![]() |
ইংরেজি না জেনেও বিদেশিদের মত ইংরেজি অডিও সহ ভিডিও করার উপায়! |
আমি প্রথমেই বলে নিচ্ছি যে এই মাধ্যমে ভিডিও করলে মাইক লাগে না । আমি আজকে যে ওয়েবসাইট এর কথা বলতে যাচ্ছি তা হল Natural Readers। এর মাধ্যমে আপনারা টেক্সট কে ভইসে রূপান্তর করতে পারবেন। এখানে আপনি যেকোনো দেশের ইংরেজি ভাষা বলাতে পারবেন। এখানে ছেলে, মেয়ে এবং শিশু সকলের ভইস ব্যাবহার করা যায়। আর আজকে আমরা আমেরিকার একজন লোকের ভইস নিয়ে কাজ করব।
*বিদ্র- আপনি যদি ইংলিশ কিছুই না পারেন তাহলে Google Translate এর মাধ্যমে বাংলাকে ইংলিশ এ অনুবাদ করে কপি করুন ।
১। প্রথম ধাপে আপনাকে লিখতে হবে আপনি যা বলতে চান। (Google Translate এর মাধ্যমে পারলে নিজে লিখুন)
২। তারপরে দ্বিতীয় ধাপে NaturalReaders এ যান ।
৩। সেখানে গিয়ে আপনার লিখিত টেক্সট গুলো পেস্ট করুন।
৪। তারপর উপরে দেখতে পারবেন English Us- Gabriella লেখা । সেখানে ক্লিক করুন এবং আপনার পছন্দ মত একজন কে সিলেক্ট করুন।
৫। এরপরে সেখানে একটা নীল প্লেয় বাটন আছে। সেখানে ক্লিক করুন এবং শুনুন।
৬। এখন আপনার কম্পিউটারে Internet Download Manager ডাউনলোড করুন এটি ইন্সটল করার পরে যদি Natural Readers এ অই ভইস প্লেয় করেন তাহলে ডাউনলোড অপশন আসবে তখন ডাউনলোড করুন।
শেষ এখন শুধু আপনার ভিডিও তে ভইসটি জুড়ে দিন আর আপলোড করুন। ধন্যবাদ যদি আমার পোস্ট ভালো লাগে তাহলে আমাদের পেজে লাইক দিতে ভুলবেন না , অবশ্যয় সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্য দের জানার সুযোগ করে দিন।
Mobile IDM- https://play.google.com/store/apps/details?id=idm.full.free
ফেসবুক পেজ – https://www.facebook.com/createch007/
ইউটিউব চ্যানেল – bit.ly/cstech12
Website Link- TheTechFreakz.com