কি কারনে এত এত ইউটিউব চ্যানেল ব্লক/সাসপেন্ড হচ্ছে???
==কপিরাইটঃ==
নিজের কন্টেন্ট নিয়ে কাজ না করে অন্যের কন্টেন্ট ইডিট করে কাজ করার ফলে যা পাওয়া যায় তাই হচ্ছে কপিরাইট। অনেকেই বুঝেন না যে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার মধ্যে অনেক বেশি আনন্দ। যাই হোক সবাই এর মর্ম বুঝবে না কারন নিজের পেট ভরলেই এদের আনন্দ। :-/
নিজের কন্টেন্ট নিয়ে কাজ না করে অন্যের কন্টেন্ট ইডিট করে কাজ করার ফলে যা পাওয়া যায় তাই হচ্ছে কপিরাইট। অনেকেই বুঝেন না যে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার মধ্যে অনেক বেশি আনন্দ। যাই হোক সবাই এর মর্ম বুঝবে না কারন নিজের পেট ভরলেই এদের আনন্দ। :-/
==পর্নঃ== বাংলাদেশে এই কাজের লোকের অভাব নাই। চ্যানেল খুলে থাম্বনেইলে কিছু নোংরা ছবি দিয়ে রোবটকে ফাকি দিতে চায় কিন্তু তারা জানেন কি যে রিপোর্টে ধরা পরলে আপনার আইপি থেকে যে চ্যানেল গুলি আছে সব বরবাদ করা হবে। অ্যাডসেন্সের উপর তো প্রভাব পড়বেই সেটা আর বলার অপেক্ষা রাখে না। :-/
==আইপিঃ== এইটা একটু মন খারাপ হওয়ার মত কথা। তবুও বলি। যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন তাদের আইপি ফিক্সড থাকে। একই আইপি থেকে কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে আপনার একটু হলেও সমস্যা হতে পারে। ম্যাক অ্যাড্রেস এই ক্ষেত্রে কিছুটা বাচাতে পারলেও যদি আপনার আইপি থেকে এর পরিমান বেশি হয় তাহলে এক সময় আপনার আর রক্ষা থাকবে না। :-/
==গুগল ভেরিফাইড চ্যানেলঃ== বাংলাদেশে বেশ কিছু গুগলের ভেরিফাইড চ্যানেল রয়েছে। আপনি যদি ভুলেও তাদের কন্টেন্ট নিয়ে উল্টা পাল্টা কাজ করেন তাহলে ব্যান খাবেন এইটা একদম সিওর তবে শুধু চ্যানেল না অ্যাডসেন্স সহ। মানে সোনা আর সোহাফা এক সাথেই যাবে। :-/
আরো বেশ কিছু কারন আছে এখন আর লিখতে পারছি না। তবে এর সল্যুশনও আছে। :-
:-)