আজকে এ পোষ্ট এ আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনার ওয়েব সাইট ও ব্লগ এর পোষ্ট কপি কারা চিরতরে বন্দ করবেন।
তো এ কাজটি করতে হলে প্রথমে আপনাকে নিছের হলুদ রং এর কোড টুকু কপি করতে হবে। এটা কপি করার জন্য আগে এখান থেকে Download করে নিতে হবে।
<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script>
<script type='text/javascript'>
if (typeof document.onselectstart!="undefined" ) {
document.onselectstart=new Function ("return false" );
} else {
document.onmousedown=new Function ("return false" ); document.onmouseup=new Function ("return true" );
}
</script>
Download করার পর এটি কপি করে নেন। এর পর আপনি আপনার সাইট বা ব্লগ এ জান। ব্লগ এ যাওয়ার পর আপনার ব্লগ এর Layout এ ক্লিক করেন, তার পর যেকোন স্থান থেকে Add a Gadget এ ক্লিক করেন।
আপনার ওয়েব সাইট/ব্লগ থেকে আপনার পোষ্ট কপি করা বন্দ করবেন কি করে? |
Add a Gadget এ ক্লিক করার পর নিছের ছবি টার মত আসবে। তারপর HTML/Java Script এ ক্লিক করেন।
আপনার ওয়েব সাইট/ব্লগ থেকে আপনার পোষ্ট কপি করা বন্দ করবেন কি করে? |
ক্লিক করার পর নিছের ছবি টার মত আসবে।
আপনার ওয়েব সাইট/ব্লগ থেকে আপনার পোষ্ট কপি করা বন্দ করবেন কি করে? |
তার পর বৃত্ত দেওয়া খালি স্থানে আপনার কপি করা কোড টুকু পেষ্ট করে দেন, এবং Save এ ক্লিক করেন। এর পর নিছের ছবি টার মত আসবে।
আপনার ওয়েব সাইট/ব্লগ থেকে আপনার পোষ্ট কপি করা বন্দ করবেন কি করে? |
এবার এখান থেকে Save arrangement এ ক্লিক করুন।এবার আপনার কাজ শেষ,
এখন আপনার ব্লগ টা দেখতে পারেন কোন পোষ্ট বা লিখা কপি করা যায় কিনা, ১০০% আর কেউ কপি করতে পাবে না।
এ পোষ্ট টা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য অনুরুদ রইলো।
ধন্যবাদ সবাইকে!
---------------------------------------------------------------------------------------------------------------------
ট্যাগ:
আপনার ওয়েব সাইট/ব্লগ থেকে আপনার পোষ্ট কপি করা বন্দ করবেন কি করে?
How to Disable Right Click & Copy Paste In Blogger
ওয়েব সাইট
ওয়েব সাইট/ব্লগ
পোষ্ট কপি করা বন্দ করবেন
পোষ্ট কপিরাইট কিভাবে বন্ধ করবো
পোষ্ট কপিরাইট
কপিরাইট