![]() |
সারা রাত ফোনে চার্জ? আপনার মোবাইল এর আয়ু কমছে কী? |
গ্যাজেট গুরুরা জানাচ্ছেন, যারা নিজের স্মার্টফোন রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন, তারা গড়ে বছরে তিন থেকে চার মাস মোবাইল চার্জে ব্যয় করেন। এতে একদিকে যেমন ইলেকট্রিক বিল বাড়ছে, অন্যদিকে মেয়াদ ফুরোচ্ছে ফোনেরও।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোনের চার্জ ৩৫ থেকে ৪০ শতাংশে নেমে গেলেই চার্জে বসান। এর থেকে বেশি চার্জ থাকলে মোবাইল চার্জে বসানোর কোনও প্রয়োজন নেই।
গ্যাজেট বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, মোবাইলের আয়ু বাড়াতে চাইলে চেষ্টা করতে হবে যথা সম্ভব মোবাইল ফোনকে ঠাণ্ডা পরিবেশে রাখতে। উচ্চ তাপমাত্রা থেকে যতটা সম্ভব স্মার্টফোনকে দূরে সরিয়ে রাখা যায়, ততটাই মঙ্গল।