আসসালামুয়ালাইকুম।
প্রিয় ইউটিউবার ভাইয়েরা আশা করি সবাই ভাল আছেন।
আপনাদের দোয়াতে আমিও ভালো আছি, প্রথমেই ধন্যবাদ জানাই আব্দুল্লাহ ভাইকে আমাকেও YouTube Help BD তে লেখার সুযোগ করে দেওয়ার জন্য।
বর্তমানে প্রায় অনেক ইউটিবার বন্ধুরেই ব্লগসাইট/ওয়েবসাইট রয়েছে।
তো আমরা সবাই সাইটের মধ্যে লিংক শেয়ার করে থাকি, কিন্তু আজ আপনাদের দেখাবো কি করে আপনার সাইটে সাবস্ক্রাইবার বাটন এড করবেন।
প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন।
এর পর জিমেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল টি লগইন করে রাখুর।
অন্য একটি ট্যাব ওপেন করুন এর পর এই লিংকে প্রবেশ করুন https://developers.google.com/youtube
উপরের লিংকটিতে প্রবেশ করুন
এবং নিছের স্কিনসর্ট গুল অনুসার করুন
লিংক টিতে প্রবেশ করার পর এ রকম দেখতে পাবেন।
এর পর ADD A BUTTON এ ক্লিক করুন
এবার দেখুন নীল রঙ্গের ID নামের একটি অপশন আছে,
এখানে ক্লিক করুন
এবার দেখুন এখানে ২টি অপশন আছে।
- YouTube User ID
- YouTube Channel ID
এবং আবার আগের পেজ টিতে ব্যাক করুন।
এবার কপি করা লিংকটি Channal Name Or ID এখানে Past করে দিন।
সব কিছু ঠিক থাকলে আপনার চ্যানেল Preview অপশন এ Show করবে।
লাল রঙ্গের অপশন গুলো থেকে আপনি চাইলে Subscribe Button টি কাস্টমাইজ করে নিতে পারবেন।
এবার একটু নিছে লক্ষ করুন দেখবেন কিছু HTML কোড দেয়া আছে।
এ গুলাই আপনার চ্যানেল এর Subscribe Button কোড,
এবার কোড গুল কপি করে আপনার ব্লগ/ওয়েব সাইটে যেখানে ইচ্ছে সেখানে বসিয়ে সেভ করে দিন।
আমার ইউটিউব এবং ব্লগ সাইট টি একটু গুরে আসুন।