CPC কেন কমে এবং CPC কিভাবে বাড়াবেন - রুবেল এসবিএস
আমার মতে, সিপিসি বাড়ানোর আগে জানা উচিৎ কি কি কারনে সিপিসি কমে যায় ?কমে যাওয়ার কারণগুলো বের করে কাজ করতে পারলেই সিপিসি অটোমেটিক বেড়ে যাবে।
আমি কমন কিছু কারন তুলে ধরবো :
- সাইটে Low paying Advertiser দের অ্যাড ডিসপ্লে হলে সিপিসি কম পাবেন।
- Low paying Keywords & Low paying Ad competition এর Keywords যুক্ত সাইটে সিপিসি কম পাবেন।
- Global Alexa Rank ১ লাখের নিচে না থাকলে সিপিসি কম পাবেন।
- এশিয়ান ট্রাফিক বেশি থাকলে সিপিসি কম পাবেন।
- প্রোডাক্টবেইজ সাইট না হলে সিপিসি কম পাবেন।
- Organic SEO তে আপনার Keywords টপ Rank এ না থাকলে সিপিসি কম পাবেন।
- Proper Ads optimization ঠিক না থাকলে সিপিসি কম পাবেন।(প্লেসমেন্ট এবং সাইজ)।
- 2-3 টার বেশি অ্যাড ব্যাবহার করলে সিপিসি কম পাবেন।
- সাইটে Poor Quality Content থাকলে সিপিসি কম পাবেন।
এইসব নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি (ভিন্নমত থাকতে পারে)
এখন নিজেই চিন্তা করেন, কিভাবে সিপিসি বাড়াবেন ??
- Low paying Advertiser দের ব্লক করে দেন (ম্যাক্সিমাম ৫০০ বিজ্ঞাপনদাতা ব্লক করতে পারবেন)।
- Average CPC 0.50 $ - 1 $ এর Keywords টার্গেট করুন এবং Ad competition Medium or high Keywords সিলেক্ট করুন।
- সাইটের Global Alexa Rank ১ লাখের নিচে নামান (দামী বিজ্ঞাপনদাতা আসবে)।
- ইউরোপের ট্রাফিক টার্গেট করুন (দামী অ্যাড ডিসপ্লে হবে)।
- প্রোডাক্টবেইজ সাইট করুন (Relevant Advertiser বেশ...
- Organic SEO তে আপনার Keywords টপ Rank এ রাখার চেষ্টা করুন (ওই Keywords এর ম্যাক্সিমাম পে করা অ্যাড দেখাবে) ।
- কন্টের এর শুরুতে এবং শেষে অ্যাড ইউনিট ইউজ করুন (336x286/300x250/728x90) ।
- সিপিসি বাড়ানোর জন্য ২ টা অ্যাড ইউনিট ব্যাবহার করুন (সিটিআর কম হবে এবং সিপিসি অনেক বাড়বে) ।
- সাইটে রেগুলার ভালো মানের ইউনিক কন্টেন্ট ব্যাবহার করুন (SEO Friendly Content) ।
এইসব বিষয় মেনে ১ টা সাইট ১ বসর চালিয়ে দেখুন... আমি গ্যারান্টি দিচ্ছি সিপিসি ২০০ % - ৩০০ % বাড়বেই ইনশাআল্লাহ্ ।
৫০০ কম CPC সাইট এর জন্য আমাকে ক্লিক করুন।
৫০০ কম CPC সাইট এর জন্য আমাকে ক্লিক করুন।