলটি আপলোড করতে চান, সেই ফাইলটি আপনার কম্পিউটারে সিলেক্ট করে> open করুন।
তাপরে start upload এ ক্লিক করুন।
দেখবেন আপনার ফাইলটি আপলোড শুরু হয়েছে।
আপলোড হতে কতো সময় নিবে, সেটা আপনার ফাইল এর জায়গা এবং নেট স্পীড এর উপরে নির্ভর করবে।
আপলোড শেষ হলে দেখতে পারবেন কলমের মতো ১ টা চিহ্ন আছে, ওইখানে ক্লিক করুন। তারপর নিজের ইচ্ছামত ফাইলের নাম পরিবর্তন করতে পারবেন।
তারপর ফাইলটি Public এ টিক চিহ্ন দিয়ে দিন, যাতে সবাই দেখতে পারে।
তারপর submit এ ক্লিক করুন।
এবার আপনার ফাইলের ডাউনলোড লিঙ্ক পাওয়ার জন্য My files এ যান।
আপনার ফাইলটির উপরে Right click > copy link location এ ক্লিক করুন।
এই কপি করা লিঙ্কটাই হচ্ছে আপনার ফাইলের ডাউনলোড লিঙ্ক।
এই লিঙ্কটা সংরক্ষণ করে রাখুন।
খুবই সহজ নিয়ম, যে কেউ কাজ শুরু করতে পারেন।
আজ এই পর্যন্তই, আমি সময় পেলেই খুব তাড়াতাড়ি প্রকাশ করবো ৩য় পর্ব
* PPD ৩য় পর্ব * কিভাবে রিমোট ইউআরএল করে ১ জিবি ফাইল ৫ -১০ মিনিটে আপলোড করবেন।
ততোক্ষণ পর্যন্ত সাথেই সাথেই থকুন।আর হ্যাঁ আপনি যদি মনে করেন এটা আপনার বন্ধুদের জন্য দরকারি, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
সবাইকে ধন্যবাদ…… রুবেল এসবিএস