ব্লগস্পট ব্লগে Google AdSense বিজ্ঞাপনের Popup Box যুক্ত করুন | Add a Google Adsense Ads Popup Box to the blogspot blog

আজ আমি আরেকটি গুরত্বপূর্ণ ব্লগার Widget আপনাদের সাথে শেয়ার করব। যারা ব্লগে Google AdSense সহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করেন, তারা এই Popup Box টি ব্যবহার করে অনেক লাভবান হতে পারবেন। কারণ কেউ যখন আপনার ব্লগে ভিজিট করবে তখন এই Popup Box টি ব্লগের মধ্যখানে শো করবে, যা সবার দৃষ্টিগোচর হবে। ফলে দেখা যাবে আপনার ব্লগে বিজ্ঞাপন ক্লিক বেড়ে যাবে। আর আপনি নিশ্চয় জানেন যে, বিজ্ঞাপন ক্লিক বেড়ে যাওয়া মানেই হচ্ছে আপনার ব্লগের আয় বাড়া।

ব্লগস্পট ব্লগে Google AdSense বিজ্ঞাপনের Popup Box যুক্ত করুন #Add.a.Google.Adsense.Ads.Popup.Box.to.the.blogspot.blog #গুগল এডসেন্স টিউটোরিয়াল #গুগল এডসেন্স একাউন্ট #google adsense কি #ইউটিউব থেকে আয় করার উপায়

অনলাইনে টাকা উপার্জনের যত উপায় আছে তার মধ্যে Google Adsense হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। Google Adsense হতে নিঃসন্দেহে দীর্ঘ দিন যাবৎ অনলাইন হতে ভালমানের টাকা উপার্জন করতে পারবেন। শুধুমাত্র আপনার ইচ্ছা এবং কিছু পরিশ্রম থাকতে হবে। আসলে আমাদের আজকের বিষয় Google Adsense হতে টাকা আয় করা নিয়ে নয়। আমি আজ দেখাবে কিভাবে ব্লগে Google AdSense বিজ্ঞাপনের Popup Box যুক্ত করবেন। এটি Widget ফরমেটে হওয়া ব্লগে যুক্ত করার জন্য কোন প্রকার বাড়তি ঝামেলা পোহাতে হবে না। নিচের ছোট ট্রিকসটি ফলো করলেই এটি আপনার ব্লগে খুব সহজে যুক্ত হয়ে যাবে।

কিভাবে যুক্ত করবেনঃ  
  1. প্রথমে আপনার ব্লগে লগইন করুন।
  2. ব্লগার ড্যাশবোর্ড হতে Layout এ ক্লিক করুন।
  3. উপরের অথবা যে কোন লেআউট হতে Add Gadget এ ক্লিক করুন। নিচের চিত্রে দেখুন -
ব্লগস্পট ব্লগে Google AdSense বিজ্ঞাপনের Popup Box যুক্ত করুন #Add.a.Google.Adsense.Ads.Popup.Box.to.the.blogspot.blog #গুগল এডসেন্স টিউটোরিয়াল #গুগল এডসেন্স একাউন্ট #google adsense কি #ইউটিউব থেকে আয় করার উপায়

  1. তারপর HTML/JavaScript এ ক্লিক করুন।
ব্লগস্পট ব্লগে Google AdSense বিজ্ঞাপনের Popup Box যুক্ত করুন #Add.a.Google.Adsense.Ads.Popup.Box.to.the.blogspot.blog #গুগল এডসেন্স টিউটোরিয়াল #গুগল এডসেন্স একাউন্ট #google adsense কি #ইউটিউব থেকে আয় করার উপায়
  1. এবার নিচের কোডগুলি কপি করে HTML/JavaScript এর ঘরে পেষ্ট করুন।


<style type="text/css">
#ad-popup {background:#000; color:#000; border:0px solid #000; position:fixed; top:40%; left:40%; width:330px; height:280px; z-index:50000}
#ad-popup a {background:#cdcccc; color:#00a6bf; font-size:10px; font-weight:bold; font-family:Arial, Helvetica, sans-serif; text-decoration:none; top:0px; float:right; position:absolute; z-index:1000; padding :0px 10px}
#ad-popup a:hover {background:#565555; color:#fff}
</style>

<div id="pro-adsense">
<div id="ad-popup">
<a href="javascript:;" onclick="document.getElementById('ad-popup').style.display='none'">X</a>
<center>০০০০০</center>
</div></div>
----------------------------------------------------------------------------------------
পরিবর্তনঃ
উপরের কালো চিহ্নিত ০০০০০ এর জায়গায় আপনার AdSense বিজ্ঞাপনের কোড বসাতে হবে।
বিজ্ঞাপনের চার পাশে Border দিতে চাইলে উপরের নীল কালারের border:0px solid #000 এর জায়গায় border:1px solid #000 দেন।
পিংক কালারের WidthHeight এর সাথে মিল রেখে আপনার AdSense বিজ্ঞাপন কোড নেবেন।

সবশেষে Gadget টি Save করুন।

সতর্কতাঃ যেহেতু Google AdSense বিজ্ঞাপনের Popup Box ব্যবহার করা AdSense Policy এর পরিপন্থি সেহেতু এর ফলে আপনার ব্লগের কোন ক্ষতি হলে সে দায়িত্ব আপনার নিজেরই। তবে বর্তমান সময়ে অনেক ভালমানের ব্লগ/ওয়েবসাইটে এ ধরনের AdSense Popup Box ব্যবহার করতে দেখা যাচ্ছে। তবে এ ধরনের AdSense Popup Box ব্যবহারের ফলে আপনার ব্লগের আয় বাড়বে এটা নিশ্চিত করে বলা যায়।

TAG: ব্লগস্পট ব্লগে Google AdSense বিজ্ঞাপনের Popup Box যুক্ত করুন #Add.a.Google.Adsense.Ads.Popup.Box.to.the.blogspot.blog #গুগল এডসেন্স টিউটোরিয়াল #গুগল এডসেন্স একাউন্ট #google adsense কি #ইউটিউব থেকে আয় করার উপায়
Previous Post
Next Post
Related Posts