আসুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার কয়েকটি ওয়েব সাইট এর সাথে পরিচিত হই। Youtube help bd

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন, আজ আমরা অনলাইনে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার জনপ্রিয় কয়েকটি ব্লগ এর সাথে পরিচিত হব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হল এমন একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটি সবার কাছে পরিচিত করে তুলতে পারেন। তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার কনো বিকল্প নাই আপনার ওয়েব সাইটের জন্য এবং এটা আপনি একটু ভালো করে অনলাইনে ঘাটাঘাটি করলে ভালো কিছু রিসোর্স পেয়ে যাবেন শেখার জন্য। তো চলুন এরকমি কিছু ভালো ব্লগের সাথে আজ আমরা পরিচিত হব।

www.youtubehelpbd.com

  • Moz.com


হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা যে ব্লগটির সাথে পরিচয় হব সেটা হল moz.com অনলাইনে খুব ভালো একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার ব্লগ এটি এবং খুব জনপ্রিয়। আপনি এখানে নানা ধরনের আপডেট তথ্য পাবেন এসইও শেখার জন্য। Rand Fishkin and Gillian Muessig এই দুই জন মিলে এই ওয়েবসাইটি তৈরি করেছেন ২০০৪ সালে যেটার প্রধান অফিস মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল, ওয়াশিংটন। moz.com এর অনেক গুলো এসইও টুলস আছে যে গুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের অনেক কাজ করতে পারেন। আশা করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে আপনার এই ওয়েব সাইটি অনেক কাজে আসবে

  • Webmasterworld.com


এখন আমরা যে ওয়েবসাইটের সাথে পরিচয় হব সেটা হল Webmasterworld.com এই ওয়েবসাইটি অনেক বেশি পুপুলার ওয়েব এ। এখানে আপনি নানা ধরনের নিত্য নতুন এসইও টেকনিক জানতে পারবেন যদি আপনি ভালো করে এখানে দেওয়া নিয়ম গুলো ফলো করেন। আশা করি এই ব্লগ থেকে থেকে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে পারবেন

  • Seobook.com


বন্ধুরা এখন আমরা যে ব্লগটির সাথে পরিচয় হব সেটি হল Seobook.com এই ব্লগটি আপনার এসইও শেখার জন্য খুব সহায়ক হবে যদি আপনি এর দেওয়া সকল ধরনের তথ্যের সাথে আপডেট থাকেন। এখানে আপনি পাবেন নানা ধরনের এসইও টুলস যেগুলো আপনার ওয়েবসাইটের জন্য দরকার হবে আশা করি এই ব্লগটি আপনি যদি ফলো করেন তাহলে এসইও সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন

  • Google’s SEO Guidelines


Google’s SEO Guidelines এ গুগল এখানে তাদের সকল ধরনের আপডেট দিয়ে থাকে আপনি যদি এই সাইটা সব সময় ফলো করেন আশা করি নানা ধরনের এসইও টেকনিক শিখতে পারবেন। আশা করি Google’s SEO Guidelines এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন।
  • All bangla tutorial
এটি ্একটি ইউটিউব চ্যানেল । এখান থেকে আপনারা বাংলা ভাষায় ভিডিও টিউটরিয়াল পাবেন, এবং আমি আসা করি আপনারা খুব সহজে শিখতে পারবেন।চ্যানেল এ যাওয়ার জন্য এখানে ক্লিক করুন।


হুম বন্ধুরা আজ আর নয় এসইও শেখার জন্য যে কয়টি ব্লগ এর সাথে পরিচয় হলাম আশা করি আপনাদের কাজে আসবে, আগামিতে আরো ভালো কোন পোস্ট নিয়ে হাজির হতে পারি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন

Previous Post
Next Post
Related Posts