উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন!

উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন, What is a Windows Firewall, why it is needed, how to unlock or unlock, উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন!
উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন!
ফায়ারওয়াল (Firewall) কি?

বন্ধুরা, ফায়ারওয়াল (Firewall) কি? এবং এটি কীভাবে কাজ করে? এই দুইটি বিষয় যদি আমি আপনাকে বলে দেয় তবে আপনি নিজে থেকেই জেনে যাবেন যে এটি আপনার কম্পিউটারের জন্য কতটা প্রয়োজনীয়! কম্পিউটার জগতের বাহিরে উদাহরণ দিতে গেলে, ফায়ার ওয়াল এমন একধরনের প্রোটেকশন যা বাহিরের আগুন ভেতরে প্রবেশ করতে দেয়না এবং ভেতরের আগুন বাহিরে যেতে দেয় না। এভাবেই ফায়ার ওয়াল দুইদিক থেকেই আপনাকে প্রটেক্ট করে। যদি কম্পিউটারের দুনিয়ায় ফায়ারওয়াল নিয়ে কথা বলি তো এটি এমন এক ধরনের প্রোটেকশন, যখনই আপনি ইন্টারনেট ব্যবহার করেন আপনার কম্পিউটারের মাধ্যমে এবং যেকোনো ওয়েবসাইট অ্যাক্সেস করেন সেটা অনলাইন ভিডিও দেখুন আর কিছু ব্রাউজ করুন বা কোন মেইল পাঠান তো এই সময় ফায়ার ওয়াল আপনাকে সুরক্ষা প্রদান করে আপনার কম্পিউটারে অনাকাঙ্ক্ষিত কিছু প্রবেশ হওয়া থেকে। অনেক সময় ইন্টারনেট ব্যবহার করার সময় অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার, ম্যালওয়ার ইত্যাদি অনুমতি ছাড়া কম্পিউটারে প্রবেশ করে ফেলে। এবং প্রবেশ করার পরে আপনার কম্পিউটারের ফাইলস বা সিস্টেমের ক্ষতি সাধন করে। ফায়ারওয়াল শুধু মাত্র বিশ্বস্ত সাইটকে অনুমতি প্রদান করে ফাইল আপনার কম্পিউটারে রাখার জন্য। এবং সকল অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার, ম্যালওয়ার ইত্যাদিকে কম্পিউটারে বিনা অনুমতিতে প্রবেশ করার জন্য বাধা প্রদান করে থাকে।

অনুরুপ ভাবে মনে করুন, আপনার কম্পিউটারটিতে কোন ভাইরাস আছে এবং আপনার কম্পিউটারটি কোন লোকাল নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হয়ে আছে। এবং সেখানে আরো ১০-২০ টা কম্পিউটার যুক্ত আছে (যেমনটা আপনার অফিসে হয়ে থাকে)। তো আপনার কম্পিউটারটি তো কোন ভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েই গেছে, কিন্তু ফায়ারওয়াল আপনার লোকাল নেটওয়ার্কে থাকা কম্পিউটার গুলোতে যেন সেই ভাইরাস না ছড়াতে পারে তার সুরক্ষা হিসেবেও কাজ করে।

ফায়ারওয়ালের প্রয়োজনীয়তাঃ

অনেক সময় আপনি ভাবতে পারেন যে, “ধুর এটি অনেক বিরক্তিকর একটি বিষয়, বারবার সব সফটওয়্যার এর জন্য অনুমতি দিতে হয়, বারবার পপআপ আসে” ইত্যাদি। তবে আমি বলবো এটি একটি অনেক ভালো জিনিস। যদি এটি না থাকে তবে আপনার কম্পিউটারে যেকোনো ভাবে যেকোনো স্থান থেকে আক্রমন আসতে পারে। এবং তা প্রতিরোধ করার জন্য আপনার কাছে কোন ব্যাবস্থা থাকবেনা। আপনি ইন্টারনেটে হয়তো ব্যবহার করছেন গুগল ডট কম কিন্তু কোথায় থেকে যে কোন সফটওয়্যার এসে কম্পিউটারে ইন্সটল হয়ে যাবে টেরও পাবেন না। আর সেই সফটওয়্যার আপনার কম্পিউটারে প্রবেশ করে আপনার ডাটা চুরি করতে পারে, আপনার অনলাইন অ্যাকাউন্ট ইনফর্মেশন বা আপনার ক্রেডিট কার্ড ইনফর্মেশন চুরি করতে পারে। তো এই অবস্থায়  হার্ডওয়্যার নির্ভর ফায়ার-ওয়াল হোক আর সফটওয়্যার নির্ভর ফায়ারওয়াল হোক, আপনার একটি ফায়ারওয়ালের অবশ্যই প্রয়োজন যদি আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন। কেনোনা ইন্টারনেট জগতে অনেক ভাইরাস যুক্ত সাইট আছে।

অনেক সময় আপনার কম্পিউটারে অনেক সফটওয়্যার আসে অ্যান্টিভাইরাস এর রুপ ধারণ করে কিন্তু সেই সফটওয়্যার গুলো নিজেই এক ধরনের ভাইরাস হয়ে থাকে। কখনো কখনো হয়তো আপনি কোন সাইটে প্রবেশ করলেন আর আপনার কাছে ম্যাসেজ আসে ” ইউর সিস্টেম মেমোরি ইজ লো” অথবা “আপনার ডিভাইজটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, এক্ষুনি পরিষ্কার করে নিন” ইত্যাদি। আপনি এই সকল ম্যাসেজ পড়ে যখনই সেগুলতে ক্লিক করেন তখনই আপনার কম্পিউটারে কোন সফটওয়্যার ডাউনলোড হয়ে যায়। এবং এই সফটওয়্যার গুলো মেমোরি ক্লিন না করে উল্টা মেমোরি জ্যাম করে ফেলবে আপনার 😛 তো এই সকল অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে বাঁচতে আপনার কম্পিউটারে ফায়ারওয়াল থাকা অনেক বেশি জরুরী।
BY:bn.techubs.net
কিভাবে ব্লক বা আনলক করবেনঃ 
আমি এখন আপনাদের দেখাবো কিভাবে Windows 7, 8, & 10 এ উইন্ডোজ ফায়ারওয়াল ব্লক বা আনলক করবেন।
❤ Open the “Control Panel → Select “System and Security"

উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন, What is a Windows Firewall, why it is needed, how to unlock or unlock, উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন!

Allow a program through Windows Firewall
উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন, What is a Windows Firewall, why it is needed, how to unlock or unlock, উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন!
→ Click ''Change Settings"
উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন, What is a Windows Firewall, why it is needed, how to unlock or unlock, উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন!
Change Settings এ ক্লিক করার পর নিছের ছবিটার মত আসবে।
উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন, What is a Windows Firewall, why it is needed, how to unlock or unlock, উইন্ডোজ ফায়ারওয়াল কি, কেন প্রয়োজন, কিভাবে ব্লক বা আনলক করবেন!
এবার আপনি এখান থেকে যে Software বন্দ করতে চান ওটার টিক চিহ্ন উঠাই দেন এবং ওকে তে ক্লিক করুন।
Previous Post
Next Post
Related Posts