১. প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য আপনার কোনো সাজেশন আছে কি?
২. এই কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ওডেস্ক টেস্ট কি দিয়েছেন এবং সেগুলোতে কি ভালো করেছেন?
৩. এই কাজের কোন অংশটুকু আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে?
৪. ঠিক এ রকম কোনো প্রজেক্টে কি আগে কাজ করার অভিজ্ঞতা আছে, যদি থাকে তবে কেন কাজটি করেছিলেন?
৫. প্রজেক্টের কোন অংশটি সম্পন্ন করতে সবচেয়ে বেশি সময় লাগবে বলে আপনার মনে হয়?
৬. এই প্রজেক্ট নিয়ে কোনো প্রশ্ন আছে কি?
এখানে এমন কোনো প্রশ্ন নেই যা সহজে বোঝা যায় না। যারা কাজটি ভালোভাবে বুঝবেন এবং করতে পারবেন তাঁরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। যাঁরা কাজটি ভালোভাবে বুঝতে পারেননি বা করতে পারবেন না তাঁরা হয়তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না। তাই আপনার যদি কাজ জানা থাকে তাহলে কভার লেটার লিখতে এবং কাজ পেতে কোনো সমস্যা হবে না।
English translate it in google:
On the popular websites of online outsourcing work, spam and copy-pasteed cover letters go to workdays. There are arrangements to put some questions in order to survive from these and work to verify the skills of freelance professionals. Qadadata or the client can understand who answers the questions, who can do the job. New freelancers can not understand the questions many times. So they can not answer the questions right, so do not get the job. There is usually a question in Odesk Job Post-
1. Do you have any suggestions for successfully completing the project?
2. What did any ODesk Test compatible with this work and what did they do well?
3. Which part of this work is most appealing to you?
4. Do you have the experience of working in such a project before, if so, why did you do the job?
5. Which part of the project does it take you most to complete?
6. Is there any question about this project?
There is no question that can not be easily understood. Those who understand and can work well, they can certainly answer these questions. Those who do not understand or do not understand the work, they may not be able to answer these questions. So if you know the job then write cover letter and there will be no problem getting the job done.