YouTube Video Spamming কি ? কি করলে ইউটিউব বিনা নোটিসে Channel Suspended করে দেয়।

যারা YouTube এ কাজ করেন বা যারা প্রফেশনাল ইউটিউবার তা হয়ত অনেককেই জানেন না যে Spamming কি এবং কি করলে স্পামিং হয়। আজ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। 
অনেকই বিভিন্ন Group এ প্রশ্ন করতে দেখা যায় যে 

”আমি ইউনিক ভিডিও নিয়ে কাজ করি । আমরি চ্যানেলে কোন Copyright Strick বা কোন Community Guidelines Strick নাই তাও কোন আমার চ্যানেল বিনা নোটিসে সাসপেন্ড করে দিল ? ”

এই প্রশ্নটা অনেকেই করে থাকেন তাদের জন্য বলছি আপনার চ্যানেলটি  সাসপেন্ড হয়েছে স্পামিং এর জন্য। চলুন আজ জেনে নেই স্পামিং কি ?

স্পামিং সাধারনত ৩ ধরনের 

1. Video Comments Spam2. Misleading Metadata Spam3. Traffic Spam


1. Video Comments Spam : 

আপনি একটি ভিডিও Comments এ ব্যাক্তিগত কিছু জানাবেন যেমন : আপনার ফোন নম্বর দিয়ে দিলেন, আপনার বাসার ঠিকানা দিয়ে দিলেন কিংবা Video এর নিচে আপনি Facebook Link, Video Link, youtube Channel Link দিয়ে দিবেন তা স্পামিং এমন কি আপনি যদি কোন ভিডিও কমেন্টস এ বলে SUB 4 SUB অর্থ্যাত বললেন আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন  আমিও আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করব এটাও স্পামিং। যদি আপনি ভিডিও টপিকসের বাইরে কোন মন্তব্য করেন বা গালাগালি করেন তাও স্পামিং। এই বিষয় গুলো হল Video Comments Spamming। 

2. Misleading Metadata Spam

আপনি যখন অন্য একটা ভিডিও টাইটেল হুবহু কপি করে আপনার ভিডিওতে বসাবেন। আপনার ভিডিও টপিকসের বাহিরে কোন টাইটেল ব্যবহার করবেন। যেমন : আপনার ভিডিওটি হল ফানি বিষয়ক কিন্তু আপনি উল্লেখ করলেন +১৮ টাইপের কিছু টাইটেল। অন্য কোন ভিডিও বা কোন ওয়েবসাইট থেকে কোন লেখা কপি করে আপনার ডেসক্রিপশনে বসালেন বা আপনি ভিডিও টপিকসের বাহিরে Description এড করলেন তাও স্পামিং। এমনকি আপনি যদি হুবহু ট্যাগ কপি করে আপনার ট্যাগে বসিয়ে দেন তাও ইউটিউব স্পামিং হিসেবে ধরে নিবে। আর এই বিষয় গুলোই হল Misleading Metadata Spam। 


3. Traffic Spam

ইদানিং অনেকেই দেখা যাচ্ছে ভিডিও Views, Like, Share, Comments কিনছেন। যাদের কাছ থেকে কিনছেন তারা আপনাকে বলছে রিয়েল । কিন্তু আপনি যদি ইউটিউব কে বোকা মনে করে থাকেন তাহলে আপনি যে কত বড় বোকা তা এখনই বুঝে যাবেন। ইউটিউব যখন দেখবে আপনার ভিডিওতে ভিউ, লাইক, কমেন্টস গুলোর ৯৫% অন্য কোন ওয়েবসাইট থেকে আসা। তখনই ইউটিউব আপনাকে স্পামার হিসেবে মনে করবে। কারন একটা চ্যানেলে কমপক্ষে ৩০%-৫০% ভিউ YouTube থেকে থাকতে হবে। আর  এটা ভিডিওতে যখন ১ লক্ষ ভিউ থাকবে তখন আপনার ভিডিওর পাশে আপনার চ্যানেলে অন্য ভিডিওগুলো চলে আসবে। রিয়েল ভিউয়ার রা আপনার অন্য ভিডিওগুলো দেখবে এবং এক ভিডিও থেকে অন্য ভিডিওতে চলে যাবে। আর আপনি যখন ভিডিও ভিউ কিনবেন তখন একটা ভিডিও ২-৩ সেকেন্ড করে দেখা হবে। তাতে আপনার  চ্যানেলের Bounce Rate অনেক বেশী থাকবে। একটা ভাল মানের চ্যানেল করতে হলে Bounce Rate 30% এর নিচে থাকতে হবে। Bounce Rate যত কম থাকবে তার মানে হল একজন ইউজার আপনি ভিডিওটি অনেক্ষন যাবত দেখচে। আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছি। 
তাই আপনি যখন View এর জন্য কোন Auto Generate Website, Tools, Software ব্যাবহার রে ভিউ আনবেন YouTube আপনাকে স্পামার হিসেবে ধরে নিবে। এবং আপনার চ্যানেলটি সাসপেন্ড করে দিবে। 

তাই স্পামিং থেকে দূরে থাকুন। রিয়েল কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরী করুন।

স্পামিং নিয়ে এই ভিডিওটা দেখতে এখানে ক্লিক করুন 


YouTube বিষয়ক আরও ভিডিও পেতে নিচে দেওয়া আমার চ্যানেটিতে Subscribe করে রাখুন

আমার চ্যানেল 





Previous Post
Next Post
Related Posts