ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অতি সহজে কিভাবে রিমুভ করবেন (ভিডিওসহ) দেখে নিন

ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অতি সহজে কিভাবে রিমুভ করবেন (ভিডিওসহ) দেখে নিন
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?আমি মোস্তফা কামাল মুহাম্মাদ শাওন।আপ্নাদের মাঝে আজকে একটি ছোট্ট টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন
তো চলুন শুরু করা যাক
জানি আজকে আপনাদের মনটা আসলেই খারাপ কেননা আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়েছে।তো চলুন জেনে নেয় বিস্তারিতঃ

কমিউনিটি গাউডলাইন স্ট্রাইক কেন পড়েঃ
ইউটিউব কর্তৃপক্ষ যখন আপনার কোন ভিডিওর টাইটেল অরিজিনাল ভিডিওর সাথে মিল না পায় ঠিক তখনই আপনার সেই ভিডিও টিতে একটি স্ট্রাইক প্রদান করে।অর্থাৎ ভিডিওর মধ্যে বলা হয়েছে এক জিনিস আর আপনি ভিডিও টিতে ভিউ পাওয়ার জন্য টাইটেল দিবেন অন্য কিছু ঠিক সেই মুহূর্তেই আপনাকে স্ট্রাইক প্রদান করবে।শুধু টাইটেল ই না ট্যাগ ডিস্ক্রিপশন ও যদি ভিডিও রিলেটেড না হয় ঠিক তখনও সতর্কতামূলক একটা স্ট্রাইক প্রদান করে থাকে ইউটিউব।

তবে ঘাবড়ানোর কিছু নাই অতি সহজে সেই স্ট্রাইন টি রিমুভ করতে পারবেন।
নিচের ভিডিও টি দেখে শিখে নিন বা জেনে নিন প্রসেস টি




কিভাবে রিমুভ করবেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকঃ
সাধারণত স্ট্রাইক আসার পর Attention নামে একটা page পাবেন সেই page এ নিচের দিকে দেখবেন I Acknowledge নামে একটা অপশন আছে।click করবেন I Acknowledge তারপর click করবেন Appeal This Decision তারপর click করবেন Yes তারপর Reason নামে একটা বক্স ওপেন হবে সেই বক্স টিতে একটা Sentence টি বসিয়ে Appeal এ ক্লিক করলেই হবে (Sentence টি ভিডিও থেকে দেখে Type করবেন সবাই) ।আশা করি ২দিনের মধ্যে আপনার কমিউনিটি স্ট্রাইক টি রিমুভ হয়ে যাবে।

এতোক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
আবারপ কোন একদিন হাজির হব আপনাদের মাঝে কোন সুন্দর টিপস নিয়ে ।দোয়া করবেন সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
Previous Post
Next Post
Related Posts