ভিডিওকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য ভিডিওতে Intro And Outro ব্যবহার করা খুবই জরুরি, তো পি.সি দিয়েতো সবাই Intro And Outro তৈরি করতে পারে, কিন্তু বেশির ভাগ YouTubers মোবাইল দিয়ে Intro And Outro তৈরি করতে পারে না, তাই নিছে একটি ভিডিও টিউটরিয়াল দিলাম যা দেখে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল YouTubers দের মত Intro And Outro তৈরি করতে পারবেন।
ভিডিও দেখার পর কোন কিছু না বুজলে অথবা কোন প্রশ্ন থাকলে নিছে কমেন্ট করে জনাতে পারেন। ধন্যাবাদ!