গুগলের কাছ থেকে ফ্রি হোস্টিং নিয়ে চলুন এবার নিজে নিজেই একটি ফ্রি ওয়েবসাইট বানাই ।

বেশ কিছুদিন আগে ফ্রি ওয়েবসাইট বা ব্লগসাইট বানানোর একটি টিউটোরিয়াল টাইপ লেখা পোস্টাইছিলাম। ঐ লেখাটি পড়ে গতকাল পর্যন্ত সর্বমোট ১৫৪টি ওয়েবসাইট বানিয়েছেন বিভিন্ন জন। আশার কথা…
———————-
এক (খ).
আগের লেখাটি পড়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। কিংবা প্রশ্ন করেছেন। যারা মেইল করেছেন চেষ্টা করেছি প্রত্যেকটি মেইলের জবাব দিতে। যদি কেউ মেইল করে জবাব না পেয়ে থাকেন তাহলে ধরে নেবেন আপনার মেইলটি আমার হাতে আসেনি।
মন্তব্য ছাড়াও কিছু জিজ্ঞাসা এসেছে। সবচেয়ে বেশি জিজ্ঞাসাটি হচ্ছে- ফ্রিহোস্টিয়া তাদের হোস্ট কত দিনের জন্য ফ্রি দেয়?
আমার জানামতে ফ্রিহোস্টিয়া তাদের চকোলেট প্যাকেজটি আজীবন ফ্রি হোস্ট অফার করে। তবে আমি যেহেতু বাস্তবে ব্যবহার করিনি তাই বাস্তব অভিজ্ঞতা থেকে সত্যটুকু বলতে পারছি না।
দ্বিতীয় আরেকটি জিজ্ঞাসা ছিলো- কেন আমি ফ্রি হোস্টের জন্য ফ্রিহোস্টিয়ার কথা বললাম? যেহেতু আরও অনেক অনেক ফ্রি হোস্ট সেবাদাতা রয়েছে।
এর উত্তর অনেকবার দিয়েছি, আবারও দিচ্ছি- এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি- ফ্রিহোস্টিয়া সম্পূর্ণ ঝামেলাহীন ফ্রি হোস্ট সেবাদাতা। অন্য বেশির ভাগই এড দেয়। ফ্রিহোস্টিয়া এডহীন, ঝামেলাহীন। তবে তাদের রেজিস্ট্রেশন সময়কার মেইলটি আসতে কখনো কখনো একটু সময় লাগে।
এক (গ).
যাই হোক, এগুলো লেখার জন্য আজকের পোস্ট নয়। কথাগুলো এ কারণে বললাম, হোস্ট নিয়েই অনেকে সমস্যায় পড়েছেন। তাই, হোস্টের একটি স্থায়ী সমাধান নিয়েই আজকের লেখা। যাই হোক কথা আর না বাড়িয়ে বর্ণনায় চলে যাই।
দুই.
প্রথমেই ডোমেইন রেজিস্ট্রেশন করে নেয়া যাক। আশা করছি কীভাবে ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয় তা আমার আগের পোস্টটি পড়ে জেনেছেন। যারা জানেন না তারা http://workingtricksandtipslive.blogspot.com/2016/06/blog-post_77.html।এখানে ক্লিক] করে আগে ডোমেইন রেজিস্ট্রেশন করে আসুন।
তিন.
এবার চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে গুগলের হোস্টিং আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন।
এজন্য প্রথমে বলে নিই, অবশ্যই আপনার ব্লগার ডট কমে রেজিস্ট্রার আইডি এবং ব্লগ থাকতে হবে। আশা করছি সবাই জানেন ব্লগার ডট কমে কিভাবে আইডি এবং ব্লগ খুলতে হয়। তাই এদিকে আর যাচ্ছি না। চলুন ছবিসহ হোস্টিং ব্যবহারের ধাপগুলো দেখি-
ফ্রি ডোমেইন-এর জন্য লগিন করতে হবে আপনাকে। আপনি এর আগে ডোমেইন রেজিস্ট্রেশন করে ছিলেন এখানে। যদি না করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করে নিন এখনি।
ধাপ-০১
যাদের আগে থেকেই ফ্রি ডোমেইন ছিলো এবং যারা এখন ডোমেইন নিয়েছেন তারা প্রথমেই লগিন করুন www.co.cc -তে।
bihosh_1254939457_1-biho_1.gif

ধাপ-০২
যে ডোমেইনটির জন্য হোস্টিং দরকার সে হোস্টিংটির সেটাপ-এ ক্লিক করুন।
ধাপ-০৩
ম্যানেজ ডোমেইন-এর অংশ থেকে সেটাপ বাটনে আবার ক্লিক করুন।
ধাপ-০৪
Zone Records-এ ক্লিক করুন এবং নিচের ফিলগুলো পুরণ করুন।
যেমন, Host-এ আপনার ওয়েবসাইটির নাম লিখুন
TTL-এ 1D লিখুন
Type-এ CNAME লিখুন এবং
Value-এর ঘরে লিখুন ghs.google.com.
তারপর নিচের সেটাপ বাটনে ক্লিক করে সেইভ করুন। ব্যাস ডোমেইনে সেটাপ শেষ হলো। এবার চলে আসুন ব্লগার ডট কম-এ।
ধাপ-০৫
ব্লগার ডট কম-এ সাইন ইন করুন। আর যদি ব্লগার ডট কম-এ সাইন আপ করা না থাকে তাহলে ঝটপট একটা একাউন্ট খুলে নিন এবং সেই সঙ্গে একটা ব্লগও বানিয়ে নিন।
ধাপ-০৬ এবং ০৭
ব্লগার ডট কমের ডেশবোর্ড তেকে সেটিংস-এ ক্লিক করে পাবলিশিং-এ ক্লিক করলে যে পেজটি ওপেন হবে সেটি দেখুন।
এখান থেকে কাস্টম ডোমেইন-এ ক্লিক করুন।
ধাপ-০৮
এই পেজের একটি অংশে লেখা আছে দেখুন Switch to Advanced Sttings কথাটি। এখানে ক্লিক করুন। তাতে একটি নতুন পেজ ওপেন হবে।
ধাপ-০৯ এবং ১০
ধাপ ০৯-এর যেখানে ইউর ডোমেইন লেখা আছে সেখানে আপনার ডোমেইন নামটি লিখুন। এবং ধাপ ১০-এ ক্যাপচাটি লিখুন যেখানে লেখা আছে ওয়ার্ড ভেরিফিকেশন। সেইভ সেটিংস-এ ক্লিক করুন।
ধাপ-১১ এবং ১২
ধাপ ০৯ এবং ১০-এ যা করেছেন তা এখানে আবার করতে হবে। তবে একটু তফাত আছে। ইউর ডোমেইন লেখা অংশে আপনার ডোমেইনটি লিখুন এবং দেখুন নিচে একটি চেক ব্ক্স আছে। এই চেক বক্সে টিক চিহ্ন দিয়ে দিন।
ধাপ-১২-এ ক্যাপচা কোডটি লিখুন এবং সেইভ সেটিংস-এ ক্লি করুন। ব্যস হয়ে গেলো।
এবার আপনি ব্লগার ডট কম-এ যা পোস্ট করবেন তা সরাসরি আপনার ডোমেইন-এ রিডাইরেক্ট হয়ে চলে আসবে।
Previous Post
Next Post
Related Posts