কিভাবে পিন ছাড়া Google Adsense ভেরিফাই করবেন (ছবি ও ভিডিও সহ)

adsense pin verification, how to track google adsense pin, how to verify adsense without pin, how to request pin in google adsense, adsense verification threshold, google adsense pin not received, adsense address verification by bank statement, adsense pin sent to wrong address, adsense id verification, how to request pin in google adsense, google adsense pin not received, how to get google adsense pin code, how to track google adsense pin, google adsense address verification letter, adsense address verification by bank statement, adsense verification process
কিভাবে পিন ছাড়া Google Adsense ভেরিফাই করবেন (ছবি ও ভিডিও সহ)
সবাই কেমন আছেন কমেন্ট এ জানানোর অনুরোধ রইল, আমি আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালোই আছি। ইদানিং আমাদের গ্রুপে বেশির ভাগ মেম্বার পোস্ট করে যে তাদের পিন আসে নাই, তারা কিভাবে তাদের Google Adsense ভেরিফাই করবেন, তো তাদের জন্য এই পোস্ট কিভাবে পিন ছাড়া Google Adsense ভেরিফাই করবেন। পিন ছাড়া যদি আপনি Google Adsense ভেরিফাই করতে চান, তাহলে আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার ব্যাংক Statement অথবা আপনার টেলিফোন ভিল এর কাগজ এই তিনটার যে কোন একটি দিয়ে আপনার Google Adsense ভেরিফাই করতে পারবেন।

কিভাবে পিন ছাড়া Google Adsense ভেরিফাই করবেনঃ  আপনাকে Adsense মোট তিন বার পিন পাঠাবে, প্রথমে  Adsense নিজেই পাঠাবে, আর দুইবার আপনি নিজ হাতে আবেদন করতে পারবেন, ৩০ - ৪২ দিন পর পর। এর পরে ও যদি আপনার পিন না আসে তাহলে আপনি শেষে যে তরিখ এ পিন এর জন্য আবেদন করছেন ঐ তারিখ থেকে ৩০ - ৪০ দিন পর আপনি পিন ছাড়া Google Adsense ভেরিফাই করার জন্য আবেদন করতে পারবেন, তো এখন আপনি আপনার Google Adsense এ লগ ইন করুন, এবং ''ACTION'' বাটন এ ক্লিক করুন, ক্লিক করার পর আপনি যে পেইজ এ পিন সাবমিট করবেন ঐ পেইজ টা দেখতে পাবেন, ওখানে আরো দেখতে পাবেন, আপনি কোন তারিখে পিন এর জন্য আবেদন করেছিলেন, এখন হিসাব করেন আপনার লাষ্ট আবেদন কৃত তারিখ থেকে ৩০ - ৪২ ‍দিন হইছে কিনা, যদি ৩০ - ৪২ দিন হয়ে থাকে তাহলে আরেকটা বিষয় লক্ষ করুন Pin Submit বাটন এর নিছে, Request for new pin  এই অপশন টি আছে কি না? যদি থাকে তাহলে Request for new pin এ ক্লিক করে পিন এর জন্য আবার আবেদন করবেন, আর যদি না থাকে, তাহলে ঐ পেইজ টার একদম শেষে লক্ষ করুন নতুন আরেক টি অপশন দেখা যাবে This Form নামে ঠিক নিছের ছবির মত।
adsense pin verification, how to track google adsense pin, how to verify adsense without pin, how to request pin in google adsense, adsense verification threshold, google adsense pin not received, adsense address verification by bank statement, adsense pin sent to wrong address, adsense id verification, how to request pin in google adsense, google adsense pin not received, how to get google adsense pin code, how to track google adsense pin, google adsense address verification letter, adsense address verification by bank statement, adsense verification process
তো আপনারা পিন ছাড়া ভেরিপাই করার জন্য এখান থেকে This Form নামের অপশন এ ক্লিক করুন, ক্লিক করার পর নিছের ছবির মত একটি ফরম পেইজ অপেন হবে আপনার সামনে।ঠিক নিছের ছবির মত।
adsense pin verification, how to track google adsense pin, how to verify adsense without pin, how to request pin in google adsense, adsense verification threshold, google adsense pin not received, adsense address verification by bank statement, adsense pin sent to wrong address, adsense id verification, how to request pin in google adsense, google adsense pin not received, how to get google adsense pin code, how to track google adsense pin, google adsense address verification letter, adsense address verification by bank statement, adsense verification process
এখন আমাদের কাজ হচ্ছে এই পেইজ ফরমটা পূরন করা, কিভাবে ফরমটি পূরন করবেন তা নিছে দেওয়া হল।

১ঃ Google Adsense খোলার সময় আপনি যে নাম দিছেন বা যার নামে Google Adsense তার নাম এখানে লিখবেন, তবে খেয়াল রাখবেন  Adsense খোলার সময় যে নাম দিছেন এবং ব্যাংক একাউন্ট এর নাম ও এখানে যে নাম দিবেন তিনটাই একরকম হতে হবে।

২ঃ আপনার কন্টাক জিমেইলটা ঠিক আছে কিনা তা দেখুন, যদি ঠিক না থাকে তাহলে সঠিক টা দিন।

৩ঃ এখানে আপনার Adsense এর পাবলিসার আইডি নাম্বার দিতে হবে, Adsense এর পাবলিসার আইডি দেখোর জন্য Adsense এর Settings এ ক্লিক করুন তারপর Account Information এ ক্লিক করুন, ক্লিক করার পর আপনার পাবলিসার আইডি দেখতে পারবেন, এভার এখান থেকে আপনার Adsense এর পাবলিসার আইডি নাম্বার টি কপি করে নিন, তার পর নাম্বার টি তিন নম্বর অপশন এ পেষ্ট করুন অথবা লিখুন।

৪ঃ  আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার ব্যাংক Statement অথবা আপনার টেলিফোন ভিল এর কাগজ এর SCREEN COPY এখানে দিতে হবে, ভোটার আইডি কার্ড যদি এখানে দিতে চান তাহলে সামনে ও পিছনের দিক SCREEN করে JPG FORMAT একটি ফোট তৈরি করে নিবেন, ব্যাংক Statement হলে SCREEN করে JPG FORMAT একটি ফোট তৈরি করে নিবেন এবং এই পেইজ থেকে Chose File এ ক্লিক করে তা আপলো দিবেন।

৫ঃ সব শেষে ‍Submit এ ক্লিক করতে হবে, যদি আপনার ফরম টি সঠিক ভাবে পূরন করে থাকেন তাহলে Submit করার পর নিচের ছবিটির মত একটি পেইজ আসবে।
adsense pin verification, how to track google adsense pin, how to verify adsense without pin, how to request pin in google adsense, adsense verification threshold, google adsense pin not received, adsense address verification by bank statement, adsense pin sent to wrong address, adsense id verification, how to request pin in google adsense, google adsense pin not received, how to get google adsense pin code, how to track google adsense pin, google adsense address verification letter, adsense address verification by bank statement, adsense verification process
তো সব কিছু সুন্দর ভাবে করার পর আপনাকে ২৪ - ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে, আবার অনেক সময় এতক্ষন অপেক্ষা করতে হয় না, আপনাকে জিমেইল দিয়ে জানিয়ে দিবে যে আপনার Adsense ভেরিফাই হয়ে গেছে, জিমেইলটা ঠিক নিছের ছবির মত দেখাবে।

adsense pin verification, how to track google adsense pin, how to verify adsense without pin, how to request pin in google adsense, adsense verification threshold, google adsense pin not received, adsense address verification by bank statement, adsense pin sent to wrong address, adsense id verification, how to request pin in google adsense, google adsense pin not received, how to get google adsense pin code, how to track google adsense pin, google adsense address verification letter, adsense address verification by bank statement, adsense verification process
যদি এই রকম জিমেইল আসে তা হলে মনে করবেন আপনার Adsense ভেরিফাই হয়ে গেছে, এখন আপনার Adsense এ লগইন করে দেখুন আপনার লাল নটিপিকেশন টা চলে গেছে, তার মানে আপনার Adsense ১০০%  ভেরিফাই করা শেষ, যদি আপনার নটিপিকেশন টা চলে না যায় তালে ৪৮ ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে, যদি তার পর ও না যায় তাহলে Google Adsense হেল্প সেন্টারে আপনাকে কন্টাক্ট করতে হবে, আশা করি এই সমস্যা আপনাদের হবে না।

না বুঝলে ভিডিও টি দেখে নিতে পারেন অথবা নিছে কমেন্ট এ জানাতে পারেন। যদি আপনি উপকৃত হন তাহলে শেয়ার করবেন আমার এই পোস্টটি, সবাইকে ধন্যবাদ আমাদের সাইট ভিজিট করার জন্য ও YouTube Help BD এর সাথে থাকার জন্য।

আরো দেখুনঃ






Tag: adsense pin verification, how to track google adsense pin, how to verify adsense without pin, how to request pin in google adsense, adsense verification threshold, google adsense pin not received, adsense address verification by bank statement, adsense pin sent to wrong address, adsense id verification, how to request pin in google adsense, google adsense pin not received, how to get google adsense pin code, how to track google adsense pin, google adsense address verification letter, adsense address verification by bank statement, adsense verification process
Previous Post
Next Post
Related Posts