YouTube Help BD গ্রুপের সবার প্রশ্নের উত্তর।



১/ প্রশ্ন করেছেন Aloka Biswas : ভাই আমার পুরাতন সব channel suspended হয়ে যাচ্ছে, আমি আমার channel এ কোন কপিরাইট ভিডিও আপলোড দেই নাই এবং আমার channel এ কোন কপিরাইট ইস্টাইক ও দেয় নাই। এর কারন কি? এর ্প্রতিকার কি?   

উত্তরঃ ১/ আপনি যদি একটি মোবাইল নাম্বর দিয়ে একের অদিক gmail ও channel ভেরিপাই করেন তা হলে এ সমস্যা টা হওয়া ৯৯% সম্ভবনা থাকে। ২/ আপনার আইপি যদি ব্লক থাকে । ৩/ এক কম্পিউটার থেকে কপিরাইট  এর কারনে ৫ টার বেশি channel suspended হলে।
প্রতিকারঃ প্রথমে আপনার কম্পিউটার এর ভ্রউজার এর কুকিজ গুলা ডিলিট করে নেন। তার পর একটি মোবাইল নাম্বর দিয়ে একটি gmail ভেরিপাই করবেন এবং ঐ gmail দিয়ে যে channel করবেন ঐ channel একই নাম্বার দিয়ে ভেরিপাই করবেন। আর আইপি যদি ব্লক থাকে তাহলে আপনার ইন্টারনেট চালানো কৃত মোবাইল সিম টি change করে নিবেন। তার পর ও যদি সমস্যা মসাদান না হয় তা হলে আপনার কম্পিউটার এর windows change করে , নতুন করে আবার কাজ করুন। তার পর ও যদি সমাদান না হয় তাহলে এক মাস যাবত কাজ বন্দ রাখেন, এক মাস পর নতুন করে আবার কাজ শুরু করেন। আসা করি আপনার সমস্যা সমাদান হয়ে যাবে।

২/ প্রশ্ন করেছেন - Mdrk Jummon Cricket King: আমি টিবি সিরিয়াল নিয়ে কাজ করছি কিন্তু ভালো ইনকাম পাইনা কেনো।
উত্তরঃ কপিরাইট ভিডিও নিয়ে কখনো ভালো ইনকাম এর ছিনতা করবেন  না, আপনি যদি ভালো ইনকাম করতে ছান তা হলে নিজে ভিডিও করেন। দেখবেন ১০০% ভালো ফলাফল পাবেন।

৩/ প্রশ্ন করেছেন - Nilima Mondol  : adsense এর টিউটোরিয়ালটা দেখেছি কিন্তুু একটা বিষয় ক্লিয়ার করা হয়নি তা হচ্ছে নামের পর লাইন (১) এ কি দিতে হবে থানা,জেলা,ভিলেজ না, কি রকম লাইন (২) তে কি দিতে হবে, বংলাদেশ কোথায় দিতে হবে নাকি না দিলেও চলবে মোট কথা ভিলেজ, থানা, জেলা পোষ্টঃ, বাংনাদেশ, কোন লাইনের কোথায় দিতে হবে এর একটা সুন্দর ইংলিশ ফরমেট যদি ডিসক্রিপশন এ দিতেন তাহলে খুব ভালো হতো।
আগাম ধন্যেবাদ।

উত্তরঃ Name এর ঘরে আপনার নাম দিবেন, Adderss line 1 এবং Adderss line 2 এর ঘরে আপনার village,District,Thana  এ তিনটা দিবেন, যেমন,  village: kadra, District: chandpur, Thana: sharasty  এ তিনটা নাম ১২৮ অক্ষরের ভিতরে লিখে Address line 1 এবং Adderss line 2 ভাগ করে দিবেন। যাতে Adderss line 1 এ ৬৪ অক্ষরের বেশি না হয় ও Address line 2 তে ও ৬৪ অক্ষরের বেশি না হয়  আবার খেয়াল রাখবেন কোন নাম যাতে ২ ভাগ না হয়। তার পর city এর ঘরে আপনি যে city তে থাকেন তা দিবেন, postal code এর ঘরে আপনার পৌষ্ট অফিস এর কোড নাম্বার দিবেন। primary contact এর ঘরে আপনার নাম দিবেন।

৪/ প্রশ্ন করেছেন - Nadim Mirza: আব্দুলাহ্ ভাই .... আমি ব্রডব্যান্ড ইউজ করি। একটি ইউনিক আইপি দিয়ে কয়টি পিসিতে এডসেন্স এ্যাকাউন্ট খোলা যাবে? আমার ৫টি পিসি। আমি কি একটি আইপি দিয়ে ৫টি পিসিতে ৫টি এডসেন্স এ্যাকাউন্ট খুলতে পারবো? যদি খোলা যায় তো প্রত্যেক এ্যাকাউন্টে নাম ঠিকানা কি সেইম দেওয়া যাবে? প্রতি এ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা ব্যাংক এ্যাকাউন্ট এড্ করবো নাকি সব গুলোতে একটি ব্যাংক এ্যাকাউন্টই এড করা যাবে?
আর একটি মোবাইল নাম্বার দিয়ে সর্বোচ্চ কয়টি জিমেইল খুলবো?

উত্তরঃ ১/একটি আইপি দিয়ে ১টি এডসেন্স এ্যাকাউন্ট খোলাই ভালো, এতে কোন দূরছিন্তার কিছু থাকে না, ২/ আপনার যেহেতু পাঁছটি পিসি সে ক্ষেত্রে আপনি প্রত্যেক পিসি তে  একটি করে এডসেন্স এ্যাকাউন্ট খোলতে পারেন, তবে সে জন্য আপনার ঠিকানা গুলা আলাদা আলাদা হতে হবে। নাম এক রকম হলে সমস্য নাই। তবে একটি পিসিতে ২ টা এডসেন্স এ্যাকাউন্ট ভার ভার লগইন করা যাবে না, আর প্রত্তেক ভার এডসেন্স এ্যাকাউন্ট লগইন করার আগে  আপনার ভ্রউজার এর কুকিজ গুলা ডিলেট করে নিবেন, আর আরেকটা গূরুত্ব বিষয় হলো আপনি যে কোন দরনের ইসপামিং থেকে ১০০ হাত দূরে থাকতে হবে। না হয় গুগুল বুঝতে পারলে সব গুলা বেন্ড করে দিবে, আর ভালো পথ অবল্মন করলে ছিন্তার কিছুই নাই।
২/ সব গুলা এডসেন্স এ্যাকাউন্ট এ একটা ব্যাংক এ্যাকাউন্ট এড করা যাবে, তবে ব্যাংক এ্যাকাউন্ট এড করার সময় এ্যাকাউন্ট হল্ডার নেম এর ঘরে যার নামে ব্যাংক এ্যাকাউন্ট তার নাম দিতে হবে।
৩/ একটি মোবাইল নাম্বার দিয়ে একটি জিমেইল খোলা ই ভালো

৫/ প্রশ্ন করেছেন - Atique rahman :- যদি একই ইমেইল দিয়ে এডসেন্স ও চ্যানেল তৈরী করা হয়। আর ওই চ্যানেল টা যদি সাসপেন্ড হয় তাহলে কি এডসেন্স একাউন্টের কোন ক্ষতি হবে ? ওই এডসেন্সের টোটাল ব্যালেন্সের টাকা কি তুলতে পারবো ?

উত্তর: ১/ না, adsense একাউন্টের এর কোন ক্ষতি হবে না। ২/ হুম, আপনার adsense একাউন্ট যত ‍দিন ভালো থাকবে, ততদিন আপনার সব কাটা পাবেন।

৬/ প্রশ্ন করেছেন- Rehan Smz:- বড় ভাইয়াদের সাহায্য কামনা করিছি।আমার কারেন্ট ব্যালেন্স ৪৬.৮৭। ১২ তারিখ এ টাকা এ্যাড হয়েছে। কিন্তু এখনো পিন এর অপশন আসেনি। এটার কারন কি বলতে পারবেন কেউ?

উত্তর: ১২ তারিখ হইতে ৫ থেকে ১০ দিন অপেক্ষা করেন, আপনার পিন এর অপশান আসেতে পারে, আর যদি না আসে তা হলে কোন সমস্যা নাই। আপনার অ্যাডসেন্স  আর ভেরিপাই করতে হবে না। আপনি এমনিতে ১০০ ডলার বা তার বেশি হলে  টাকা পাবেন।
=============================================================

  • আমার এই ওয়েব সাইট সর্ম্পকে কোন মতামত থাকলে নিছে কমেন্ট এর মধ্যেমে দিতে পারেন।
  • আপনারা ছাইলে আমাকে যে কোন প্রশ্ন, ও করতে পারেন।
  • এবং কি বিষয় নিয়ে পৌষ্ট করলে আপনারা উপকৃত হবেন তা ও জানাতে পারেন।
Previous Post
Next Post
Related Posts