মাত্র একটি লেবু বিক্রি হলো ৩৯ হাজার টাকায়। অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্যি। তামিলনাড়ুর ভিল্লুপুরমের কাছে একটি মন্দির কর্তৃপক্ষের আয়োজন করা নিলামে পাতিলেবুর দাম উঠে এত টাকা।
এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। এটি পবিত্র ও সৌভাগ্যের প্রতীকহিসেবে গণ্য হয়। এই ফল ভগবান মুরুগার অস্ত্রে বিদ্ধ থাকে। সেটি প্রত্যেক বছর ১১ দিনের একটি বিশেষ উৎসব শেষে নিলামে তুলে দেয় মন্দির কর্তৃপক্ষ। গ্রামবাসী বিশ্বাস করেন, ওই লেবু সৌভাগ্য নিয়ে আসবে। আর ঘরে সন্তান নিয়ে আসবে।
এ বছর জয়রামন ও অমরাবতী নামে এক দম্পতি এই লেবু কিনেছেন ৩৯ হাজার টাকা দিয়ে। আরো বেশ কয়েকটি লেবুও বিক্রি হয়েছে। সব মিলিয়ে এ বছর মন্দিরের আয় ৫৭ হাজার ৭২২ টাকা।এম কানাগানাবেসন নামে এক গ্রামবাসী জানিয়েছেন, এই মন্দির কবে তৈরি হয়েছিল কেউ জানে না। দুটি পাহাড়ের মাঝে অবস্থিত এটি।